২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। এক সপ্তাহ আগেই জানা গেল দুই দলের টেস্ট সিরিজে টিকিটের দাম। দর্শকেরা যেন মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন, সেজন্য সাধ্যের মধ্যেই রাখা হয়েছে টিকিটের দাম।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বনিম্ন ২০০ পাকিস্তানি রুপিতে প্রিমিয়াম ক্লোজারে (মিরান বকশ, সোহেল তানভীর, ইয়াসির আরাফাত) বসে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ৮৪ টাকা। ভিআইপি এনক্লোজারে (ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৫০০ রুপি। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৬০০ রুপি।
গ্যালারি পাসে বসে খেলা দেখাতে হলে গুনতে হবে ২৮০০ রুপি। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ২ লাখ রুপি দিয়ে খেলা দেখতে হবে হসপিটালিটি বক্সে বসে। প্লাটিনাম শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থাও রেখেছে পিসিবি। সেক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ২৩০০ রুপি। প্রিমিয়াম ও গ্যালারি পাসে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ১২ হাজার রুপি। তখন হসপিটালিটি বক্সের টিকিটের দাম পড়বে সাড়ে ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ লাখ ৩৭ হাজার টাকা। প্ল্যাটিনাম শেয়ার্ড বক্সে বসে খেলা দেখতে হলে খরচ পড়বে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)। ম্যাচ আগে শেষ হলে টাকা ফেরতের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সর্বনিম্ন ৫০ রুপিতে সাধারণ গ্যালারিতে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ২১ টাকা।১০০ রুপিতে (৪২ টাকা)প্রথম শ্রেণির এনক্লোজারে (আসিফ ইকবাল, মাজিদ খান, ওয়াকার হাসান, জহির আব্বাস) বসে ম্যাচ দেখা যাবে। প্রিমিয়াম এনক্লোজারের (ইমরান খান, কায়েদ, ওয়াসিম আকরাম) টিকিটের দাম ২০০ রুপি (৮৪ টাকা)। ভিআইপি এনক্লোজারে (ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৪০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬৮ টাকা। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৫০০ রুপি (২১১ টাকা)।সর্বোচ্চ আড়াই লাখ রুপি দিয়ে টিকিট কিনতে হবে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে। বাংলাদেশি ১ লাখ ৫ হাজার টাকা।হসপিটালিটি শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি (৫২০০ টাকা)। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে।
১৫ শতাংশ ডিসকাউন্টে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থা রয়েছে করাচি টেস্টে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ১৮৫০ রুপি। প্রিমিয়াম ও প্রথম শ্রেণির গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ৪২৫ রুপি। ২১৫ রুপি খরচ পড়বে সাধারণ গ্যালারিতে খেলা দেখতে হলে। হসপিটালিটি ফুল বক্সের টিকিটের দাম তখন হবে ১০ লাখ ৬২ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪৮ হাজার টাকা। প্যাকেজ সিস্টেমে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে খরচ হবে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। এক সপ্তাহ আগেই জানা গেল দুই দলের টেস্ট সিরিজে টিকিটের দাম। দর্শকেরা যেন মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারেন, সেজন্য সাধ্যের মধ্যেই রাখা হয়েছে টিকিটের দাম।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বনিম্ন ২০০ পাকিস্তানি রুপিতে প্রিমিয়াম ক্লোজারে (মিরান বকশ, সোহেল তানভীর, ইয়াসির আরাফাত) বসে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ৮৪ টাকা। ভিআইপি এনক্লোজারে (ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৫০০ রুপি। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৬০০ রুপি।
গ্যালারি পাসে বসে খেলা দেখাতে হলে গুনতে হবে ২৮০০ রুপি। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে। রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ২ লাখ রুপি দিয়ে খেলা দেখতে হবে হসপিটালিটি বক্সে বসে। প্লাটিনাম শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থাও রেখেছে পিসিবি। সেক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ২৩০০ রুপি। প্রিমিয়াম ও গ্যালারি পাসে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ১২ হাজার রুপি। তখন হসপিটালিটি বক্সের টিকিটের দাম পড়বে সাড়ে ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ লাখ ৩৭ হাজার টাকা। প্ল্যাটিনাম শেয়ার্ড বক্সে বসে খেলা দেখতে হলে খরচ পড়বে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)। ম্যাচ আগে শেষ হলে টাকা ফেরতের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সর্বনিম্ন ৫০ রুপিতে সাধারণ গ্যালারিতে খেলা উপভোগ করা যাবে। বাংলাদেশি মুদ্রায় তা ২১ টাকা।১০০ রুপিতে (৪২ টাকা)প্রথম শ্রেণির এনক্লোজারে (আসিফ ইকবাল, মাজিদ খান, ওয়াকার হাসান, জহির আব্বাস) বসে ম্যাচ দেখা যাবে। প্রিমিয়াম এনক্লোজারের (ইমরান খান, কায়েদ, ওয়াসিম আকরাম) টিকিটের দাম ২০০ রুপি (৮৪ টাকা)। ভিআইপি এনক্লোজারে (ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ) টিকিটের দাম ৪০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬৮ টাকা। ম্যাচের শেষ দুদিনে টিকিটের দাম হবে ৫০০ রুপি (২১১ টাকা)।সর্বোচ্চ আড়াই লাখ রুপি দিয়ে টিকিট কিনতে হবে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে। বাংলাদেশি ১ লাখ ৫ হাজার টাকা।হসপিটালিটি শেয়ার্ড বক্সের টিকিটের দাম ১২ হাজার ৫০০ রুপি (৫২০০ টাকা)। এই টিকিটের দামে মধ্যাহ্নভোজ ও চা পান করার ব্যবস্থাও রয়েছে।
১৫ শতাংশ ডিসকাউন্টে পাঁচ দিনের প্যাকেজের ব্যবস্থা রয়েছে করাচি টেস্টে। প্যাকেজ সিস্টেমে রাওয়ালপিন্ডির ভিআইপি গ্যালারির টিকিটের দাম পড়বে ১৮৫০ রুপি। প্রিমিয়াম ও প্রথম শ্রেণির গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৮৫০ রুপি ও ৪২৫ রুপি। ২১৫ রুপি খরচ পড়বে সাধারণ গ্যালারিতে খেলা দেখতে হলে। হসপিটালিটি ফুল বক্সের টিকিটের দাম তখন হবে ১০ লাখ ৬২ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪৮ হাজার টাকা। প্যাকেজ সিস্টেমে হসপিটালিটি ফুল বক্সে খেলা দেখতে হলে খরচ হবে ৫৩ হাজার রুপি (২২ হাজার ৩৫০ টাকা)।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা ভারত ও অস্ট্রেলিয়ার সফলতার হার ৬৮.৫২ শতাংশ ও ৬২.৫০ শতাংশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫