ক্রীড়া ডেস্ক
টেস্ট ম্যাচ যে ক্ষণে ক্ষণে রং বদলায়, গলে আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট আবারও বুঝিয়ে দিচ্ছে। লঙ্কানরা প্রথমে দাপট দেখালেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে বাংলাদেশ পাল্টা জবাব দিচ্ছে লঙ্কানদের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে নতুন চক্র শুরু করতে গিয়ে প্রথম সেশনে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশনের খেলা সফরকারীরা শেষ করে ৩ উইকেটে ৯০ রানে। তবে দ্বিতীয় সেশনটা লঙ্কানদের কেটেছে বল কুড়োতে কুড়োতে। ৫৮ ওভারে ৩ উইকেটে ১৮২ রান করে চা পানের বিরতিতে এখন বাংলাদেশ।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৫ রান। যেখানে তিন নম্বরে নামা মুমিনুল হক ২১ রানে জীবন পেয়ে আউট হয়েছেন ২৯ রানে। এনামুল হক বিজয় ডাক মেরেছেন। খেলেছেন ১০ বল। আরেক ওপেনার সাদমান ইসলাম ৫৩ বলে করেছেন ১৪ রান।
সাদমান-মুমিনুলকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তারিন্দু। তবে পাঁচ নম্বরে নামা মুশফিক সেটা প্রতিহত করেন। শান্তর সঙ্গে মিলে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিক। পুরোদস্তুর টেস্ট মেজাজেই তাঁরা ব্যাটিং করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই ডট দিচ্ছেন শান্ত-মুশফিক। বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন। মুশফিক তাঁর ২৮তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন ৮৪ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের আগস্টের পর এই প্রথম পঞ্চাশ পেরোনো স্কোর করলেন মুশফিক।
মুশফিকের ফিফটির ঠিক আগের বলেই আজ ফিফটি তুলে নিয়েছেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেতে শান্তর লেগেছে ১০৬ বল। চতুর্থ উইকেটে মুশফিক-শান্ত এরই মধ্যে ১৩৭ রানের জুটি গড়ে ফেলেন। ১৪৩ বলে ৭০ রান করেছেন শান্ত। ৭ চার ও ১ ছক্কা মেরেছেন। আর মুশফিক ৬৬ রান করেছেন ১১১ বলে। থিতু হয়ে যাওয়া মুশফিক-শান্ত নিশ্চয়ই চাইবেন নিজেদের সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস বড় করতে।
টেস্ট ম্যাচ যে ক্ষণে ক্ষণে রং বদলায়, গলে আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট আবারও বুঝিয়ে দিচ্ছে। লঙ্কানরা প্রথমে দাপট দেখালেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে বাংলাদেশ পাল্টা জবাব দিচ্ছে লঙ্কানদের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে নতুন চক্র শুরু করতে গিয়ে প্রথম সেশনে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশনের খেলা সফরকারীরা শেষ করে ৩ উইকেটে ৯০ রানে। তবে দ্বিতীয় সেশনটা লঙ্কানদের কেটেছে বল কুড়োতে কুড়োতে। ৫৮ ওভারে ৩ উইকেটে ১৮২ রান করে চা পানের বিরতিতে এখন বাংলাদেশ।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৫ রান। যেখানে তিন নম্বরে নামা মুমিনুল হক ২১ রানে জীবন পেয়ে আউট হয়েছেন ২৯ রানে। এনামুল হক বিজয় ডাক মেরেছেন। খেলেছেন ১০ বল। আরেক ওপেনার সাদমান ইসলাম ৫৩ বলে করেছেন ১৪ রান।
সাদমান-মুমিনুলকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তারিন্দু। তবে পাঁচ নম্বরে নামা মুশফিক সেটা প্রতিহত করেন। শান্তর সঙ্গে মিলে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিক। পুরোদস্তুর টেস্ট মেজাজেই তাঁরা ব্যাটিং করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই ডট দিচ্ছেন শান্ত-মুশফিক। বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন। মুশফিক তাঁর ২৮তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন ৮৪ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের আগস্টের পর এই প্রথম পঞ্চাশ পেরোনো স্কোর করলেন মুশফিক।
মুশফিকের ফিফটির ঠিক আগের বলেই আজ ফিফটি তুলে নিয়েছেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেতে শান্তর লেগেছে ১০৬ বল। চতুর্থ উইকেটে মুশফিক-শান্ত এরই মধ্যে ১৩৭ রানের জুটি গড়ে ফেলেন। ১৪৩ বলে ৭০ রান করেছেন শান্ত। ৭ চার ও ১ ছক্কা মেরেছেন। আর মুশফিক ৬৬ রান করেছেন ১১১ বলে। থিতু হয়ে যাওয়া মুশফিক-শান্ত নিশ্চয়ই চাইবেন নিজেদের সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস বড় করতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে