নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় ওয়ানডেতেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। বৃষ্টি বাগড়া দেওয়ায় পরিত্যক্ত হয়ে যায় ওই ম্যাচ। তাই সিরিজ জয়ের জন্য শেষ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পেসারদের তোপ দাগানো বোলিং আর তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে খুব সহজেই আজ সেটি করে দেখিয়েছে বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রথমবার কোনো দলকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল তারা।
তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তোপ দাগানো বোলিংয়ে শেষ ওয়ানডেতে ২৮.১ ওভারে আয়ারল্যান্ড ১০১ রানেই অলআউট হয়ে যায়। ওয়ানডেতে আইরিশদের এটি ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। রান খরায় থাকা ওয়ানডে অধিনায়ক তামিমের ৪০ ও লিটন দাসের ৫০ রানের ইনিংসে মাত্র ১৩.১ ওভারেই লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
আগের দুই ওয়ানডের মতো আজও টস জেতে আইরিশরা। ওই দুই ম্যাচে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো বিপদেই পড়েছিল তারা। দুই ওয়ানডেতেই অ্যান্ডি বালবার্নিদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে সে ভুল আর করেননি আয়ারল্যান্ড অধিনায়ক বালবার্নি। তিনি ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশকে। এতে বাংলাদেশর বোলাররাও সুযোগ পায় আগে বোলিংয়ের পরীক্ষা দিতে। বাংলাদেশের পেস ত্রয়ী– তাসকিন, হাসান ও ইবাদত হোসেনের তোপে বালবার্নি আগে ব্যাটিং নিয়েও এবার স্বস্তি পাননি।
স্পিনারদের বিশ্রাম দিয়ে অধিনায়ক তামিম টানা বোলিং করিয়ে গেছেন পেসারদের। আয়ারল্যান্ডের সব কটি উইকেটই শিকার করেছেন পেসাররা। ব্যাটারদের মধ্যে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারই শুধু দুই অঙ্কের ঘর পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। টাকার ২৮ ও ক্যাম্ফারের ব্যাট থেকে আসে ৩৬ রান।
শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই অসাধারণ বোলিং করেছেন হাসান। ৮.১ ওভারে ৩২ রান দিয়ে এ পেসারের শিকার ৫ উইকেট। এটাই এখন ওয়ানডেতে হাসানের সেরা বোলিং। ধারাবাহিক পারফরম্যান্সের দ্যুতি আজও ছড়িয়েছেন তাসকিন। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৬ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন ইবাদত।
দ্বিতীয় ওয়ানডেতেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। বৃষ্টি বাগড়া দেওয়ায় পরিত্যক্ত হয়ে যায় ওই ম্যাচ। তাই সিরিজ জয়ের জন্য শেষ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পেসারদের তোপ দাগানো বোলিং আর তামিম ইকবাল ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে খুব সহজেই আজ সেটি করে দেখিয়েছে বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রথমবার কোনো দলকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল তারা।
তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তোপ দাগানো বোলিংয়ে শেষ ওয়ানডেতে ২৮.১ ওভারে আয়ারল্যান্ড ১০১ রানেই অলআউট হয়ে যায়। ওয়ানডেতে আইরিশদের এটি ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। রান খরায় থাকা ওয়ানডে অধিনায়ক তামিমের ৪০ ও লিটন দাসের ৫০ রানের ইনিংসে মাত্র ১৩.১ ওভারেই লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ।
আগের দুই ওয়ানডের মতো আজও টস জেতে আইরিশরা। ওই দুই ম্যাচে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো বিপদেই পড়েছিল তারা। দুই ওয়ানডেতেই অ্যান্ডি বালবার্নিদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে সে ভুল আর করেননি আয়ারল্যান্ড অধিনায়ক বালবার্নি। তিনি ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশকে। এতে বাংলাদেশর বোলাররাও সুযোগ পায় আগে বোলিংয়ের পরীক্ষা দিতে। বাংলাদেশের পেস ত্রয়ী– তাসকিন, হাসান ও ইবাদত হোসেনের তোপে বালবার্নি আগে ব্যাটিং নিয়েও এবার স্বস্তি পাননি।
স্পিনারদের বিশ্রাম দিয়ে অধিনায়ক তামিম টানা বোলিং করিয়ে গেছেন পেসারদের। আয়ারল্যান্ডের সব কটি উইকেটই শিকার করেছেন পেসাররা। ব্যাটারদের মধ্যে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারই শুধু দুই অঙ্কের ঘর পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। টাকার ২৮ ও ক্যাম্ফারের ব্যাট থেকে আসে ৩৬ রান।
শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই অসাধারণ বোলিং করেছেন হাসান। ৮.১ ওভারে ৩২ রান দিয়ে এ পেসারের শিকার ৫ উইকেট। এটাই এখন ওয়ানডেতে হাসানের সেরা বোলিং। ধারাবাহিক পারফরম্যান্সের দ্যুতি আজও ছড়িয়েছেন তাসকিন। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৬ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন ইবাদত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫