ক্রীড়া ডেস্ক
রান করতেই যেন ভুলে গেছেন আজিজুল হাকিম তামিম। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক প্রতিযোগিতামূলক ক্রিকেটে টানা তিন ম্যাচে ডাক মেরেছেন। ডাকের হ্যাটট্রিক করে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটার ফিরেছেন তানজিম হাসান সাকিবের বলে।
দুই দিনের বিরতি শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবার শুরু বিপিএল। সিলেট পর্বের শুরুতেই দেখা গেছে রানের বন্যা। অথচ ব্যাটিংবান্ধব উইকেটে আজিজুল তামিম রানের খাতাই খুলতে পারলেন না। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে তামিমকে কট এন্ড বোল্ড করেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এর আগে ২ জানুয়ারি বিপিএলে নিজের অভিষেক ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন তামিম। মিরপুরে সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল।
বিপিএলের আগে তামিম যে ম্যাচে ডাক মেরেছিলেন সেটিও ছিল টি-টোয়েন্টি। ২০২৪ সালের ২২ ডিসেম্বর জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টিতে খুলনার হয়ে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। খুলনা সেই ম্যাচ খেলেছিল ঢাকা মহানগরের বিপক্ষে। ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরকে হারিয়ে এনসিএলের শিরোপা জিতেছিল রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগর-রংপুর ফাইনালে হয়েছিল ১২৭ রান, পড়েছিল ১৫ উইকেট।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক । টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। ৩২ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ১ উইকেটে ৮৮ রান করে রংপুর।
রান করতেই যেন ভুলে গেছেন আজিজুল হাকিম তামিম। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক প্রতিযোগিতামূলক ক্রিকেটে টানা তিন ম্যাচে ডাক মেরেছেন। ডাকের হ্যাটট্রিক করে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটার ফিরেছেন তানজিম হাসান সাকিবের বলে।
দুই দিনের বিরতি শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবার শুরু বিপিএল। সিলেট পর্বের শুরুতেই দেখা গেছে রানের বন্যা। অথচ ব্যাটিংবান্ধব উইকেটে আজিজুল তামিম রানের খাতাই খুলতে পারলেন না। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে তামিমকে কট এন্ড বোল্ড করেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এর আগে ২ জানুয়ারি বিপিএলে নিজের অভিষেক ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন তামিম। মিরপুরে সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল।
বিপিএলের আগে তামিম যে ম্যাচে ডাক মেরেছিলেন সেটিও ছিল টি-টোয়েন্টি। ২০২৪ সালের ২২ ডিসেম্বর জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টিতে খুলনার হয়ে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। খুলনা সেই ম্যাচ খেলেছিল ঢাকা মহানগরের বিপক্ষে। ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরকে হারিয়ে এনসিএলের শিরোপা জিতেছিল রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগর-রংপুর ফাইনালে হয়েছিল ১২৭ রান, পড়েছিল ১৫ উইকেট।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক । টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। ৩২ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ১ উইকেটে ৮৮ রান করে রংপুর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫