হিউস্টন থেকে কিংসটন—দূরত্ব প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার। দুই দেশের দুই শহরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ছিল টি-টোয়েন্টিতে শততম ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডের সামনে দাঁড়িয়ে। টেক্সাস রাজ্যের শহরে বাংলাদেশ প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৫ রান। শেষ তিন ওভারে সফরকারীদের দরকার ছিল ২১ রান, হাতে ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে হারেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বাংলাদেশের শততম ম্যাচ হারার রেশ কাটতে না কাটতেই জ্যামাইকার কিংসটনে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। সেই ম্যাচে ২৮ রানে জিতে আপাতত বিব্রতকর রেকর্ড এড়াল উইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করেছে উইন্ডিজ। রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয় ১৯.৫ ওভারে ১৪৭ রানে।
১০০ ম্যাচ হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ডে শীর্ষে এখন বাংলাদেশ। দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৯৯ ম্যাচ। তিন, চার ও পাঁচে থাকা শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেরেছে যথাক্রমে ৯৮, ৯৫ ও ৯০ ম্যাচ। জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলতে না পারায় তাদের শততম পরাজয় দেখতে একটু অপেক্ষা করতেই হচ্ছে। উইন্ডিজের পর বিব্রতকর রেকর্ডটির কাছাকাছি রয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে সব দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে ২ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ।
ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সেঞ্চুরি হতে পারে বিশ্বকাপের আগেই। ২৫ ও ২৬ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। শেষ দুই টি-টোয়েন্টি হবে কিংসটনে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা দশ দল
ম্যাচ
বাংলাদেশ ১০০
ওয়েস্ট ইন্ডিজ ৯৯
শ্রীলঙ্কা ৯৮
জিম্বাবুয়ে ৯৫
নিউজিল্যান্ড ৯০
পাকিস্তান ৮৯
আয়ারল্যান্ড ৮৬
অস্ট্রেলিয়া ৮১
ইংল্যান্ড ৮০
দক্ষিণ আফ্রিকা ৭৪
*২৩ মে ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি পর্যন্ত
হিউস্টন থেকে কিংসটন—দূরত্ব প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার। দুই দেশের দুই শহরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ছিল টি-টোয়েন্টিতে শততম ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডের সামনে দাঁড়িয়ে। টেক্সাস রাজ্যের শহরে বাংলাদেশ প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৫ রান। শেষ তিন ওভারে সফরকারীদের দরকার ছিল ২১ রান, হাতে ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে হারেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বাংলাদেশের শততম ম্যাচ হারার রেশ কাটতে না কাটতেই জ্যামাইকার কিংসটনে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। সেই ম্যাচে ২৮ রানে জিতে আপাতত বিব্রতকর রেকর্ড এড়াল উইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করেছে উইন্ডিজ। রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয় ১৯.৫ ওভারে ১৪৭ রানে।
১০০ ম্যাচ হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ডে শীর্ষে এখন বাংলাদেশ। দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৯৯ ম্যাচ। তিন, চার ও পাঁচে থাকা শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেরেছে যথাক্রমে ৯৮, ৯৫ ও ৯০ ম্যাচ। জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলতে না পারায় তাদের শততম পরাজয় দেখতে একটু অপেক্ষা করতেই হচ্ছে। উইন্ডিজের পর বিব্রতকর রেকর্ডটির কাছাকাছি রয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে সব দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে ২ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ।
ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সেঞ্চুরি হতে পারে বিশ্বকাপের আগেই। ২৫ ও ২৬ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। শেষ দুই টি-টোয়েন্টি হবে কিংসটনে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা দশ দল
ম্যাচ
বাংলাদেশ ১০০
ওয়েস্ট ইন্ডিজ ৯৯
শ্রীলঙ্কা ৯৮
জিম্বাবুয়ে ৯৫
নিউজিল্যান্ড ৯০
পাকিস্তান ৮৯
আয়ারল্যান্ড ৮৬
অস্ট্রেলিয়া ৮১
ইংল্যান্ড ৮০
দক্ষিণ আফ্রিকা ৭৪
*২৩ মে ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি পর্যন্ত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে