নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমালোচনা নিয়ে সংবাদ করায় কদিন আগে সাংবাদিকদের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সমালোচনা থেকে বাদ যায় না দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বোর্ড বিসিবিও।
এমন কিছুর বিপরীতে মামলা করার ইচ্ছে আছে কি না, এক প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মামলা করা বা লিগ্যাল নোটিশ দেওয়া এগুলোর তো প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সব সময় বলে এসেছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এ জন্য এ রকম কোনো চিন্তার প্রশ্নই আসে না।’
এক দশকের বেশি সময় ধরে বিসিবির দায়িত্বে আছেন পাপন। নানা সময়ে তাঁর বোর্ড ও তাঁকে নিয়ে সমালোচনা নিয়ে পাপন বলছেন, ‘আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। আমি কখনো প্রতিক্রিয়া দেখাই না। একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, সেই অনুযায়ী এগোতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সব সময় ঠিক হবে, এমনও কোনো কথা নেই। আমার ভুলও হতে পারে।’
তবে এসব ক্ষেত্রে ভুল হলে নিজেকে সংশোধনের চেষ্টা করেন জানিয়ে পাপন আরও যোগ করেন, ‘এসব শুনলে একটা জিনিস হয় যে আমাদের একটা সতর্কতা আসে। কে কী বলছে, এটা দেখি। যদি দেখি যে না এটা ঠিক না, তাহলে মাথা ঘামানোর কোনো কারণই দেখি না। আর যদি ঠিক হয়, তাহলে আমাদের সংশোধনের একটা সুযোগ আছে। অনেক কিছু আছে আমাদের ভালো না লাগতে পারে, কিন্তু সবই যে একেবারে খুব খারাপ কিছু বলছে; তা না। কিছু জিনিস আমাদের সংশোধনে সাহায্য করে। এগুলো নিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না।’
সমালোচনা নিয়ে সংবাদ করায় কদিন আগে সাংবাদিকদের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সমালোচনা থেকে বাদ যায় না দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বোর্ড বিসিবিও।
এমন কিছুর বিপরীতে মামলা করার ইচ্ছে আছে কি না, এক প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মামলা করা বা লিগ্যাল নোটিশ দেওয়া এগুলোর তো প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সব সময় বলে এসেছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এ জন্য এ রকম কোনো চিন্তার প্রশ্নই আসে না।’
এক দশকের বেশি সময় ধরে বিসিবির দায়িত্বে আছেন পাপন। নানা সময়ে তাঁর বোর্ড ও তাঁকে নিয়ে সমালোচনা নিয়ে পাপন বলছেন, ‘আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। আমি কখনো প্রতিক্রিয়া দেখাই না। একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, সেই অনুযায়ী এগোতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সব সময় ঠিক হবে, এমনও কোনো কথা নেই। আমার ভুলও হতে পারে।’
তবে এসব ক্ষেত্রে ভুল হলে নিজেকে সংশোধনের চেষ্টা করেন জানিয়ে পাপন আরও যোগ করেন, ‘এসব শুনলে একটা জিনিস হয় যে আমাদের একটা সতর্কতা আসে। কে কী বলছে, এটা দেখি। যদি দেখি যে না এটা ঠিক না, তাহলে মাথা ঘামানোর কোনো কারণই দেখি না। আর যদি ঠিক হয়, তাহলে আমাদের সংশোধনের একটা সুযোগ আছে। অনেক কিছু আছে আমাদের ভালো না লাগতে পারে, কিন্তু সবই যে একেবারে খুব খারাপ কিছু বলছে; তা না। কিছু জিনিস আমাদের সংশোধনে সাহায্য করে। এগুলো নিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫