২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় শব্দটি এখনো দিল্লি ক্যাপিটালসের ‘ডিকশনারিতে’ খুঁজে পাওয়া যায়নি। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি আজ নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে।
এবারের আইপিএলে চার ম্যাচের চারটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করে দিল্লি। ব্যাটিংটা ‘মন্দের ভালো’ হলেও বোলিংটা ঠিকঠাক হচ্ছে না দিল্লির। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান সংগ্রাহকের তালিকায় সেরা দুইয়ে থাকলেও তার ব্যাটিং নিয়ে হচ্ছে সমালোচনা। ৪ ম্যাচে ১১৪.৬৮ স্ট্রাইকরেটে করেছেন ২০৯ রান। বিদেশি ব্যাটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৮ রান দিয়ে বাংলাদেশের এই পেসার নিয়েছেন ১ উইকেট। পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ দুই ম্যাচ খেলেও ব্যর্থ। ডাক মেরে টুর্নামেন্ট শুরু করা মার্শ করেছেন ৪ রান। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার পেয়েছেন ১ উইকেট। খরুচে বোলিং করেছেন এনরিখ নরকিয়া।
বিদেশি ক্রিকেটাররা তো বটেই, ভারতীয় ক্রিকেটাররাও পারছেন না প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে। ওপেনার পৃথ্বী শ ৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ রান, যার মধ্যে এক ম্যাচে ডাক মেরেছেন তিনি। ডাক মারা ব্যাটারদের তালিকায় আছেন মনিশ পান্ডে। হার্ড হিটার হিসেবে পরিচিতি পাওয়া সরফরাজের ব্যাটিংও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। ২ ম্যাচে ৭৯.০৪ স্ট্রাইকরেটে করেছেন ৩৪ রান। বোলারদের মধ্যে খলিল আহমেদ, চেতন সাকারিয়া কেউই নেই ফর্মে। চেতন সাকারিয়া এক ম্যাচে ৫৩ রান খরচ করে বাদ পড়েছেন একাদশ থেকে। বলার মতো ইনিংস বলতে অক্ষর প্যাটেলের সেই ঝোড়ো ইনিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৫ বলে ৫৪ রান করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। এমনকি মুম্বাইয়ের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়েও জয় পাওয়া হয়নি দিল্লির। ডেথ ওভারে বাজে বোলিং, রান-আউট, ক্যাচ মিসের খেসারত দিয়ে হারতে হয়েছে ওয়ার্নারের দলকে।
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় শব্দটি এখনো দিল্লি ক্যাপিটালসের ‘ডিকশনারিতে’ খুঁজে পাওয়া যায়নি। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি আজ নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে।
এবারের আইপিএলে চার ম্যাচের চারটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করে দিল্লি। ব্যাটিংটা ‘মন্দের ভালো’ হলেও বোলিংটা ঠিকঠাক হচ্ছে না দিল্লির। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান সংগ্রাহকের তালিকায় সেরা দুইয়ে থাকলেও তার ব্যাটিং নিয়ে হচ্ছে সমালোচনা। ৪ ম্যাচে ১১৪.৬৮ স্ট্রাইকরেটে করেছেন ২০৯ রান। বিদেশি ব্যাটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৮ রান দিয়ে বাংলাদেশের এই পেসার নিয়েছেন ১ উইকেট। পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ দুই ম্যাচ খেলেও ব্যর্থ। ডাক মেরে টুর্নামেন্ট শুরু করা মার্শ করেছেন ৪ রান। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার পেয়েছেন ১ উইকেট। খরুচে বোলিং করেছেন এনরিখ নরকিয়া।
বিদেশি ক্রিকেটাররা তো বটেই, ভারতীয় ক্রিকেটাররাও পারছেন না প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে। ওপেনার পৃথ্বী শ ৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ রান, যার মধ্যে এক ম্যাচে ডাক মেরেছেন তিনি। ডাক মারা ব্যাটারদের তালিকায় আছেন মনিশ পান্ডে। হার্ড হিটার হিসেবে পরিচিতি পাওয়া সরফরাজের ব্যাটিংও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। ২ ম্যাচে ৭৯.০৪ স্ট্রাইকরেটে করেছেন ৩৪ রান। বোলারদের মধ্যে খলিল আহমেদ, চেতন সাকারিয়া কেউই নেই ফর্মে। চেতন সাকারিয়া এক ম্যাচে ৫৩ রান খরচ করে বাদ পড়েছেন একাদশ থেকে। বলার মতো ইনিংস বলতে অক্ষর প্যাটেলের সেই ঝোড়ো ইনিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৫ বলে ৫৪ রান করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। এমনকি মুম্বাইয়ের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়েও জয় পাওয়া হয়নি দিল্লির। ডেথ ওভারে বাজে বোলিং, রান-আউট, ক্যাচ মিসের খেসারত দিয়ে হারতে হয়েছে ওয়ার্নারের দলকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫