অনলাইন ডেস্ক
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি আগেই প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল দেশের কোথায়, কবে দেখা যাবে ট্রফিটি।
বিসিবি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির ভ্রমণবৃত্তান্ত। ট্রফিটি ঢাকায় আজ এলেও জনসমক্ষে দেখা যাবে না। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে চলে যাবে আগামীকাল। সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) পরশু প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখা হবে। এরপরই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে চ্যাম্পিয়নস ট্রফি।
ক্রিকেটপ্রেমীরা ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শনীতে রাখা হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফিটি যাবে ১৩ ডিসেম্বর। এদিন বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।এই প্রদর্শনী ছেলে ও মেয়েদের নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত। এরপরই ট্রফিটি ঢাকা ছাড়বে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টানাপোড়েনে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। টুর্নামেন্ট নিয়ে চরম ধোঁয়াশা থাকলেও ট্রফিটি বিশ্বভ্রমণ শুরু করে দিয়েছে অনেক আগে। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফির ভ্রমণ পর্ব শুরু হয়েছে ১৬ নভেম্বর পাকিস্তান থেকে। ২৫ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ট্রফিটি অবস্থান করছিল।
পাকিস্তান পর্ব শেষ করে চ্যাম্পিয়নস ট্রফিটি আফগানিস্তানে গিয়েছিল ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে ছিল ট্রফিটি। ১৩ ডিসেম্বর বাংলাদেশ পর্ব শেষ হলে ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকবে। তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী বছরের ১৫ জানুয়ারি ভারতে যাবে ট্রফিটি।
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি আগেই প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল দেশের কোথায়, কবে দেখা যাবে ট্রফিটি।
বিসিবি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির ভ্রমণবৃত্তান্ত। ট্রফিটি ঢাকায় আজ এলেও জনসমক্ষে দেখা যাবে না। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে চলে যাবে আগামীকাল। সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) পরশু প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখা হবে। এরপরই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে চ্যাম্পিয়নস ট্রফি।
ক্রিকেটপ্রেমীরা ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি প্রদর্শনীতে রাখা হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফিটি যাবে ১৩ ডিসেম্বর। এদিন বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।এই প্রদর্শনী ছেলে ও মেয়েদের নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত। এরপরই ট্রফিটি ঢাকা ছাড়বে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টানাপোড়েনে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। টুর্নামেন্ট নিয়ে চরম ধোঁয়াশা থাকলেও ট্রফিটি বিশ্বভ্রমণ শুরু করে দিয়েছে অনেক আগে। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফির ভ্রমণ পর্ব শুরু হয়েছে ১৬ নভেম্বর পাকিস্তান থেকে। ২৫ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ট্রফিটি অবস্থান করছিল।
পাকিস্তান পর্ব শেষ করে চ্যাম্পিয়নস ট্রফিটি আফগানিস্তানে গিয়েছিল ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছে ছিল ট্রফিটি। ১৩ ডিসেম্বর বাংলাদেশ পর্ব শেষ হলে ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকবে। তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী বছরের ১৫ জানুয়ারি ভারতে যাবে ট্রফিটি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫