বড় মঞ্চে বেন স্টোকস কীভাবে জ্বলে উঠতে পারেন, তা কারও অজানা নয়। লর্ডস, হেডিংলি, মেলবোর্ন-সব ভেন্যুতেই স্টোকস মাঠ ছেড়েছেন বিজয়ীর বেশে। সেখানে ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচে স্টোকস না খেলা প্রতিপক্ষ দলের জন্য কিছুটা স্বস্তিরই বলা চলে।
নিতম্বের চোটে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি স্টোকস। অন্যদিকে গত ১০ দিনের মধ্যে গতকাল প্রথমবারের মতো ধর্মশালার নেটে তিনি হালকা বোলিং করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে অনুশীলনে ফিরলেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি স্টোকসকে। আর এই ধর্মশালাতেই বাংলাদেশের বিপক্ষে আগামীকাল খেলবে ইংল্যান্ড।
স্টোকসকে নিয়ে আজ ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে জিজ্ঞেস করা হয় বাটলারকে। তাঁর (স্টোকস) ফিটনেস নিয়ে ইংলিশ অধিনায়ক আশার কথা শুনিয়েছেন ঠিকই। তবে খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত খেলবে না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লেগেছে। পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছে। তবে কাল তার খেলার সম্ভাবনা নেই৷’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ডাইভ দিতে গিয়ে চোটে পড়েছেন মুজিব উর রহমান। ধর্মশালার আউটফিল্ড নিয়ে হচ্ছে তাই সমালোচনা। আইসিসি এরই মধ্যে এই মাঠের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ রেটিং দিয়েছে। আফগানিস্তান দলের প্রধান কোচ জোনাথন ট্রটও আউটফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইংল্যান্ড দলকে ম্যাচে খেলতে নামার আগে সতর্ক করে দিয়েছেন। মাঠের ব্যাপারে বাটলার উত্তর দিয়েছেন এ্কটু কৌশলে। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, ইনজুরি যে কোনো সময় হতে পারে। তবে আমার মতে, এ ব্যাপারে আপনার একটু সতর্ক হতে হবে। প্রত্যেক রান বাঁচাতে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। তাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। দুই দলের ক্ষেত্রেই ব্যাপারটা একই। তাই আমরা এটা অজুহাত হিসেবে দিতে চাই না।’
বড় মঞ্চে বেন স্টোকস কীভাবে জ্বলে উঠতে পারেন, তা কারও অজানা নয়। লর্ডস, হেডিংলি, মেলবোর্ন-সব ভেন্যুতেই স্টোকস মাঠ ছেড়েছেন বিজয়ীর বেশে। সেখানে ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচে স্টোকস না খেলা প্রতিপক্ষ দলের জন্য কিছুটা স্বস্তিরই বলা চলে।
নিতম্বের চোটে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি স্টোকস। অন্যদিকে গত ১০ দিনের মধ্যে গতকাল প্রথমবারের মতো ধর্মশালার নেটে তিনি হালকা বোলিং করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে অনুশীলনে ফিরলেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি স্টোকসকে। আর এই ধর্মশালাতেই বাংলাদেশের বিপক্ষে আগামীকাল খেলবে ইংল্যান্ড।
স্টোকসকে নিয়ে আজ ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে জিজ্ঞেস করা হয় বাটলারকে। তাঁর (স্টোকস) ফিটনেস নিয়ে ইংলিশ অধিনায়ক আশার কথা শুনিয়েছেন ঠিকই। তবে খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত খেলবে না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লেগেছে। পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছে। তবে কাল তার খেলার সম্ভাবনা নেই৷’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ডাইভ দিতে গিয়ে চোটে পড়েছেন মুজিব উর রহমান। ধর্মশালার আউটফিল্ড নিয়ে হচ্ছে তাই সমালোচনা। আইসিসি এরই মধ্যে এই মাঠের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ রেটিং দিয়েছে। আফগানিস্তান দলের প্রধান কোচ জোনাথন ট্রটও আউটফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইংল্যান্ড দলকে ম্যাচে খেলতে নামার আগে সতর্ক করে দিয়েছেন। মাঠের ব্যাপারে বাটলার উত্তর দিয়েছেন এ্কটু কৌশলে। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, ইনজুরি যে কোনো সময় হতে পারে। তবে আমার মতে, এ ব্যাপারে আপনার একটু সতর্ক হতে হবে। প্রত্যেক রান বাঁচাতে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। তাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। দুই দলের ক্ষেত্রেই ব্যাপারটা একই। তাই আমরা এটা অজুহাত হিসেবে দিতে চাই না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫