অনলাইন ডেস্ক
অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর দুই দিন ব্যাপী হবে ২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম। বাংলাদেশের ১২ ক্রিকেটারের সঙ্গে নিলামের তালিকায় আছেন রিশাদও। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা তেমন একটা সুযোগ পাননা, সেটা হয়তো অতীতে টুর্নামেন্টের নিলাম দেখে বুঝতে পেরেছেন তিনি। মিরপুরে আজ অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইপিএলের প্রসঙ্গ আসতেই একটু হাসলেন রিশাদ। বাংলাদেশের তরুণ লেগস্পিনার বলেন, ‘আইপিএলে খেলার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। তবে আমি বেশি আশা করি না। বেশি আশা করলে পরে কষ্ট পেতে হয়। বিপিএলেও প্রথমে দল পাইনি, পরে পেয়েছি। তাই সবকিছু আল্লাহর হাতে। ভাগ্যে থাকলে হবেই।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই পাদপ্রদীপের আলোয় এসেছেন রিশাদ। লেগস্পিনের জাদুতে ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট। জিম আফ্রো টি-টেন, বিগ ব্যাশ লিগেও দল পেয়েছেন তিনি। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগেনি রিশাদের। ভারতের বিপক্ষে গত মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়েছেন ৩ উইকেট। রান বিলিয়েছেন মুক্ত হস্তে।
রিশাদ জানেন, ক্রিকেটে এমন উত্থান-পতনের মধ্য দিয়েই যেতে হয়। কখনো আসে আকাশ ছোঁয়া সাফল্য। কখনোবা হতাশার দিন চলে আসে ক্রিকেটে। রংপুর রাইডার্সের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে আজ ২২ বছর বয়সী লেগস্পিনার বলেন, ‘ক্রিকেটে খারাপ সময় আসবেই। এটা কারও নিয়ন্ত্রণে নেই। আমি নিজের স্কিল নিয়ে কাজ করছি, চেষ্টা করছি আবার নিজের সেরা ছন্দে ফেরার।’
টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফর্ম করতে না পারায় বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে তেমন একটা সুযোগ পান না। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনেক সময় অনাপত্তিপত্র (এনওসি) দেয় না। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদের কাছে আইপিএলের প্রস্তাব এলেও খেলার সুযোগ পাননি।
অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর দুই দিন ব্যাপী হবে ২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম। বাংলাদেশের ১২ ক্রিকেটারের সঙ্গে নিলামের তালিকায় আছেন রিশাদও। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা তেমন একটা সুযোগ পাননা, সেটা হয়তো অতীতে টুর্নামেন্টের নিলাম দেখে বুঝতে পেরেছেন তিনি। মিরপুরে আজ অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইপিএলের প্রসঙ্গ আসতেই একটু হাসলেন রিশাদ। বাংলাদেশের তরুণ লেগস্পিনার বলেন, ‘আইপিএলে খেলার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। তবে আমি বেশি আশা করি না। বেশি আশা করলে পরে কষ্ট পেতে হয়। বিপিএলেও প্রথমে দল পাইনি, পরে পেয়েছি। তাই সবকিছু আল্লাহর হাতে। ভাগ্যে থাকলে হবেই।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই পাদপ্রদীপের আলোয় এসেছেন রিশাদ। লেগস্পিনের জাদুতে ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট। জিম আফ্রো টি-টেন, বিগ ব্যাশ লিগেও দল পেয়েছেন তিনি। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগেনি রিশাদের। ভারতের বিপক্ষে গত মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়েছেন ৩ উইকেট। রান বিলিয়েছেন মুক্ত হস্তে।
রিশাদ জানেন, ক্রিকেটে এমন উত্থান-পতনের মধ্য দিয়েই যেতে হয়। কখনো আসে আকাশ ছোঁয়া সাফল্য। কখনোবা হতাশার দিন চলে আসে ক্রিকেটে। রংপুর রাইডার্সের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে আজ ২২ বছর বয়সী লেগস্পিনার বলেন, ‘ক্রিকেটে খারাপ সময় আসবেই। এটা কারও নিয়ন্ত্রণে নেই। আমি নিজের স্কিল নিয়ে কাজ করছি, চেষ্টা করছি আবার নিজের সেরা ছন্দে ফেরার।’
টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফর্ম করতে না পারায় বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে তেমন একটা সুযোগ পান না। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনেক সময় অনাপত্তিপত্র (এনওসি) দেয় না। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদের কাছে আইপিএলের প্রস্তাব এলেও খেলার সুযোগ পাননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫