বিদেশের মাঠে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে স্মরণীয় করে রেখেছেন তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। শ্রীলঙ্কায় গিয়ে হৃদয় জিতে এলেন হৃদয়।
এবারের এলপিএলে হৃদয় খেলেছেন জাফনা কিংসের হয়ে। ৮ আগস্ট পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয় বিসিবি। এ কারণে ৬ ম্যাচ খেলেই বাংলাদেশে চলে আসতে হয়েছে হৃদয়কে। ৬ ইনিংসে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন হৃদয়। দুর্দান্ত এক ফিফটিতে শুরু করেছিলেন টুর্নামেন্ট। জাফনা কিংস তাদের ফেসবুক পেজে গতকাল পোস্ট করেছিল, ‘তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের খুব উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই।’ একই সঙ্গে জাফনা কিংসের কোচ ও সতীর্থরা হৃদয়ের সঙ্গে রসিকতাও করেছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কোচ থিলিনা কান্ডাম্বি ও দল হৃদয়কে শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি কান্ডাম্বি বলছেন, ‘অনেক রান কর তবে শ্রীলঙ্কার বিপক্ষে না।’ অন্য পাশ থেকে হৃদয়ের জাফনা সতীর্থ শোয়েব মালিককে বলতে শোনা গেছে, ‘পাকিস্তানের বিপক্ষেও করবে না।’
শ্রীলঙ্কা থেকে ফ্লাইটে গতকাল দুপুরে বাংলাদেশে ফিরেছেন হৃদয়। মিরপুরে সেই তৃপ্তি আর রোমাঞ্চের ছাপ স্পষ্ট ছিল বাংলাদেশ দলের তরুণ ব্যাটারের চোখেমুখেও। এলপিএলের অভিজ্ঞতার কথা জানতে চাইলে হাসি দিয়েই পরে আজকের পত্রিকাকে বললেন, ‘ভালো লেগেছে (হাসি), তবে সবকিছু নরমাল।’ হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তানে এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগতে পারে বললেন হৃদয়, ‘কাজে আসতে পারে। নির্দিষ্ট দিনে কেমন করব সেটা হলো চ্যালেঞ্জ। তারপরও ওইখানে গিয়েছি, খেলেছি, সেখানকার উইকেট সম্পর্কে, গ্রাউন্ড সম্পর্কে ধারণা হয়েছে। একটু তো সাহায্য হবে আমার জন্য এবং আমার দলের জন্য।’
বিদেশের মাঠে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে স্মরণীয় করে রেখেছেন তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। শ্রীলঙ্কায় গিয়ে হৃদয় জিতে এলেন হৃদয়।
এবারের এলপিএলে হৃদয় খেলেছেন জাফনা কিংসের হয়ে। ৮ আগস্ট পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয় বিসিবি। এ কারণে ৬ ম্যাচ খেলেই বাংলাদেশে চলে আসতে হয়েছে হৃদয়কে। ৬ ইনিংসে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন হৃদয়। দুর্দান্ত এক ফিফটিতে শুরু করেছিলেন টুর্নামেন্ট। জাফনা কিংস তাদের ফেসবুক পেজে গতকাল পোস্ট করেছিল, ‘তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের খুব উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই।’ একই সঙ্গে জাফনা কিংসের কোচ ও সতীর্থরা হৃদয়ের সঙ্গে রসিকতাও করেছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কোচ থিলিনা কান্ডাম্বি ও দল হৃদয়কে শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি কান্ডাম্বি বলছেন, ‘অনেক রান কর তবে শ্রীলঙ্কার বিপক্ষে না।’ অন্য পাশ থেকে হৃদয়ের জাফনা সতীর্থ শোয়েব মালিককে বলতে শোনা গেছে, ‘পাকিস্তানের বিপক্ষেও করবে না।’
শ্রীলঙ্কা থেকে ফ্লাইটে গতকাল দুপুরে বাংলাদেশে ফিরেছেন হৃদয়। মিরপুরে সেই তৃপ্তি আর রোমাঞ্চের ছাপ স্পষ্ট ছিল বাংলাদেশ দলের তরুণ ব্যাটারের চোখেমুখেও। এলপিএলের অভিজ্ঞতার কথা জানতে চাইলে হাসি দিয়েই পরে আজকের পত্রিকাকে বললেন, ‘ভালো লেগেছে (হাসি), তবে সবকিছু নরমাল।’ হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তানে এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগতে পারে বললেন হৃদয়, ‘কাজে আসতে পারে। নির্দিষ্ট দিনে কেমন করব সেটা হলো চ্যালেঞ্জ। তারপরও ওইখানে গিয়েছি, খেলেছি, সেখানকার উইকেট সম্পর্কে, গ্রাউন্ড সম্পর্কে ধারণা হয়েছে। একটু তো সাহায্য হবে আমার জন্য এবং আমার দলের জন্য।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫