নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তানজিম হাসান সাকিব। অথচ এই পেসারকে দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে নির্বাচকদের মধ্যে হয়েছিল দীর্ঘ আলোচনা। বিশ্বকাপ দলে তাঁকে রাখা নিয়েও অনেক আলোচনা-সমালোচনা হয়। সে সাকিব বিশ্বকাপে ৩ ম্যাচে ৫.৯০ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।
দুর্দান্ত পারফরম করে সাকিব সুযোগ পেয়েছেন আইসিসির ‘বিশেষ একাদশে’। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফ্যান্টাসি সেরা একাদশের অধিনায়কও করা হয়েছে তাঁকে। এই একাদশ থেকে সবচেয়ে বেশি ১৪২ পয়েন্ট অর্জন করেছেন এ পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে একজনকে বেছে নিতে হতো নির্বাচকদের। শেষ পর্যন্ত সাকিবকে বেছে নেওয়ায় অনেকে অবাক হয়েছেন। বিশ্বকাপ দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন—সাকিবের চেষ্টা, লড়াকু মানসিকতা, একাগ্রতা এবং সব বিভাগে তাঁর নিবেদন মুগ্ধ তাঁরা। বিশ্বকাপেও যেন এর প্রতিফলনও দেখিয়ে যাচ্ছেন সাকিব। বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট শিকার কিংবা ক্ষিপ্রতার সঙ্গে ফিল্ডিং, সুযোগ পেলে ব্যাটিংয়ে অবদান রাখার চেষ্টা করছেন।
অথচ বিশ্বকাপ দলের মতো একাদশেও অনায়াসে সুযোগ পাওয়ার কথা ছিল না সাকিবের। শরীফুল ইসলাম ফিট থাকলে ২১ বছর বয়সী এই পেসারকে হয়তো বেঞ্চে বসে থাকতে হতো। সাকিবের উজ্জ্বল পারফরম্যান্সে এখন বিড়ম্বনায় টিম ম্যানেজমেন্ট। তাঁকে বসাবেন নাকি শরীফুলকে একাদশে সুযোগ দেবেন, এই দ্বিধাদ্বন্দ্বেও পড়তে হচ্ছে তাদের।
কাল নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব বললেন, ‘ম্যাচ খেলব কি খেলব না, এটা নিয়ে চিন্তা করি না। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। কম্বিনেশনের কারণে না খেলা হলে আলাদা ব্যাপার। আমি সব সময় প্রস্তুত থাকি। সুযোগ পেলে তিন বিভাগেই শতভাগ দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে দল যেন সর্বোচ্চটা পায়। দলের জন্য শতভাগ দিতে চাই মাঠে, এটাই আমার কাজ।’
সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। সাকিব বললেন নেপালকে হারিয়ে পরের রাউন্ডের জন্য আত্মবিশ্বাস অর্জন চারতে চান তাঁরা, ‘প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি, এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি, আশা করি এ ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার, আর সুপার এইটের জন্য আত্মবিশ্বাস নেওয়ার। ওই দিকেই মনোযোগ থাকবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তানজিম হাসান সাকিব। অথচ এই পেসারকে দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে নির্বাচকদের মধ্যে হয়েছিল দীর্ঘ আলোচনা। বিশ্বকাপ দলে তাঁকে রাখা নিয়েও অনেক আলোচনা-সমালোচনা হয়। সে সাকিব বিশ্বকাপে ৩ ম্যাচে ৫.৯০ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।
দুর্দান্ত পারফরম করে সাকিব সুযোগ পেয়েছেন আইসিসির ‘বিশেষ একাদশে’। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফ্যান্টাসি সেরা একাদশের অধিনায়কও করা হয়েছে তাঁকে। এই একাদশ থেকে সবচেয়ে বেশি ১৪২ পয়েন্ট অর্জন করেছেন এ পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে একজনকে বেছে নিতে হতো নির্বাচকদের। শেষ পর্যন্ত সাকিবকে বেছে নেওয়ায় অনেকে অবাক হয়েছেন। বিশ্বকাপ দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন—সাকিবের চেষ্টা, লড়াকু মানসিকতা, একাগ্রতা এবং সব বিভাগে তাঁর নিবেদন মুগ্ধ তাঁরা। বিশ্বকাপেও যেন এর প্রতিফলনও দেখিয়ে যাচ্ছেন সাকিব। বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট শিকার কিংবা ক্ষিপ্রতার সঙ্গে ফিল্ডিং, সুযোগ পেলে ব্যাটিংয়ে অবদান রাখার চেষ্টা করছেন।
অথচ বিশ্বকাপ দলের মতো একাদশেও অনায়াসে সুযোগ পাওয়ার কথা ছিল না সাকিবের। শরীফুল ইসলাম ফিট থাকলে ২১ বছর বয়সী এই পেসারকে হয়তো বেঞ্চে বসে থাকতে হতো। সাকিবের উজ্জ্বল পারফরম্যান্সে এখন বিড়ম্বনায় টিম ম্যানেজমেন্ট। তাঁকে বসাবেন নাকি শরীফুলকে একাদশে সুযোগ দেবেন, এই দ্বিধাদ্বন্দ্বেও পড়তে হচ্ছে তাদের।
কাল নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব বললেন, ‘ম্যাচ খেলব কি খেলব না, এটা নিয়ে চিন্তা করি না। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। কম্বিনেশনের কারণে না খেলা হলে আলাদা ব্যাপার। আমি সব সময় প্রস্তুত থাকি। সুযোগ পেলে তিন বিভাগেই শতভাগ দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে দল যেন সর্বোচ্চটা পায়। দলের জন্য শতভাগ দিতে চাই মাঠে, এটাই আমার কাজ।’
সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। সাকিব বললেন নেপালকে হারিয়ে পরের রাউন্ডের জন্য আত্মবিশ্বাস অর্জন চারতে চান তাঁরা, ‘প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি, এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি, আশা করি এ ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার, আর সুপার এইটের জন্য আত্মবিশ্বাস নেওয়ার। ওই দিকেই মনোযোগ থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে