ক্রীড়া ডেস্ক
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে অনেকটা বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। এগিয়ে থেকেও যে বাংলাদেশ বেশির ভাগ সময় সিরিজসেরা, সেখানে পিছিয়ে থেকে জেতা অনেকটা কঠিনই। বিশেষ করে, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে কম ভক্ত-সমর্থকই লঙ্কা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।
বাংলাদেশ যখন ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে, তখন লিটন দাস-শেখ মেহেদী হাসানরা দেখালেন, এভাবেও ফিরে আসা যায়। পিছিয়ে পড়া বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো জিতল টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ডাম্বুলায় রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানে জিতে সমতায় ফেরে বাংলাদেশ। আর গত রাতে কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ম্যাচ শেষে ঐতিহাসিক সিরিজের ট্রফি হাতে নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাওহিদ হৃদয় একটি ছবি পোস্ট করেন। হৃদয় লিখেছেন, ‘কে বলেছে আমরা পারি না। আমরা পারি। আবারও করে দেখাব ইনশা আল্লাহ। পুরো দলকে অভিনন্দন। সমর্থকদের জন্য ভালোবাসা।’
প্রেমাদাসায় বাংলাদেশের আয়েশি জয় এসেছে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে। ৪৭ বলে ১ চার ও ৬ ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। বাজে বল পেয়ে সেগুলো যখন একের পর এক ছক্কায় পরিণত করেন তামিম, প্রেমাদাসার গ্যালারিও ধীরে ধীরে স্তব্ধ হতে থাকে। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুরু থেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। দলের জয়ে অবদান রেখেছি। উদযাপনই বলে দিচ্ছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিটন-শামীম পাটোয়ারীদের ট্রফি হাতে উদযাপনের ছবি পোস্ট করেছেন। তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
শ্রীলঙ্কা সফর শেষের পর লিটনদের বসে থাকার সুযোগ নেই। এবার ঘরের মাঠে বাংলাদেশ আতিথেয়তা দেবে পাকিস্তানকে। ২০, ২২ ও ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। মিরপুরে তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে অনেকটা বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। এগিয়ে থেকেও যে বাংলাদেশ বেশির ভাগ সময় সিরিজসেরা, সেখানে পিছিয়ে থেকে জেতা অনেকটা কঠিনই। বিশেষ করে, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে কম ভক্ত-সমর্থকই লঙ্কা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।
বাংলাদেশ যখন ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে, তখন লিটন দাস-শেখ মেহেদী হাসানরা দেখালেন, এভাবেও ফিরে আসা যায়। পিছিয়ে পড়া বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো জিতল টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ডাম্বুলায় রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানে জিতে সমতায় ফেরে বাংলাদেশ। আর গত রাতে কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ম্যাচ শেষে ঐতিহাসিক সিরিজের ট্রফি হাতে নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তাওহিদ হৃদয় একটি ছবি পোস্ট করেন। হৃদয় লিখেছেন, ‘কে বলেছে আমরা পারি না। আমরা পারি। আবারও করে দেখাব ইনশা আল্লাহ। পুরো দলকে অভিনন্দন। সমর্থকদের জন্য ভালোবাসা।’
প্রেমাদাসায় বাংলাদেশের আয়েশি জয় এসেছে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে। ৪৭ বলে ১ চার ও ৬ ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। বাজে বল পেয়ে সেগুলো যখন একের পর এক ছক্কায় পরিণত করেন তামিম, প্রেমাদাসার গ্যালারিও ধীরে ধীরে স্তব্ধ হতে থাকে। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুরু থেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। দলের জয়ে অবদান রেখেছি। উদযাপনই বলে দিচ্ছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিটন-শামীম পাটোয়ারীদের ট্রফি হাতে উদযাপনের ছবি পোস্ট করেছেন। তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
শ্রীলঙ্কা সফর শেষের পর লিটনদের বসে থাকার সুযোগ নেই। এবার ঘরের মাঠে বাংলাদেশ আতিথেয়তা দেবে পাকিস্তানকে। ২০, ২২ ও ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। মিরপুরে তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে