নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্টের বাকি অংশে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। পুনর্বাসনের জন্য বাঁহাতি এই ব্যাটসম্যান শিগগিরই দেশে ফিরবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শান্তও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে। এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাঁর। দুই ম্যাচে করেছেন ১৯৩ রান। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাল্লেকেলে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর লাহোরে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন শান্ত।
গত রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরদিন এমআরআই করানো হয়। শান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না। টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেব ইনশা আল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’
শান্তর ছিটকে যাওয়া নিয়ে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘ব্যাটিংয়ের সময়ই হ্যামস্ট্রিং নিয়ে অস্বস্তির কথা জানিয়েছিল। ফিল্ডিংও করেনি। এমআরই স্ক্র্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতকর্তা হিসেবে সে আর এই টুর্নামেন্টে খেলবে না। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’
ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্টের বাকি অংশে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ। পুনর্বাসনের জন্য বাঁহাতি এই ব্যাটসম্যান শিগগিরই দেশে ফিরবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
শান্তও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে। এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাঁর। দুই ম্যাচে করেছেন ১৯৩ রান। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাল্লেকেলে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর লাহোরে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন শান্ত।
গত রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরদিন এমআরআই করানো হয়। শান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না। টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেব ইনশা আল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’
শান্তর ছিটকে যাওয়া নিয়ে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘ব্যাটিংয়ের সময়ই হ্যামস্ট্রিং নিয়ে অস্বস্তির কথা জানিয়েছিল। ফিল্ডিংও করেনি। এমআরই স্ক্র্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতকর্তা হিসেবে সে আর এই টুর্নামেন্টে খেলবে না। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫