আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে ক্রিকেটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩৬৩ রান।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আলো ছড়াচ্ছেন স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই খুদে লেগ স্পিনার। এ ছাড়া ফারহান শাহরিয়ার, আল ফাহাদ ও সঞ্জিত মজুমদার নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের নৈপুণ্যে আসামকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।
এর আগে আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।
পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে ক্রিকেটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩৬৩ রান।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আলো ছড়াচ্ছেন স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই খুদে লেগ স্পিনার। এ ছাড়া ফারহান শাহরিয়ার, আল ফাহাদ ও সঞ্জিত মজুমদার নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের নৈপুণ্যে আসামকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।
এর আগে আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।
পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫