নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এরপর নতুন বছরের ১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে গড়াবে যুব বিশ্বকাপ। আসর দুটিকে সামনে রেখে গতকাল রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন রাকিবুল হাসান। তার সহকারী প্রান্তিক নওরোজ নাবিল।
এ ছাড়া চারজন স্ট্যান্ডবাই ও দুজন ট্রাভেলিং রিজার্ভ রাখা হয়েছে দলে। সবশেষ ২০২০ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের একজনই আছেন এবারের দলে। তিনি অধিনায়ক রাকিবুল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ‘এ' গ্রুপের ম্যাচে তাদের তিন প্রতিপক্ষ কানাডা, আরব আমিরাত ও ইংল্যান্ড। ১৬ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর ২০ জানুয়ারি কানাডা এবং ২২ জানুয়ারি আরব আমিরাতকে মোকাবিলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৬ দলের এই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। তাদের পরিবর্তিত হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড। ৫ ফেব্রুয়ারি অ্যান্টিগায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। আট দলের এই টুর্নামেন্টে 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল, কুয়েত ও শ্রীলঙ্কা। পর্যায়ক্রমে আগামী ২৩,২৫ ও ২৮ ডিসেম্বর তিনটি দলের বিপক্ষে লড়বেন রাকিবুলরা। নতুন বছরের প্রথম দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দল:
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন ইফতি, এসএম মেহেরব হাসান, আরিচ মোল্লাহ, আব্দুল্লা আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম (উইকেটরক্ষক), আরিফুল ইসলাম, মো. ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মো. আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান নয়ন।
ট্রাভেলিং রিজার্ভ:
আহসান হাবিব লিয়ন, জিসান আলম।
স্ট্যান্ডবাই:
মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া।
২০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এরপর নতুন বছরের ১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে গড়াবে যুব বিশ্বকাপ। আসর দুটিকে সামনে রেখে গতকাল রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন রাকিবুল হাসান। তার সহকারী প্রান্তিক নওরোজ নাবিল।
এ ছাড়া চারজন স্ট্যান্ডবাই ও দুজন ট্রাভেলিং রিজার্ভ রাখা হয়েছে দলে। সবশেষ ২০২০ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের একজনই আছেন এবারের দলে। তিনি অধিনায়ক রাকিবুল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ‘এ' গ্রুপের ম্যাচে তাদের তিন প্রতিপক্ষ কানাডা, আরব আমিরাত ও ইংল্যান্ড। ১৬ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর ২০ জানুয়ারি কানাডা এবং ২২ জানুয়ারি আরব আমিরাতকে মোকাবিলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৬ দলের এই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। তাদের পরিবর্তিত হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড। ৫ ফেব্রুয়ারি অ্যান্টিগায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। আট দলের এই টুর্নামেন্টে 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল, কুয়েত ও শ্রীলঙ্কা। পর্যায়ক্রমে আগামী ২৩,২৫ ও ২৮ ডিসেম্বর তিনটি দলের বিপক্ষে লড়বেন রাকিবুলরা। নতুন বছরের প্রথম দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দল:
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন ইফতি, এসএম মেহেরব হাসান, আরিচ মোল্লাহ, আব্দুল্লা আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম (উইকেটরক্ষক), আরিফুল ইসলাম, মো. ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মো. আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান নয়ন।
ট্রাভেলিং রিজার্ভ:
আহসান হাবিব লিয়ন, জিসান আলম।
স্ট্যান্ডবাই:
মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫