ক্রীড়া ডেস্ক
গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। মুশফিকুর রহিম-লিটন দাস সুনিপুণভাবে বড় করছেন তাঁদের ইনিংস। বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা যখন উপভোগ করছেন দুই তারকা ক্রিকেটারের ব্যাটিং, সেই মুহূর্তে দুঃসংবাদ দিল গলের আবহাওয়া।
মুশফিক টেস্ট মেজাজে ব্যাটিং করলেও লিটন তুলনামূলক ওয়ানডে মেজাজে খেলছেন। দুজনের অসাধারণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কা রীতিমতো অসহায় পড়েছে। আজ দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগেই মুশফিকের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশের স্কোর বড় করার দায়িত্ব সামলাচ্ছেন লিটন। তবে দ্বিতীয় সেশনে ৮০ বল খেলা হওয়ার পর বৃষ্টির বাগড়ায় থেমে যায় খেলা। গলের পিচ তড়িঘড়ি করে কাভার দিয়ে ঢেকে ফেলতে হয়। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রথম ইনিংসে ১৩০.৪ ওভারে ৪ উইকেটে ৪২৩ রান করেছে বাংলাদেশ। এরই মধ্যে চা পানের বিরতি শুরু হয়ে গেছে।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই সফরকারীরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে শান্তকে (১৪৮) ফেরান আসিথা ফার্নান্দো।শান্তর বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন লিটন। প্রতিপক্ষের একটা উইকেট ফেলার পর যেখানে লঙ্কানদের উজ্জীবিত থাকার কথা, সেখানে গুবলেট পাকাচ্ছে স্বাগতিকেরা। বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারের একটা ঘটনা বর্ণনা করা যাক। ওভারের পঞ্চম বলে থারিন্দু রত্নায়েকের বল অফসাইডে ঠেলে দেন মুশফিক। রান নেবেন কি নেবেন না, এই নিয়ে দোলাচলে ভুগতে থাকেন মুশফিক-লিটন। মুশফিকের চোখ যতক্ষণ বলের দিকে ছিল, সেসময় অর্ধেক পথ বেরিয়ে আসেন লিটন। লঙ্কান ফিল্ডার স্ট্রাইকপ্রান্তে থ্রো করলে সেই সুযোগে ননস্ট্রাইকে ফেরত চলে যান লিটন।
রত্নায়েকের বলে লিটন আরেক দফা জীবন পেয়েছেন। ১০৯তম ওভারের প্রথম বলে লিটন ফ্লিক করলে মিড উইকেটে ডাইভ দিয়েও ক্যাচ ধরতে পারেননি পাথুম নিশাঙ্কা। ১৪ রানে বেঁচে যাওয়া লিটন এরপর তাণ্ডব চালিয়েছেন। একই ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে লঙ্কান স্পিনারকে পিটিয়ে বাউন্ডারির হ্যাটট্রিক পূর্ণ করেন লিটন। ৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নেন লিটন। এরই মধ্যে পঞ্চম উইকেটে মুশফিক-লিটন ১১৪ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছেন ২০৫ বল। ৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানে ব্যাটিং করছেন লিটন।
মুশফিক ব্যাটিং করছেন গতকাল প্রথম দিন থেকেই। বাংলাদেশ ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি গড়েছেন মুশফিক ও শান্ত। এখন পর্যন্ত মুশফিক ৩২৫ বলে ১৫৯ রান করেছেন। মেরেছেন ৯ চার।
গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। মুশফিকুর রহিম-লিটন দাস সুনিপুণভাবে বড় করছেন তাঁদের ইনিংস। বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা যখন উপভোগ করছেন দুই তারকা ক্রিকেটারের ব্যাটিং, সেই মুহূর্তে দুঃসংবাদ দিল গলের আবহাওয়া।
মুশফিক টেস্ট মেজাজে ব্যাটিং করলেও লিটন তুলনামূলক ওয়ানডে মেজাজে খেলছেন। দুজনের অসাধারণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কা রীতিমতো অসহায় পড়েছে। আজ দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগেই মুশফিকের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশের স্কোর বড় করার দায়িত্ব সামলাচ্ছেন লিটন। তবে দ্বিতীয় সেশনে ৮০ বল খেলা হওয়ার পর বৃষ্টির বাগড়ায় থেমে যায় খেলা। গলের পিচ তড়িঘড়ি করে কাভার দিয়ে ঢেকে ফেলতে হয়। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রথম ইনিংসে ১৩০.৪ ওভারে ৪ উইকেটে ৪২৩ রান করেছে বাংলাদেশ। এরই মধ্যে চা পানের বিরতি শুরু হয়ে গেছে।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই সফরকারীরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে শান্তকে (১৪৮) ফেরান আসিথা ফার্নান্দো।শান্তর বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন লিটন। প্রতিপক্ষের একটা উইকেট ফেলার পর যেখানে লঙ্কানদের উজ্জীবিত থাকার কথা, সেখানে গুবলেট পাকাচ্ছে স্বাগতিকেরা। বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারের একটা ঘটনা বর্ণনা করা যাক। ওভারের পঞ্চম বলে থারিন্দু রত্নায়েকের বল অফসাইডে ঠেলে দেন মুশফিক। রান নেবেন কি নেবেন না, এই নিয়ে দোলাচলে ভুগতে থাকেন মুশফিক-লিটন। মুশফিকের চোখ যতক্ষণ বলের দিকে ছিল, সেসময় অর্ধেক পথ বেরিয়ে আসেন লিটন। লঙ্কান ফিল্ডার স্ট্রাইকপ্রান্তে থ্রো করলে সেই সুযোগে ননস্ট্রাইকে ফেরত চলে যান লিটন।
রত্নায়েকের বলে লিটন আরেক দফা জীবন পেয়েছেন। ১০৯তম ওভারের প্রথম বলে লিটন ফ্লিক করলে মিড উইকেটে ডাইভ দিয়েও ক্যাচ ধরতে পারেননি পাথুম নিশাঙ্কা। ১৪ রানে বেঁচে যাওয়া লিটন এরপর তাণ্ডব চালিয়েছেন। একই ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে লঙ্কান স্পিনারকে পিটিয়ে বাউন্ডারির হ্যাটট্রিক পূর্ণ করেন লিটন। ৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নেন লিটন। এরই মধ্যে পঞ্চম উইকেটে মুশফিক-লিটন ১১৪ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছেন ২০৫ বল। ৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানে ব্যাটিং করছেন লিটন।
মুশফিক ব্যাটিং করছেন গতকাল প্রথম দিন থেকেই। বাংলাদেশ ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি গড়েছেন মুশফিক ও শান্ত। এখন পর্যন্ত মুশফিক ৩২৫ বলে ১৫৯ রান করেছেন। মেরেছেন ৯ চার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে