বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে কত কিছুই তো নতুন করে দেখা যাবে। নতুন এই বিপিএলে দেখা যাবে শহীদ আফ্রিদিকেও। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
এবারের বিপিএলে আফ্রিদি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সেটা নিশ্চিত করেছে। আফ্রিদির উদযাপনের একটি ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘বুম বুম সংবাদ। চিটাগং কিংস শহীদ আফ্রিদিকে ২০২৫ বিপিএলে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে’। ক্যাপশন শেষে রাজার মুকুটের ইমোজি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আফ্রিদিকে নিয়ে পোস্টটি দিয়েছে চিটাগং কিংস। রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ১৩০০ এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে ৫৬টি। যেখানে মন্তব্যের ঘরে সাকিব আল হাসানের নামও দেখা গেছে। ৩২টি শেয়ারও হয়েছে দেড় ঘণ্টার মধ্যে।
২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে আফ্রিদি খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৯ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ৪৫ ম্যাচ। ১৫০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৫৩৯ রান। গড় ১৭.৩৯। ৬.৫০ ইকোনমিতে নেন ৫৭ উইকেট। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে কত কিছুই তো নতুন করে দেখা যাবে। নতুন এই বিপিএলে দেখা যাবে শহীদ আফ্রিদিকেও। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
এবারের বিপিএলে আফ্রিদি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সেটা নিশ্চিত করেছে। আফ্রিদির উদযাপনের একটি ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘বুম বুম সংবাদ। চিটাগং কিংস শহীদ আফ্রিদিকে ২০২৫ বিপিএলে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে’। ক্যাপশন শেষে রাজার মুকুটের ইমোজি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আফ্রিদিকে নিয়ে পোস্টটি দিয়েছে চিটাগং কিংস। রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ১৩০০ এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে ৫৬টি। যেখানে মন্তব্যের ঘরে সাকিব আল হাসানের নামও দেখা গেছে। ৩২টি শেয়ারও হয়েছে দেড় ঘণ্টার মধ্যে।
২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে আফ্রিদি খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৯ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ৪৫ ম্যাচ। ১৫০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৫৩৯ রান। গড় ১৭.৩৯। ৬.৫০ ইকোনমিতে নেন ৫৭ উইকেট। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫