নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ইমরানুর রহমান। নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ‘২০২৩ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ চ্যাম্পিয়ন হয়েছেন ইমরানুর।
প্রথম রানার্সআপ হয়েছেন শান্ত। বাংলাদেশের তরুণ ফুটবলার রাকিব হোসেন হয়েছেন দ্বিতীয় রানার্সআপ। শান্ত, রাকিব দুজনেই পেয়েছেন ৫০ হাজার টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন ইমরানুর পেয়েছেন ১ লাখ টাকার পুরস্কার। স্পোর্টস পারসন অব দ্য ইয়ারের পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ইমরানুর। ইমরানুর বলেন, ‘সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিকস ও দক্ষিণ এশিয়ান গেমস আছে। সেখানে ভালো কিছু করতে চাই।’
স্পোর্টস পারসন অব দ্য ইয়ারে রানার্সআপ শান্ত ও রাকিব অন্যান্য পুরস্কারও জিতেছেন। ছেলেদের ক্রিকেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন শান্ত। রাকিব হয়েছেন বর্ষসেরা ফুটবলার। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ফারজানা হক পিংকি। দর্শকের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ মোরসালিন। বর্ষসেরা দলগত সাফল্যের পুরস্কার পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুবাইয়ে গত বছরের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কার দিয়ে আসছে বিএসপিএ। সেই ধারাবাহিকতায় আজ পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে ২০২৩ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হয়। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী।
পুরস্কার পেলেন যারা
বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ইমরানুর রহমান। নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ‘২০২৩ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ চ্যাম্পিয়ন হয়েছেন ইমরানুর।
প্রথম রানার্সআপ হয়েছেন শান্ত। বাংলাদেশের তরুণ ফুটবলার রাকিব হোসেন হয়েছেন দ্বিতীয় রানার্সআপ। শান্ত, রাকিব দুজনেই পেয়েছেন ৫০ হাজার টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন ইমরানুর পেয়েছেন ১ লাখ টাকার পুরস্কার। স্পোর্টস পারসন অব দ্য ইয়ারের পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ইমরানুর। ইমরানুর বলেন, ‘সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিকস ও দক্ষিণ এশিয়ান গেমস আছে। সেখানে ভালো কিছু করতে চাই।’
স্পোর্টস পারসন অব দ্য ইয়ারে রানার্সআপ শান্ত ও রাকিব অন্যান্য পুরস্কারও জিতেছেন। ছেলেদের ক্রিকেটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন শান্ত। রাকিব হয়েছেন বর্ষসেরা ফুটবলার। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ফারজানা হক পিংকি। দর্শকের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ মোরসালিন। বর্ষসেরা দলগত সাফল্যের পুরস্কার পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুবাইয়ে গত বছরের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কার দিয়ে আসছে বিএসপিএ। সেই ধারাবাহিকতায় আজ পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে ২০২৩ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হয়। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী।
পুরস্কার পেলেন যারা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫