মধ্যযুগের বিজ্ঞানে ইহুদি-মুসলিম মৈত্রী, ‘প্রমাণ’ হাজির করলেন গবেষক
গিগান্তের মতে, অ্যাস্ট্রোলাবটিতে থাকা আরবি ও হিব্রু ভাষার খোদাই করা লেখা থেকে মধ্যযুগে আইবেরিয়া উপদ্বীপের মুসলিমশাসিত আন্দালুসিয়ায় মুসলমান ও ইহুদি বিজ্ঞানীদের যৌথ প্রয়াসে কীভাবে জ্ঞান সৃষ্টি হতো, কীভাবে তা ছড়িয়ে পড়ত এবং কীভাবে তা বৃদ্ধি পেত সে বিষয়ে একটি ধারণা পাওয়া যায়