আজ ২৯ ফেব্রুয়ারি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ‘লিপ ডে’। প্রতি চার বছর পরপর ক্যালেন্ডারে এদিন আসে এবং এ বছরকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। কেন এই লিপ ইয়ার? বলা হয়, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন। ১২ মাসের গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সাধারণত ৩৬৫ দিন থাকে। যদিও প্রকৃত অর্থে এই সময় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। ফলে প্রতিবছরই কিছু সময় বাড়তি থেকে যায়।
এই বাড়তি সময় সমন্বয় করতেই চার বছর পরপর ফেব্রুয়ারি মাসে বাড়তি দিন যোগ করা হয়। তাই ২৮ দিনের বদলে ওই বছর ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনে। চার বছর পরপর লিপ ইয়ার আসার এই সাধারণ হিসাব সব সময় খাটে না। এর ব্যত্যয় ঘটেছে।
সাধারণ হিসাবে খ্রিষ্টাব্দ ৫০০, ৬০০, ৭০০, ৯০০, ১০০০, ১১০০, ১৩০০, ১৪০০, ১৫০০, ১৭০০, ১৮০০ ও ১৯০০ সালে লিপ ইয়ার হওয়ার কথা থাকলেও তা হয়নি। তখন দুটি লিপ ইয়ারের মাঝে ব্যবধান ছিল ৮ বছর। যেমন, ১৯০০ সালের আগে লিপ ইয়ার ছিল ১৮৯৬ সালে এবং পরে লিপ ইয়ার ছিল ১৯০৪ সালে। ভবিষ্যতেও ২০৯৬ সালের পরে ২১০০ সাল লিপ ইয়ার হবে না। এরপরের লিপ ইয়ার হবে ২১০৪ সালে। কিন্তু কেন?
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম জানায়, প্রতি চার বছরে ক্যালেন্ডারে একটি করে লিপ ডে যোগ করার ফলে ক্যালেন্ডারের দৈর্ঘ্য প্রায় ৪৪ মিনিট করে বৃদ্ধি পায়। বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স থেকে জানা যায়, এর ফলে প্রতি ১২৯ বছরে একটি দিন পাওয়া যায়। আর এ কারণেই চার বছর পরপর লিপ ইয়ার আসার হিসেবে ব্যত্যয় ঘটে। যার ফলে উল্লিখিত সালগুলো লিপ ইয়ার ছিল না এবং ২১০০ সাল লিপ ইয়ার হবে না।
কীভাবে বোঝা যাবে লিপ ইয়ারের এই ব্যত্যয়?
যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির ওয়েবসাইটে জ্যোতির্বিদ্যাবিষয়ক আলোচনা থেকে জানা যায়, লিপ ইয়ারগুলো সাধারণত চার সংখ্যা বিভাজ্য। তবে শতাব্দীর শুরুর বছর অর্থাৎ যেসব বছরের শেষে দুটি শূন্য থাকে সেগুলো লিপ ইয়ার হবে না, যদি না ওই সালগুলো ১০০ এবং ৪০০ দিয়ে বিভাজ্য হয়। যেমন— ১৬০০ এবং ২০০০ সাল লিপ ইয়ার। কারণ, এই বছরগুলো ১০০ এবং ৪০০ দিয়ে বিভাজ্য। অর্থাৎ প্রতি ৪০০ বছরের মধ্যে তিনবার এমন ব্যত্যয় ঘটবে, যেখানে দুটি লিপ ইয়ারের মধ্যে ৮ বছরের ব্যবধান থাকবে।
আজ ২৯ ফেব্রুয়ারি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ‘লিপ ডে’। প্রতি চার বছর পরপর ক্যালেন্ডারে এদিন আসে এবং এ বছরকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। কেন এই লিপ ইয়ার? বলা হয়, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন। ১২ মাসের গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সাধারণত ৩৬৫ দিন থাকে। যদিও প্রকৃত অর্থে এই সময় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। ফলে প্রতিবছরই কিছু সময় বাড়তি থেকে যায়।
এই বাড়তি সময় সমন্বয় করতেই চার বছর পরপর ফেব্রুয়ারি মাসে বাড়তি দিন যোগ করা হয়। তাই ২৮ দিনের বদলে ওই বছর ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনে। চার বছর পরপর লিপ ইয়ার আসার এই সাধারণ হিসাব সব সময় খাটে না। এর ব্যত্যয় ঘটেছে।
সাধারণ হিসাবে খ্রিষ্টাব্দ ৫০০, ৬০০, ৭০০, ৯০০, ১০০০, ১১০০, ১৩০০, ১৪০০, ১৫০০, ১৭০০, ১৮০০ ও ১৯০০ সালে লিপ ইয়ার হওয়ার কথা থাকলেও তা হয়নি। তখন দুটি লিপ ইয়ারের মাঝে ব্যবধান ছিল ৮ বছর। যেমন, ১৯০০ সালের আগে লিপ ইয়ার ছিল ১৮৯৬ সালে এবং পরে লিপ ইয়ার ছিল ১৯০৪ সালে। ভবিষ্যতেও ২০৯৬ সালের পরে ২১০০ সাল লিপ ইয়ার হবে না। এরপরের লিপ ইয়ার হবে ২১০৪ সালে। কিন্তু কেন?
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম জানায়, প্রতি চার বছরে ক্যালেন্ডারে একটি করে লিপ ডে যোগ করার ফলে ক্যালেন্ডারের দৈর্ঘ্য প্রায় ৪৪ মিনিট করে বৃদ্ধি পায়। বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স থেকে জানা যায়, এর ফলে প্রতি ১২৯ বছরে একটি দিন পাওয়া যায়। আর এ কারণেই চার বছর পরপর লিপ ইয়ার আসার হিসেবে ব্যত্যয় ঘটে। যার ফলে উল্লিখিত সালগুলো লিপ ইয়ার ছিল না এবং ২১০০ সাল লিপ ইয়ার হবে না।
কীভাবে বোঝা যাবে লিপ ইয়ারের এই ব্যত্যয়?
যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির ওয়েবসাইটে জ্যোতির্বিদ্যাবিষয়ক আলোচনা থেকে জানা যায়, লিপ ইয়ারগুলো সাধারণত চার সংখ্যা বিভাজ্য। তবে শতাব্দীর শুরুর বছর অর্থাৎ যেসব বছরের শেষে দুটি শূন্য থাকে সেগুলো লিপ ইয়ার হবে না, যদি না ওই সালগুলো ১০০ এবং ৪০০ দিয়ে বিভাজ্য হয়। যেমন— ১৬০০ এবং ২০০০ সাল লিপ ইয়ার। কারণ, এই বছরগুলো ১০০ এবং ৪০০ দিয়ে বিভাজ্য। অর্থাৎ প্রতি ৪০০ বছরের মধ্যে তিনবার এমন ব্যত্যয় ঘটবে, যেখানে দুটি লিপ ইয়ারের মধ্যে ৮ বছরের ব্যবধান থাকবে।
নতুন এক বৈপ্লবিক তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে প্রচলিত ‘বিগ ব্যাং’ ধারণাকে চ্যালেঞ্জ জানালেন আন্তর্জাতিক পদার্থবিদদের এক দল। তাদের দাবি, আমাদের মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাং থেকে নয়, বরং ব্ল্যাকহোল কবা কৃষ্ণগহবর থেকেই সৃষ্টি হয়েছে
১৯ দিন আগেনিয়মিত আকাশপথে ভ্রমণ করা যাত্রীদের জন্য টার্বুলেন্স বা ঝাঁকুনি কোনো নতুন অভিজ্ঞতা নয়। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এই টার্বুলেন্স মোকাবিলায় ব্যাপক উন্নতি হয়েছে।
২০ দিন আগেবিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাক্ষেত্রে অগ্রণী কিছু ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, মানুষ এখন আর আগের মতো কেবল শতবর্ষ আয়ুর স্বপ্ন দেখছে না। বরং এমন এক সময় আসছে, যখন আমরা স্বাভাবিক আয়ুর চেয়ে ১০ গুণ বেশি সময়, অর্থাৎ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি।
২১ দিন আগেআমাদের সূর্যের চেয়ে ৩৬০০ গুণ বেশি ভরের বিশালাকৃতির ব্ল্যাকহোল খুঁজে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ব্ল্যাকহোলগুলোর একটি এবং সম্ভবত সর্ববৃহৎ। ব্ল্যাকহোলটি অবস্থান করছে ‘কসমিক হর্সশু’ নামের একটি গ্যালাক্সির কেন্দ্রে, যা পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে।
২১ দিন আগে