ফারুক ছিদ্দিক, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকা। সেখানকার একটি তিনতলা বাসায় একমাত্র ছেলে, ছেলের স্ত্রী ও নাতিকে নিয়ে বসবাস করেন ফুলবানু। নিভৃতে থাকতেই ভালোবাসেন। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে গেলে একরাশ অভিমান ঝরে তাঁর কণ্ঠে। এই রাজধানী শহরে জীবন-জীবিকার টালমাটাল স্রোতে ফুলবানু যে ভীষণ নাস্তানাবুদ, সেটা তাঁর কথায় বোঝা যায়। তিনি বলেন, ‘কী হবে এসব সাক্ষাৎকার দিয়ে!’ ইতিহাস হবে, আপনারা না বললে তো হবে না—তরুণ সাংবাদিকের আবেগভরা কথায় ফুলবানুর অভিমান কিছুটা হলেও দূর হয়। তিনি বলতে শুরু করেন।
২৫ মার্চের রাত যত বাড়তে থাকে, বুকের ভেতরে ভয়ও তত বাড়তে শুরু করে ফুলবানুর। ভয় অনেক কিছুর। বয়স তাঁর ষোলো বছর। কোলে দুই বছরের সন্তান। ঢাকা তখন গুজব আর গুঞ্জনের শহর। সময় যে দ্রুত কঠিন হয়ে উঠছে, সেটি সবাই বুঝতে পারছে। কিন্তু কী হবে বা হতে পারে, সেটি ঠিক বোঝা যাচ্ছে না।
এদিকে তিনি শুনেছেন ‘বাবুর বাপ’ অর্থাৎ তাঁর স্বামী আব্দুল খালেক নাকি ছাত্রদের সঙ্গে ট্রেনিং করছেন যুদ্ধ করার জন্য! তাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ও বাড়তে থাকে। ফুলবানু ‘বাবুর বাপরে’ বলেছিলেন গ্রামে চলে যেতে। এই ভয়াবহ সময়ে ঢাকায় থেকে কোনো লাভ নেই। কিন্তু আব্দুল খালেক যাবেন না। তিনি আস্থা রেখেছিলেন রোকেয়া হলের প্রভোস্টের ওপর। বলেছিলেন, তিনিই বাঁচাবেন তাঁদের। কিন্তু সেটি হয়নি।
২৫ মার্চ রাত। বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনতে পান ফুলবানু। তারপর গুলির শব্দ। মানুষের চিৎকার। কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানি সেনারা রোকেয়া হলে ফুলবানুদের বাসায় ঢুকে পড়ে দানবের মতো। সে রাতের ঘটনা যেন এখনো তাড়া করে ফেরে ফুলবানুকে। তিনি শিববাড়ি আবাসিক এলাকায় জানালা দিয়ে বাইরে নিষ্পলক তাকিয়ে বলতে থাকেন, ‘আমি বাচ্চাটাকে (হারুনুর রশিদ) বুকে নিয়ে চৌকির নিচে ঢুকে পড়ি। কিন্তু আমার পা দেখা যাচ্ছিল। পায়ে গুলি লাগে, বাবুর ক্ষতি হতে দিইনি। কিন্তু আমার স্বামী আব্দুল খালেক ও আমার ছোট বোন, যে বাবুকে দেখতে এসেছিল ঢাকায়, তাকে মেরে ফেলে পাকিস্তানি সেনারা। আমার হারানোর কিছু নাই। সব হারায়ে ফেলছি সেদিন।’
জানালা দিয়ে আসা আলোয় ফুলবানুর অবয়ব তখন সিলিউট হয়ে গেছে। মুখের ওপরে বিজলি বাতির হালকা আলো। তাতে ঠিক বোঝা যায় না ফুলবানুর চোখে পানি কি না। কিন্তু কণ্ঠস্বর বদলে গেছে, তাতে যে বাষ্প জমেছে, সেটা বোঝা যায় স্পষ্ট। কথায় খানিক বিরতি দিলেন তিনি, স্বাভাবিকভাবে যা হওয়ার কথা ছিল। ধাতস্থ হয়ে ফুলবানু বলতে শুরু করেন, ‘সে আমার কথা শুনলে আজকে মারা যেত না। কত ছটফট করেছে! চোখের সামনে দেখেছি। নিজেকে ধরে রাখতে হয়েছে।’ সেদিনের সেই দৃশ্য যেন জীবন্ত হয়ে ধরা দেয় ফুলবানুর কাছে। অবধারিতভাবে দীর্ঘশ্বাস পড়ে। আবার বলতে শুরু করেন, ‘ছেলের দিকে চেয়ে একটি সেলাই মেশিন নিয়ে সংসারের হাল ধরেছি। আর কোথাও বিয়ের পিঁড়িতে বসিনি। তাঁকে সম্মান করতাম। এ সম্মান আজীবনের।’
ফুলবানু বলেন, ‘শেখ মুজিব’ তাঁকে দুই হাজার টাকা দিয়েছিলেন। এরপর আর কিছু পাননি—রাষ্ট্র থেকেও না, বিশ্ববিদ্যালয় থেকেও না। বয়সের ভারে নুইয়ে পড়া ফুলবানুর কণ্ঠে আফসোস ঝরে পড়ে তাঁর স্বামী ছাত্রদের সঙ্গে ট্রেনিং নেওয়ার পরেও যুদ্ধ করতে পারেননি বলে। তবে ফুলবানুর একটিই আশা, ‘শহীদের স্ত্রী হিসেবে মরতে চাই। শহীদ হিসেবে রাষ্ট্রীয় সম্মানটা যেন আমার স্বামী ও বোন পায়, সেই কামনা করি।’
শিববাড়ি আবাসিক এলাকা থেকে বেরিয়ে আসি। হাঁটতে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে পথে। খানিক এলোমেলো লাগে নিজেকে। একটি প্রশ্নই ঘুরতে থাকে মাথার মধ্যে, স্বাধীনতার ৫২ বছর পরে আমরা কি আশা করতে পারি, ফুলবানু নামে একজন শহীদজায়ার আশা পূরণ হবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকা। সেখানকার একটি তিনতলা বাসায় একমাত্র ছেলে, ছেলের স্ত্রী ও নাতিকে নিয়ে বসবাস করেন ফুলবানু। নিভৃতে থাকতেই ভালোবাসেন। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে গেলে একরাশ অভিমান ঝরে তাঁর কণ্ঠে। এই রাজধানী শহরে জীবন-জীবিকার টালমাটাল স্রোতে ফুলবানু যে ভীষণ নাস্তানাবুদ, সেটা তাঁর কথায় বোঝা যায়। তিনি বলেন, ‘কী হবে এসব সাক্ষাৎকার দিয়ে!’ ইতিহাস হবে, আপনারা না বললে তো হবে না—তরুণ সাংবাদিকের আবেগভরা কথায় ফুলবানুর অভিমান কিছুটা হলেও দূর হয়। তিনি বলতে শুরু করেন।
২৫ মার্চের রাত যত বাড়তে থাকে, বুকের ভেতরে ভয়ও তত বাড়তে শুরু করে ফুলবানুর। ভয় অনেক কিছুর। বয়স তাঁর ষোলো বছর। কোলে দুই বছরের সন্তান। ঢাকা তখন গুজব আর গুঞ্জনের শহর। সময় যে দ্রুত কঠিন হয়ে উঠছে, সেটি সবাই বুঝতে পারছে। কিন্তু কী হবে বা হতে পারে, সেটি ঠিক বোঝা যাচ্ছে না।
এদিকে তিনি শুনেছেন ‘বাবুর বাপ’ অর্থাৎ তাঁর স্বামী আব্দুল খালেক নাকি ছাত্রদের সঙ্গে ট্রেনিং করছেন যুদ্ধ করার জন্য! তাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ও বাড়তে থাকে। ফুলবানু ‘বাবুর বাপরে’ বলেছিলেন গ্রামে চলে যেতে। এই ভয়াবহ সময়ে ঢাকায় থেকে কোনো লাভ নেই। কিন্তু আব্দুল খালেক যাবেন না। তিনি আস্থা রেখেছিলেন রোকেয়া হলের প্রভোস্টের ওপর। বলেছিলেন, তিনিই বাঁচাবেন তাঁদের। কিন্তু সেটি হয়নি।
২৫ মার্চ রাত। বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনতে পান ফুলবানু। তারপর গুলির শব্দ। মানুষের চিৎকার। কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানি সেনারা রোকেয়া হলে ফুলবানুদের বাসায় ঢুকে পড়ে দানবের মতো। সে রাতের ঘটনা যেন এখনো তাড়া করে ফেরে ফুলবানুকে। তিনি শিববাড়ি আবাসিক এলাকায় জানালা দিয়ে বাইরে নিষ্পলক তাকিয়ে বলতে থাকেন, ‘আমি বাচ্চাটাকে (হারুনুর রশিদ) বুকে নিয়ে চৌকির নিচে ঢুকে পড়ি। কিন্তু আমার পা দেখা যাচ্ছিল। পায়ে গুলি লাগে, বাবুর ক্ষতি হতে দিইনি। কিন্তু আমার স্বামী আব্দুল খালেক ও আমার ছোট বোন, যে বাবুকে দেখতে এসেছিল ঢাকায়, তাকে মেরে ফেলে পাকিস্তানি সেনারা। আমার হারানোর কিছু নাই। সব হারায়ে ফেলছি সেদিন।’
জানালা দিয়ে আসা আলোয় ফুলবানুর অবয়ব তখন সিলিউট হয়ে গেছে। মুখের ওপরে বিজলি বাতির হালকা আলো। তাতে ঠিক বোঝা যায় না ফুলবানুর চোখে পানি কি না। কিন্তু কণ্ঠস্বর বদলে গেছে, তাতে যে বাষ্প জমেছে, সেটা বোঝা যায় স্পষ্ট। কথায় খানিক বিরতি দিলেন তিনি, স্বাভাবিকভাবে যা হওয়ার কথা ছিল। ধাতস্থ হয়ে ফুলবানু বলতে শুরু করেন, ‘সে আমার কথা শুনলে আজকে মারা যেত না। কত ছটফট করেছে! চোখের সামনে দেখেছি। নিজেকে ধরে রাখতে হয়েছে।’ সেদিনের সেই দৃশ্য যেন জীবন্ত হয়ে ধরা দেয় ফুলবানুর কাছে। অবধারিতভাবে দীর্ঘশ্বাস পড়ে। আবার বলতে শুরু করেন, ‘ছেলের দিকে চেয়ে একটি সেলাই মেশিন নিয়ে সংসারের হাল ধরেছি। আর কোথাও বিয়ের পিঁড়িতে বসিনি। তাঁকে সম্মান করতাম। এ সম্মান আজীবনের।’
ফুলবানু বলেন, ‘শেখ মুজিব’ তাঁকে দুই হাজার টাকা দিয়েছিলেন। এরপর আর কিছু পাননি—রাষ্ট্র থেকেও না, বিশ্ববিদ্যালয় থেকেও না। বয়সের ভারে নুইয়ে পড়া ফুলবানুর কণ্ঠে আফসোস ঝরে পড়ে তাঁর স্বামী ছাত্রদের সঙ্গে ট্রেনিং নেওয়ার পরেও যুদ্ধ করতে পারেননি বলে। তবে ফুলবানুর একটিই আশা, ‘শহীদের স্ত্রী হিসেবে মরতে চাই। শহীদ হিসেবে রাষ্ট্রীয় সম্মানটা যেন আমার স্বামী ও বোন পায়, সেই কামনা করি।’
শিববাড়ি আবাসিক এলাকা থেকে বেরিয়ে আসি। হাঁটতে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে পথে। খানিক এলোমেলো লাগে নিজেকে। একটি প্রশ্নই ঘুরতে থাকে মাথার মধ্যে, স্বাধীনতার ৫২ বছর পরে আমরা কি আশা করতে পারি, ফুলবানু নামে একজন শহীদজায়ার আশা পূরণ হবে?
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫