অনলাইন ডেস্ক
বিভিন্ন কাজের কৃতিত্ব দাবি করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরোনো প্রবণতা আছে। সর্বশেষ, বিভিন্ন সংকট নিরসনের কৃতিত্ব দাবি করে তাঁর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা যেন চাগিয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার তিনি তাঁর শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
সর্বশেষ, স্থানীয় সময় আজ শনিবার ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশ রুয়ান্ডা ও প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মধ্যে হতে যাওয়া শান্তিচুক্তির কৃতিত্ব দাবি করেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মিলে আমি একটি অসাধারণ চুক্তির ব্যবস্থা করেছি, যা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাবে।’
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ ছিল চরম রক্তক্ষয়ী ও প্রাণঘাতী—বেশির ভাগ যুদ্ধের চেয়েও ভয়াবহ—এবং এটি বহু দশক ধরে চলছিল। কঙ্গো ও রুয়ান্ডার প্রতিনিধিরা আগামী সোমবার ওয়াশিংটনে আসছেন এই চুক্তিপত্রে সই করার জন্য। এটা আফ্রিকার জন্য এক মহান দিন—আর খোলাখুলি বললে, সারা বিশ্বের জন্য এক অসাধারণ দিন!’
এ সময় তিনি তাঁর নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি এই চুক্তির জন্য শান্তিতে নোবেল পুরস্কার পাব না, আমি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামানোর জন্যও নোবেল পাব না, সার্বিয়া ও কসোভোর যুদ্ধ থামানোর জন্যও না, এমনকি মিসর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখার জন্যও না। যেখানে (নীল নদের ওপর) ইথিওপিয়া একটি বিশাল বাঁধ নির্মাণ করেছে, যা যুক্তরাষ্ট্রের অর্থায়নে হয়েছে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং যা নীল নদে প্রবাহিত পানির পরিমাণ অনেক কমিয়ে দিচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে করা আব্রাহাম চুক্তির (আব্রাহাম অ্যাকর্ড) জন্যও শান্তিতে নোবেল পুরস্কার পাব না। যদি সব ঠিকঠাক চলে, এটি আরও অনেক দেশকে এতে সম্পৃক্ত করবে এবং মধ্যপ্রাচ্যকে প্রথমবারের মতো একীভূত করবে হাজার বছর পর।’
তিনি বলেন, ‘না, আমি শান্তিতে নোবেল পুরস্কার কিছুতেই পাব না, এমনকি রাশিয়া-ইউক্রেন কিংবা ইসরায়েল-ইরানের মতো সংকটগুলোর সমাধান হলেও না। কিন্তু জনগণ জানে, আর সেটাই আমার কাছে আসল ব্যাপার!’
আরও খবর পড়ুন:
বিভিন্ন কাজের কৃতিত্ব দাবি করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরোনো প্রবণতা আছে। সর্বশেষ, বিভিন্ন সংকট নিরসনের কৃতিত্ব দাবি করে তাঁর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা যেন চাগিয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার তিনি তাঁর শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
সর্বশেষ, স্থানীয় সময় আজ শনিবার ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশ রুয়ান্ডা ও প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মধ্যে হতে যাওয়া শান্তিচুক্তির কৃতিত্ব দাবি করেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মিলে আমি একটি অসাধারণ চুক্তির ব্যবস্থা করেছি, যা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাবে।’
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ ছিল চরম রক্তক্ষয়ী ও প্রাণঘাতী—বেশির ভাগ যুদ্ধের চেয়েও ভয়াবহ—এবং এটি বহু দশক ধরে চলছিল। কঙ্গো ও রুয়ান্ডার প্রতিনিধিরা আগামী সোমবার ওয়াশিংটনে আসছেন এই চুক্তিপত্রে সই করার জন্য। এটা আফ্রিকার জন্য এক মহান দিন—আর খোলাখুলি বললে, সারা বিশ্বের জন্য এক অসাধারণ দিন!’
এ সময় তিনি তাঁর নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি এই চুক্তির জন্য শান্তিতে নোবেল পুরস্কার পাব না, আমি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামানোর জন্যও নোবেল পাব না, সার্বিয়া ও কসোভোর যুদ্ধ থামানোর জন্যও না, এমনকি মিসর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখার জন্যও না। যেখানে (নীল নদের ওপর) ইথিওপিয়া একটি বিশাল বাঁধ নির্মাণ করেছে, যা যুক্তরাষ্ট্রের অর্থায়নে হয়েছে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং যা নীল নদে প্রবাহিত পানির পরিমাণ অনেক কমিয়ে দিচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে করা আব্রাহাম চুক্তির (আব্রাহাম অ্যাকর্ড) জন্যও শান্তিতে নোবেল পুরস্কার পাব না। যদি সব ঠিকঠাক চলে, এটি আরও অনেক দেশকে এতে সম্পৃক্ত করবে এবং মধ্যপ্রাচ্যকে প্রথমবারের মতো একীভূত করবে হাজার বছর পর।’
তিনি বলেন, ‘না, আমি শান্তিতে নোবেল পুরস্কার কিছুতেই পাব না, এমনকি রাশিয়া-ইউক্রেন কিংবা ইসরায়েল-ইরানের মতো সংকটগুলোর সমাধান হলেও না। কিন্তু জনগণ জানে, আর সেটাই আমার কাছে আসল ব্যাপার!’
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে