ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় পরমাণু স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। গতকাল সোমবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এ তথ্য জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান গ্রোসিকে জিজ্ঞেস করা হয়, প্রতিশোধ হিসেবে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার আশঙ্কা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না।
তিনি বলেন, ‘এই আশঙ্কা নিয়ে আমরা সব সময় উদ্বিগ্ন। ইরান আমাদের পরিদর্শকদের সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে গত রোববার সমস্ত পারমাণবিক স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে। সব স্থাপনাই আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করেছি।’
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গতকাল সোমবার এই স্থাপনাগুলো আবারও খুলে দেওয়ার কথা। তবে আজ মঙ্গলবার পর্যন্ত পরিদর্শকেরা ফিরবেন না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে, ততক্ষণ পরিদর্শকদের ফিরে আসতে দেব না।’ এ সময় ‘চরম সংযম’-এর আহ্বান জানান তিনি।
গত শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দামেস্কে ইরানের কনস্যুলার ভবনে ইসরায়েলের বিমান হামলায় সাত রেভল্যুশনারি গার্ডের নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে এ হামলা করেছে দেশটি।
তবে ইরানের হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ইরানি বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল ও তার মিত্র দেশেরা। কিন্তু ইসরায়েলের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কা সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছে।
এর আগেও ওই অঞ্চলে পরমাণু স্থাপনায় অভিযান চালিয়েছে ইসরায়েল। ১৯৮১ সালে ওয়াশিংটনের বিরোধিতা করা সত্ত্বেও সাদ্দাম হোসেনের ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল। ২০১৮ সালে দেশটি ১১ বছর আগে সিরিয়ার একটি পরমাণু চুল্লিতে টপ সিক্রেট বিমান হামলা চালানোর কথা স্বীকার করে।
এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ২০১০ সালে ইরানের দুজন পরমাণু পদার্থবিদকে হত্যা এবং এর আগের বছর আরেকজনকে অপহরণ করার অভিযোগ করে তেহরান। ২০১০ সালে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্টাক্সনেট ভাইরাস ব্যবহার করে একটি অত্যাধুনিক সাইবার আক্রমণের জন্য দায়ী করে। এ হামলায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত ইরানি সেন্ট্রিফিউজগুলোতে ধারাবাহিক বিপর্যয়ের সৃষ্টি হয়।
ইসরায়েলের অভিযোগ, ইরান পরমাণু বোমা তৈরি করতে চায়। যদিও তেহরান এ দাবি অস্বীকার করে আসছে।
ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় পরমাণু স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। গতকাল সোমবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এ তথ্য জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান গ্রোসিকে জিজ্ঞেস করা হয়, প্রতিশোধ হিসেবে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার আশঙ্কা নিয়ে তিনি উদ্বিগ্ন কি না।
তিনি বলেন, ‘এই আশঙ্কা নিয়ে আমরা সব সময় উদ্বিগ্ন। ইরান আমাদের পরিদর্শকদের সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে গত রোববার সমস্ত পারমাণবিক স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে। সব স্থাপনাই আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করেছি।’
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, গতকাল সোমবার এই স্থাপনাগুলো আবারও খুলে দেওয়ার কথা। তবে আজ মঙ্গলবার পর্যন্ত পরিদর্শকেরা ফিরবেন না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে, ততক্ষণ পরিদর্শকদের ফিরে আসতে দেব না।’ এ সময় ‘চরম সংযম’-এর আহ্বান জানান তিনি।
গত শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দামেস্কে ইরানের কনস্যুলার ভবনে ইসরায়েলের বিমান হামলায় সাত রেভল্যুশনারি গার্ডের নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে এ হামলা করেছে দেশটি।
তবে ইরানের হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ইরানি বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল ও তার মিত্র দেশেরা। কিন্তু ইসরায়েলের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কা সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছে।
এর আগেও ওই অঞ্চলে পরমাণু স্থাপনায় অভিযান চালিয়েছে ইসরায়েল। ১৯৮১ সালে ওয়াশিংটনের বিরোধিতা করা সত্ত্বেও সাদ্দাম হোসেনের ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল। ২০১৮ সালে দেশটি ১১ বছর আগে সিরিয়ার একটি পরমাণু চুল্লিতে টপ সিক্রেট বিমান হামলা চালানোর কথা স্বীকার করে।
এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ২০১০ সালে ইরানের দুজন পরমাণু পদার্থবিদকে হত্যা এবং এর আগের বছর আরেকজনকে অপহরণ করার অভিযোগ করে তেহরান। ২০১০ সালে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্টাক্সনেট ভাইরাস ব্যবহার করে একটি অত্যাধুনিক সাইবার আক্রমণের জন্য দায়ী করে। এ হামলায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত ইরানি সেন্ট্রিফিউজগুলোতে ধারাবাহিক বিপর্যয়ের সৃষ্টি হয়।
ইসরায়েলের অভিযোগ, ইরান পরমাণু বোমা তৈরি করতে চায়। যদিও তেহরান এ দাবি অস্বীকার করে আসছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫