গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরানোর কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। প্রাথমিকভাবে সেখান থেকে অন্তত ১ লাখ ফিলিস্তিনিকে মধ্য গাজায় সরিয়ে নেওয়া হবে। বর্তমানে অঞ্চলটিতে প্রায় ১২ থেকে ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। মূলত, রাফাহে স্থল অভিযান শুরুর পরিকল্পনার অংশ হিসেবে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে অভিযান কবে শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পূর্ব রাফাহ থেকে বেসামরিক লোকদের একটি নতুন সম্প্রসারিত মানবিক সহায়তা অঞ্চলে সরিয়ে নেওয়া শুরু করেছে। এসব অঞ্চল হলো আল-মাওয়াসি, খান ইউনিসের কিছু অংশ ও মধ্য কেন্দ্রীয় গাজা। নতুন মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাদ্য, পানি ও ওষুধসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া গাজা উপত্যকায় আরও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা।
রাফাহবাসীকে সেখান থেকে গাজার মধ্যাঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়ে আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন পোস্টার বিতরণ করেছে। স্থানীয়দের ফোন কল, টেক্সট, গণমাধ্যমে ঘোষণা দেওয়াসহ নানাভাবে রাফাহ থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আজ সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব রাফাহ থেকে প্রায় ১ লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে। আইডিএফের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, আনুমানিক প্রায় ১ লাখ লোককে প্রাথমিকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘হামাসকে ধ্বংস করার জন্য আমাদের পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হচ্ছে...আমরা গতকাল রাফাহে তাদের উপস্থিতি ও তাদের অপারেশনাল সক্ষমতার একটি হিংসাত্মক নমুনা দেখতে পেয়েছি।’ উল্লেখ্য, রাফাহ থেকে হামাসের হামলায় ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ৩ সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।
গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরানোর কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। প্রাথমিকভাবে সেখান থেকে অন্তত ১ লাখ ফিলিস্তিনিকে মধ্য গাজায় সরিয়ে নেওয়া হবে। বর্তমানে অঞ্চলটিতে প্রায় ১২ থেকে ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। মূলত, রাফাহে স্থল অভিযান শুরুর পরিকল্পনার অংশ হিসেবে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে অভিযান কবে শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পূর্ব রাফাহ থেকে বেসামরিক লোকদের একটি নতুন সম্প্রসারিত মানবিক সহায়তা অঞ্চলে সরিয়ে নেওয়া শুরু করেছে। এসব অঞ্চল হলো আল-মাওয়াসি, খান ইউনিসের কিছু অংশ ও মধ্য কেন্দ্রীয় গাজা। নতুন মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাদ্য, পানি ও ওষুধসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আইডিএফ আরও জানিয়েছে, রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া গাজা উপত্যকায় আরও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা।
রাফাহবাসীকে সেখান থেকে গাজার মধ্যাঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়ে আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন পোস্টার বিতরণ করেছে। স্থানীয়দের ফোন কল, টেক্সট, গণমাধ্যমে ঘোষণা দেওয়াসহ নানাভাবে রাফাহ থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আজ সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব রাফাহ থেকে প্রায় ১ লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে। আইডিএফের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, আনুমানিক প্রায় ১ লাখ লোককে প্রাথমিকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘হামাসকে ধ্বংস করার জন্য আমাদের পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হচ্ছে...আমরা গতকাল রাফাহে তাদের উপস্থিতি ও তাদের অপারেশনাল সক্ষমতার একটি হিংসাত্মক নমুনা দেখতে পেয়েছি।’ উল্লেখ্য, রাফাহ থেকে হামাসের হামলায় ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ৩ সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫