অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কাছ থেকে সরাসরি সহায়তা চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, এই চিঠি পৌঁছে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ সোমবার মস্কো গেছেন এবং ক্রেমলিনে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন।
এই কূটনৈতিক তৎপরতার পেছনে রয়েছে গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং সরকার পরিবর্তনের আভাস দিয়েছেন। এই ঘোষণাকে রাশিয়া খুবই উদ্বেগের চোখে দেখছে। কারণ, এটি শুধু ইরান নয়, সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্ন করতে পারে।
রয়টার্সের সঙ্গে কথা বলা এক শীর্ষ সূত্র জানায়, খামেনির পাঠানো চিঠিতে রাশিয়ার কাছ থেকে আরও জোরালো সমর্থন চাওয়া হয়েছে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো যথেষ্ট নয়।
যদিও মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটোর সঙ্গে ক্রমেই বেড়ে চলা উত্তেজনার মধ্যে রাশিয়া এখন নতুন করে মধ্যপ্রাচ্যেও প্রভাব বিস্তার করতে চাইছে। এই প্রেক্ষাপটে ইরানকে নিয়ে রাশিয়ার কৌশলগত হিসাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ইরান সরাসরি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, সামরিক ও কূটনৈতিক সহায়তা—উভয়ই রাশিয়ার কাছ থেকে প্রত্যাশা করছে তেহরান। এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই বিরূপ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কাছ থেকে সরাসরি সহায়তা চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, এই চিঠি পৌঁছে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ সোমবার মস্কো গেছেন এবং ক্রেমলিনে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন।
এই কূটনৈতিক তৎপরতার পেছনে রয়েছে গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং সরকার পরিবর্তনের আভাস দিয়েছেন। এই ঘোষণাকে রাশিয়া খুবই উদ্বেগের চোখে দেখছে। কারণ, এটি শুধু ইরান নয়, সার্বিকভাবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্ন করতে পারে।
রয়টার্সের সঙ্গে কথা বলা এক শীর্ষ সূত্র জানায়, খামেনির পাঠানো চিঠিতে রাশিয়ার কাছ থেকে আরও জোরালো সমর্থন চাওয়া হয়েছে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো যথেষ্ট নয়।
যদিও মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটোর সঙ্গে ক্রমেই বেড়ে চলা উত্তেজনার মধ্যে রাশিয়া এখন নতুন করে মধ্যপ্রাচ্যেও প্রভাব বিস্তার করতে চাইছে। এই প্রেক্ষাপটে ইরানকে নিয়ে রাশিয়ার কৌশলগত হিসাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ইরান সরাসরি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, সামরিক ও কূটনৈতিক সহায়তা—উভয়ই রাশিয়ার কাছ থেকে প্রত্যাশা করছে তেহরান। এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই বিরূপ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে