ইউক্রেনের খেরসন থেকে সরে গেছে রুশ সেনারা। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরপরই খেরসন দখলে নেয় রাশিয়া। দীর্ঘদিন পর নিজ শহরে মুক্ত বাতাসে ঘুরতে পেরে আনন্দের যেন সীমা নেই খেরসনের বাসিন্দাদের। তবে শহরটি দীর্ঘদিন রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে। এখানকার বাসিন্দারা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন।
আজ রোববার আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের এক কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। সেখানে পানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় রুটির মতো খাবারেরও সংকট তৈরি হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ সেখানে রেখে যাওয়া রুশ সৈন্যদের বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করছে। তারা মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী পালিয়ে যাওয়ার সময় খেরসনের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। পানি, বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা—সব ঝাঁঝরা করে দিয়ে গেছে তারা। তাদের লক্ষ্য একটাই—মানুষকে যতটা সম্ভব বিপর্যস্ত করা। তবে আমরা সবকিছু পুনরুদ্ধার করব, আপনারা বিশ্বাস করুন।’
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে রুশ সেনাদের খেরসন থেকে সরানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা খেরসন থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
ইউক্রেনের খেরসন থেকে সরে গেছে রুশ সেনারা। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরপরই খেরসন দখলে নেয় রাশিয়া। দীর্ঘদিন পর নিজ শহরে মুক্ত বাতাসে ঘুরতে পেরে আনন্দের যেন সীমা নেই খেরসনের বাসিন্দাদের। তবে শহরটি দীর্ঘদিন রাশিয়ার নিয়ন্ত্রণে থাকায় রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে। এখানকার বাসিন্দারা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন।
আজ রোববার আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের এক কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। সেখানে পানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় রুটির মতো খাবারেরও সংকট তৈরি হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ সেখানে রেখে যাওয়া রুশ সৈন্যদের বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করছে। তারা মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী পালিয়ে যাওয়ার সময় খেরসনের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। পানি, বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা—সব ঝাঁঝরা করে দিয়ে গেছে তারা। তাদের লক্ষ্য একটাই—মানুষকে যতটা সম্ভব বিপর্যস্ত করা। তবে আমরা সবকিছু পুনরুদ্ধার করব, আপনারা বিশ্বাস করুন।’
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে রুশ সেনাদের খেরসন থেকে সরানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা খেরসন থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫