Ajker Patrika

ইউক্রেন যুদ্ধে ৮০ হাজার রুশ সেনা হতাহত: পেন্টাগন

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৩: ২৯
ইউক্রেন যুদ্ধে ৮০ হাজার রুশ সেনা হতাহত: পেন্টাগন

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি কলিন কাহলের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। 

এর আগেও পেন্টাগন ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় চলমান যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতির বিভিন্ন তথ্য তুলে ধরেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। 

কলিন কাহল আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর রাশিয়া তিন-চার হাজার সাঁজোয়া যানও খুইয়েছে। একই সঙ্গে কাহল স্বীকার করেছেন যে, ইউক্রেনেরও যুদ্ধক্ষেত্রে লোকবলের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে। তবে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেননি তিনি। 

গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর ‘তিন বা চার হাজার’ সাঁজোয়া যানও খুইয়েছে রাশিয়ার বাহিনীএর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। এ ছাড়া যুদ্ধে হাজার হাজার রুশ সেনা আহত এবং পঙ্গু হয়েছে বলেও জানান তিনি। 

এদিকে লন্ডনভিত্তিক প্রতিরক্ষাবিষয়ক থিংকট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই) জানিয়েছে, আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধে ব্যবহার হওয়া অনেক রুশ অস্ত্র অক্ষত কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় জব্দ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। পরীক্ষা করে দেখা গেছে, এসব অস্ত্র তৈরিতে ব্যবহার হওয়া ৪৫০টির বেশি উপকরণ বা যন্ত্রাংশ বিদেশের, বিশেষ করে পশ্চিমা দেশগুলো থেকে এনেছে মস্কো। এমনকি রুশ অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশগুলোর দুই–তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলোর। এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসের কোম্পানির তৈরি যন্ত্রাংশও যুদ্ধক্ষেত্রে ফেলে যাওয়া রুশ অস্ত্রে পাওয়া গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত