ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান যুদ্ধ অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন। গতকাল সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি ভিডিও বক্তৃতায় বলেন, ‘যুদ্ধের অবসান ঘটাতে আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কারণ পুতিনই একমাত্র রুশ শীর্ষ কর্মকর্তা। যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আমি তাঁর সঙ্গেই আলোচনা করতে চাই।’
একজন দোভাষীর সাহায্য নিয়ে জেলেনস্কি আরও বলেন, ‘রুশ ফেডারেশনের প্রেসিডেন্টই সব সিদ্ধান্ত নেন। সুতরাং আমরা যদি তাঁকে ছাড়াই এ যুদ্ধ সমাপ্তির কথা বলি, তবে তা ফলপ্রসূ হবে না।’
রুশ সেনাদের দখলে থাকা এলাকায় গণহত্যার আবিষ্কার, বিশেষ করে কিয়েভের বাইরে যে গণহত্যার নিদর্শন আবিষ্কৃত হয়েছে, তা আলোচনাকে আরও কঠিন করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (পুতিন) ছাড়া রুশ ফেডারেশনের আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠক আমি মেনে নিতে পারি না। বৈঠকের একটিই বিষয়, সেটি হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই মুহূর্তে অন্য কোনো ধরনের বৈঠকের কোনো ভিত্তি নেই।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে দুই দেশ বিক্ষিপ্তভাবে বেশ কয়েকবার আলোচনা করেছে। কিন্তু যুদ্ধ বন্ধে কেউই সম্মত হতে পারেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। গত সপ্তাহে জেলেনস্কি ইউক্রেনের একটি টেলিভিশনকে বলেন, ‘কূটনৈতিক আলোচনা ছাড়া এই যুদ্ধ থামানো অসম্ভব।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান যুদ্ধ অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন। গতকাল সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি ভিডিও বক্তৃতায় বলেন, ‘যুদ্ধের অবসান ঘটাতে আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কারণ পুতিনই একমাত্র রুশ শীর্ষ কর্মকর্তা। যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আমি তাঁর সঙ্গেই আলোচনা করতে চাই।’
একজন দোভাষীর সাহায্য নিয়ে জেলেনস্কি আরও বলেন, ‘রুশ ফেডারেশনের প্রেসিডেন্টই সব সিদ্ধান্ত নেন। সুতরাং আমরা যদি তাঁকে ছাড়াই এ যুদ্ধ সমাপ্তির কথা বলি, তবে তা ফলপ্রসূ হবে না।’
রুশ সেনাদের দখলে থাকা এলাকায় গণহত্যার আবিষ্কার, বিশেষ করে কিয়েভের বাইরে যে গণহত্যার নিদর্শন আবিষ্কৃত হয়েছে, তা আলোচনাকে আরও কঠিন করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (পুতিন) ছাড়া রুশ ফেডারেশনের আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠক আমি মেনে নিতে পারি না। বৈঠকের একটিই বিষয়, সেটি হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই মুহূর্তে অন্য কোনো ধরনের বৈঠকের কোনো ভিত্তি নেই।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে দুই দেশ বিক্ষিপ্তভাবে বেশ কয়েকবার আলোচনা করেছে। কিন্তু যুদ্ধ বন্ধে কেউই সম্মত হতে পারেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। গত সপ্তাহে জেলেনস্কি ইউক্রেনের একটি টেলিভিশনকে বলেন, ‘কূটনৈতিক আলোচনা ছাড়া এই যুদ্ধ থামানো অসম্ভব।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫