গত কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরকে কেন্দ্র করে তুমুল লড়াই চলছিল রুশ বাহিনীর সঙ্গে। তবে বর্তমান পরিস্থিতি রাশিয়ার অনুকূলে। মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক সতর্ক বার্তায় দাবি করেছেন, যে কোনো মুহূর্তে আভদিভকা শহরটি রুশ নিয়ন্ত্রণে চলে যেতে পারে।
এ বিষয়ে আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আভদিভকা শহর রক্ষায় নিয়োজিত ইউক্রেনের সেনারা গোলাবারুদের সংকটে পড়েছে। এই শহরটিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজধানী দোনেস্কে প্রবেশের প্রধান গেইট হিসেবে আখ্যায়িত করা হয়। ২০১৪ সালে রুশপন্থী বিদ্রোহীরা দোনেস্ক দখল করে নিয়েছিল। পরে এই অঞ্চলটিকে আইনিভাবে রাশিয়া তার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করে আসছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি আভদিভকা শহর রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করার ঘোষণা দিয়েছেন। যদিও সাম্প্রতিক দিনগুলোতে রুশ বাহিনী এখানে বেশ কিছু সফলতা পেয়েছে এবং শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলার হুমকি দিচ্ছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেওয়া নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কিরবি জানান, আভদিভকা শহরের বাজেভাবে পতন হতে পারে। কারণ এই শহর রক্ষায় মোতায়েন রাখা ইউক্রেনের স্থল সেনারা অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছে।
কিরবি বলেন, ‘শহরটিতে ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে রুশ বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।’
আভদিভকা শহরের এমন পরিস্থিতির জন্য মার্কিন কংগ্রেসে আটকে থাকা ইউক্রেনের জন্য অতিরিক্ত সহযোগিতা বিলের প্রসঙ্গও টানেন কিরবি। এই বিল পাশ হয়ে গেলে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ দ্রুত সরবরাহ করা সম্ভব হতো। তবে স্থবির এই অবস্থাটির মধ্যেই রুশ বাহিনী শহরটি দখল করে নিতে চাইছে।
জানা গেছে, গত সপ্তাহেই মার্কিন সিনেটে ৯৫ বিলিয়ন ডলারের একটি বিদেশি সহযোগিতা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে শুধুমাত্র ইউক্রেনের জন্যই বরাদ্দ রয়েছে ৬০ বিলিয়ন ডলার। তবে মার্কিন কংগ্রেসে এখনো এই বিল পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে চালিয়ে যেতে প্রয়োজনীয় রসদের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ এক সতর্ক বার্তায় বলেছেন—যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনের জন্য সহযোগিতা বিল পাশ করাতে না পারায় যুদ্ধের ময়দানে বিষয়টির প্রভাব পড়ছে।
তবে গতকালই দিনের শেষ ভাগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তার সরকার ইউক্রেনের মানুষের জীবন রক্ষায় সেনাদের সব সহযোগিতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সবকিছুই করছে।
আজ শুক্রবার জেলেনস্কি জার্মানি ও ফ্রান্স সফর করছেন। ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে এই দুই দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
গত কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরকে কেন্দ্র করে তুমুল লড়াই চলছিল রুশ বাহিনীর সঙ্গে। তবে বর্তমান পরিস্থিতি রাশিয়ার অনুকূলে। মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক সতর্ক বার্তায় দাবি করেছেন, যে কোনো মুহূর্তে আভদিভকা শহরটি রুশ নিয়ন্ত্রণে চলে যেতে পারে।
এ বিষয়ে আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আভদিভকা শহর রক্ষায় নিয়োজিত ইউক্রেনের সেনারা গোলাবারুদের সংকটে পড়েছে। এই শহরটিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজধানী দোনেস্কে প্রবেশের প্রধান গেইট হিসেবে আখ্যায়িত করা হয়। ২০১৪ সালে রুশপন্থী বিদ্রোহীরা দোনেস্ক দখল করে নিয়েছিল। পরে এই অঞ্চলটিকে আইনিভাবে রাশিয়া তার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করে আসছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি আভদিভকা শহর রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করার ঘোষণা দিয়েছেন। যদিও সাম্প্রতিক দিনগুলোতে রুশ বাহিনী এখানে বেশ কিছু সফলতা পেয়েছে এবং শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলার হুমকি দিচ্ছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেওয়া নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কিরবি জানান, আভদিভকা শহরের বাজেভাবে পতন হতে পারে। কারণ এই শহর রক্ষায় মোতায়েন রাখা ইউক্রেনের স্থল সেনারা অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছে।
কিরবি বলেন, ‘শহরটিতে ইউক্রেনের সেনাদের অবস্থান লক্ষ্য করে রুশ বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।’
আভদিভকা শহরের এমন পরিস্থিতির জন্য মার্কিন কংগ্রেসে আটকে থাকা ইউক্রেনের জন্য অতিরিক্ত সহযোগিতা বিলের প্রসঙ্গও টানেন কিরবি। এই বিল পাশ হয়ে গেলে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ দ্রুত সরবরাহ করা সম্ভব হতো। তবে স্থবির এই অবস্থাটির মধ্যেই রুশ বাহিনী শহরটি দখল করে নিতে চাইছে।
জানা গেছে, গত সপ্তাহেই মার্কিন সিনেটে ৯৫ বিলিয়ন ডলারের একটি বিদেশি সহযোগিতা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে শুধুমাত্র ইউক্রেনের জন্যই বরাদ্দ রয়েছে ৬০ বিলিয়ন ডলার। তবে মার্কিন কংগ্রেসে এখনো এই বিল পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে চালিয়ে যেতে প্রয়োজনীয় রসদের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ এক সতর্ক বার্তায় বলেছেন—যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনের জন্য সহযোগিতা বিল পাশ করাতে না পারায় যুদ্ধের ময়দানে বিষয়টির প্রভাব পড়ছে।
তবে গতকালই দিনের শেষ ভাগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তার সরকার ইউক্রেনের মানুষের জীবন রক্ষায় সেনাদের সব সহযোগিতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সবকিছুই করছে।
আজ শুক্রবার জেলেনস্কি জার্মানি ও ফ্রান্স সফর করছেন। ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে এই দুই দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে