অনলাইন ডেস্ক
রাশিয়া ১ হাজার ২০০ জন ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত এটি সবচেয়ে বেশিসংখ্যক সৈনিকদের মরদেহ প্রত্যাবর্তনের ঘটনা। স্থানীয় সময় গতকাল এই মরদেহগুলো হস্তান্তর করা হয়। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে ১ হাজার ২০০ জন ইউক্রেনীয় সৈন্যের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তিন বছরের বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম বৃহৎ মরদেহের প্রত্যাবাসন। শুক্রবার এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়। গত মাসে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় একটি চুক্তির পর এই ঘটনা ঘটল।
মস্কো দাবি করেছে, এই সর্বশেষ বিনিময়টি ছিল একতরফা। তাদের অভিযোগ, ইউক্রেন নিহত রুশ সৈন্যদের মরদেহ ফেরত দিতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এক অজ্ঞাত সূত্র জানিয়েছে, ‘রাশিয়া ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১ হাজার ২০০ জন নিহত সৈন্যের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে। আমাদের কাছে একটিও হস্তান্তর করা হয়নি।’
রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকর্তা ভ্লাদিমির মেদিনস্কি দাবি করেছেন, ইউক্রেন ৭ জুন কোনো প্রকাশ্য ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে মরদেহ হস্তান্তর এবং বন্দী বিনিময় স্থগিত করে দেয়।
এদিকে, ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সদর দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা এখন প্রাপ্ত মরদেহগুলো শনাক্ত করার কাজ করবেন। তারা আরও জানিয়েছে, এই মরদেহগুলো ইউক্রেনীয় সামরিক কর্মীদের বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া আরও ১ হাজার ২১৩টি মরদেহ ফেরত দিয়েছে এবং বিনিময়ে তাদের মাত্র ২৭ জন সৈন্যের মরদেহ পেয়েছে।
উত্তেজনা সত্ত্বেও, উভয় পক্ষ নীতিগতভাবে ৬ হাজার নিহত সেনা ও যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। এই বিনিময়ে অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দী, সেই সঙ্গে ২৫ বছরের কম বয়সী বন্দীদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অপরদিকে, শুক্রবারও ফ্রন্টলাইন জুড়ে তীব্র লড়াই অব্যাহত ছিল এবং ইউক্রেন ও রাশিয়া উভয় স্থানেই নতুন হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ২ বছরের এক শিশু নিহত হয়েছে এবং তার দাদিসহ দুজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ২৬০টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। মস্কো আরও জানিয়েছে, গত সপ্তাহে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি নেপচুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ১৮টি জেডিএএম গাইডেড বোমা,৯টি মার্কিন তৈরি হিমার্স রকেট এবং ইউক্রেনের ১ হাজার ৫৮২টি ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়া ১ হাজার ২০০ জন ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত এটি সবচেয়ে বেশিসংখ্যক সৈনিকদের মরদেহ প্রত্যাবর্তনের ঘটনা। স্থানীয় সময় গতকাল এই মরদেহগুলো হস্তান্তর করা হয়। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে ১ হাজার ২০০ জন ইউক্রেনীয় সৈন্যের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তিন বছরের বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম বৃহৎ মরদেহের প্রত্যাবাসন। শুক্রবার এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়। গত মাসে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় একটি চুক্তির পর এই ঘটনা ঘটল।
মস্কো দাবি করেছে, এই সর্বশেষ বিনিময়টি ছিল একতরফা। তাদের অভিযোগ, ইউক্রেন নিহত রুশ সৈন্যদের মরদেহ ফেরত দিতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এক অজ্ঞাত সূত্র জানিয়েছে, ‘রাশিয়া ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ১ হাজার ২০০ জন নিহত সৈন্যের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে। আমাদের কাছে একটিও হস্তান্তর করা হয়নি।’
রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকর্তা ভ্লাদিমির মেদিনস্কি দাবি করেছেন, ইউক্রেন ৭ জুন কোনো প্রকাশ্য ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে মরদেহ হস্তান্তর এবং বন্দী বিনিময় স্থগিত করে দেয়।
এদিকে, ইউক্রেনের যুদ্ধবন্দী বিষয়ক সদর দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা এখন প্রাপ্ত মরদেহগুলো শনাক্ত করার কাজ করবেন। তারা আরও জানিয়েছে, এই মরদেহগুলো ইউক্রেনীয় সামরিক কর্মীদের বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া আরও ১ হাজার ২১৩টি মরদেহ ফেরত দিয়েছে এবং বিনিময়ে তাদের মাত্র ২৭ জন সৈন্যের মরদেহ পেয়েছে।
উত্তেজনা সত্ত্বেও, উভয় পক্ষ নীতিগতভাবে ৬ হাজার নিহত সেনা ও যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। এই বিনিময়ে অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দী, সেই সঙ্গে ২৫ বছরের কম বয়সী বন্দীদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অপরদিকে, শুক্রবারও ফ্রন্টলাইন জুড়ে তীব্র লড়াই অব্যাহত ছিল এবং ইউক্রেন ও রাশিয়া উভয় স্থানেই নতুন হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ২ বছরের এক শিশু নিহত হয়েছে এবং তার দাদিসহ দুজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ২৬০টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। মস্কো আরও জানিয়েছে, গত সপ্তাহে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি নেপচুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ১৮টি জেডিএএম গাইডেড বোমা,৯টি মার্কিন তৈরি হিমার্স রকেট এবং ইউক্রেনের ১ হাজার ৫৮২টি ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে