রুশ অধিকৃত লুহানস্কের ক্রেমলিনপন্থী রাজনীতিবিদ ওলেগ পোপভকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করে ইউক্রেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ডেইলি মেইল জানিয়েছে, লুহানস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন পোপভ। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের এজেন্টরা গত বুধবার এই বিস্ফোরণ ঘটিয়ে পোপভকে হত্যা করেছে। একই দিনে রাশিয়ায় মস্কোর কাছাকাছি একটি এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ইউক্রেনের সাবেক এমপি ইলিয়া কিভা। নিজ দেশে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত কিভা রাশিয়ায় নির্বাসিত ছিলেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ফুটেজে লুহানস্কের সিটি স্টেডিয়ামের কাছে বিস্ফোরণে বিধ্বস্ত পোপভের ব্যক্তিগত গাড়িটি পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কিয়েভ পোস্ট দাবি করেছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থার এজেন্টরা একটি বিশেষ অপারেশন চালিয়ে পোপভকে হত্যা করেছে। দেশটির গোয়েন্দা সংস্থার একটি সূত্র কিয়েভ পোস্টকে জানিয়েছে, ৫১ বছর বয়সী পোপভ তাদের বৈধ লক্ষ্য ছিলেন। কারণ অধিকৃত লুহানস্কের ডেপুটি হওয়ার আগে তিনি অনেক রুশ স্বেচ্ছাসেবক ব্যাটালিয়ন পরিচালনা করেছিলেন এবং সশস্ত্র দল গড়ে ইউক্রেনীয়দের হত্যা করেছিলেন।
গত বুধবার প্রাথমিক অবস্থায় খবর প্রকাশিত হয়েছিল—লুহানস্কে গাড়ি বোমায় মারাত্মক আহত হয়েছেন পোপভ। পরে রাশিয়ার একটি তদন্ত কমিটি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
পরবর্তীতে পোপভের মৃত্যুর বিষয়ে লুহানস্কের স্থানীয় সংসদে বক্তব্য দেন আরেক ডেপুটি ইউরি ইউরোভ। তিনি বলেন, ‘অ্যাভেনগার্ড স্পোর্টস স্টেডিয়ামের কাছে গাড়িতে বিস্ফোরণের ফলে আমাদের সহকর্মী ওলেগ নিকোলায়েভিচ পোপভ মারা গেছেন।’
ইউরোভ জানান, নিহত পোপভকে প্রথমবার হত্যার চেষ্টা করা হয়েছিল ২০২২ সালের ২০ সেপ্টেম্বর। সে সময় পোপভ নিহত হয়েছেন বলে খবরও প্রকাশিত হয়েছিল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই কাজে ফেরেন তিনি এবং দাবি করেন, তাঁর মৃত্যুর খবরটি রাশিয়ার একটি অপারেশনাল গেমের অংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে পুতিনপন্থী একটি সশস্ত্র দলে যোগ দেওয়ার পর তথাকথিত লুহানস্ক পিপলস রিপাবলিকের স্থানীয় রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন পোপভ। পরে লুহানস্ক অঞ্চলটি রাশিয়া দখল করে নিলে তাঁকে ওই অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত কমিটির প্রধান করা হয়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া হামলা চালালে যে কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তি এটিকে সমর্থন করেছিল, তাঁদের মধ্যে পোপভ অন্যতম।
এদিকে গত বুধবার ইউক্রেনের আরেক বিশ্বাসঘাতক ইলিয়া কিভাকে মস্কোর কাছাকাছি ভ্যালিচ কান্ট্রি ক্লাব চত্বরে গুলি করে হত্যা করা হয়। তাঁর মাথায় ও বুকে গুলি করা হয়েছিল। পরে তিনি তুষারের ওপর ঢলে পড়েন। কিছুক্ষণ পর ক্লাবের কর্মীরা কিভার মরদেহটি উদ্ধার করে।
একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ নিরাপত্তা ও হোটেল সুবিধাসহ ওই ক্লাবটিতে বান্ধবীকে নিয়ে অবস্থান করছিলেন কিভা। ধারণা করা হচ্ছে, যিনি কিভাকে গুলি করেছিলেন তিনিও ওই ক্লাবের হোটেল অবস্থান করছিলেন এবং তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থার এজেন্ট।
ক্রেমলিনপন্থী প্রচারক হিসেবে পরিচিত কিভা প্রায় সময়ই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনগুলোর টকশোতে অংশ নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি প্রায় সময়ই কোকেন আসক্ত ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স-এর সদস্য হিসেবে আখ্যায়িত করেন।
নিহত হওয়ার পাঁচ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ পোস্টে কিভা লিখেছিলেন—‘জেলেনস্কি একমাত্র পথ হলো ইংল্যান্ডে পালিয়ে যাওয়া।’
একসময় পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা কিভা ইউক্রেনের পার্লামেন্টে ২০১৭ থেকে ১৯ সাল পর্যন্ত সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৯ সালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়ে ব্যর্থ হয়েছিলেন। পরে তিনি পুতিনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে রাশিয়ায় চলে যান এবং নিজ দেশের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিনি রাশিয়াকেই সমর্থন দিয়ে আসছিলেন।
রুশ অধিকৃত লুহানস্কের ক্রেমলিনপন্থী রাজনীতিবিদ ওলেগ পোপভকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করে ইউক্রেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ডেইলি মেইল জানিয়েছে, লুহানস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন পোপভ। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের এজেন্টরা গত বুধবার এই বিস্ফোরণ ঘটিয়ে পোপভকে হত্যা করেছে। একই দিনে রাশিয়ায় মস্কোর কাছাকাছি একটি এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ইউক্রেনের সাবেক এমপি ইলিয়া কিভা। নিজ দেশে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত কিভা রাশিয়ায় নির্বাসিত ছিলেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ফুটেজে লুহানস্কের সিটি স্টেডিয়ামের কাছে বিস্ফোরণে বিধ্বস্ত পোপভের ব্যক্তিগত গাড়িটি পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কিয়েভ পোস্ট দাবি করেছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থার এজেন্টরা একটি বিশেষ অপারেশন চালিয়ে পোপভকে হত্যা করেছে। দেশটির গোয়েন্দা সংস্থার একটি সূত্র কিয়েভ পোস্টকে জানিয়েছে, ৫১ বছর বয়সী পোপভ তাদের বৈধ লক্ষ্য ছিলেন। কারণ অধিকৃত লুহানস্কের ডেপুটি হওয়ার আগে তিনি অনেক রুশ স্বেচ্ছাসেবক ব্যাটালিয়ন পরিচালনা করেছিলেন এবং সশস্ত্র দল গড়ে ইউক্রেনীয়দের হত্যা করেছিলেন।
গত বুধবার প্রাথমিক অবস্থায় খবর প্রকাশিত হয়েছিল—লুহানস্কে গাড়ি বোমায় মারাত্মক আহত হয়েছেন পোপভ। পরে রাশিয়ার একটি তদন্ত কমিটি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
পরবর্তীতে পোপভের মৃত্যুর বিষয়ে লুহানস্কের স্থানীয় সংসদে বক্তব্য দেন আরেক ডেপুটি ইউরি ইউরোভ। তিনি বলেন, ‘অ্যাভেনগার্ড স্পোর্টস স্টেডিয়ামের কাছে গাড়িতে বিস্ফোরণের ফলে আমাদের সহকর্মী ওলেগ নিকোলায়েভিচ পোপভ মারা গেছেন।’
ইউরোভ জানান, নিহত পোপভকে প্রথমবার হত্যার চেষ্টা করা হয়েছিল ২০২২ সালের ২০ সেপ্টেম্বর। সে সময় পোপভ নিহত হয়েছেন বলে খবরও প্রকাশিত হয়েছিল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই কাজে ফেরেন তিনি এবং দাবি করেন, তাঁর মৃত্যুর খবরটি রাশিয়ার একটি অপারেশনাল গেমের অংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে পুতিনপন্থী একটি সশস্ত্র দলে যোগ দেওয়ার পর তথাকথিত লুহানস্ক পিপলস রিপাবলিকের স্থানীয় রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন পোপভ। পরে লুহানস্ক অঞ্চলটি রাশিয়া দখল করে নিলে তাঁকে ওই অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত কমিটির প্রধান করা হয়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া হামলা চালালে যে কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তি এটিকে সমর্থন করেছিল, তাঁদের মধ্যে পোপভ অন্যতম।
এদিকে গত বুধবার ইউক্রেনের আরেক বিশ্বাসঘাতক ইলিয়া কিভাকে মস্কোর কাছাকাছি ভ্যালিচ কান্ট্রি ক্লাব চত্বরে গুলি করে হত্যা করা হয়। তাঁর মাথায় ও বুকে গুলি করা হয়েছিল। পরে তিনি তুষারের ওপর ঢলে পড়েন। কিছুক্ষণ পর ক্লাবের কর্মীরা কিভার মরদেহটি উদ্ধার করে।
একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ নিরাপত্তা ও হোটেল সুবিধাসহ ওই ক্লাবটিতে বান্ধবীকে নিয়ে অবস্থান করছিলেন কিভা। ধারণা করা হচ্ছে, যিনি কিভাকে গুলি করেছিলেন তিনিও ওই ক্লাবের হোটেল অবস্থান করছিলেন এবং তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থার এজেন্ট।
ক্রেমলিনপন্থী প্রচারক হিসেবে পরিচিত কিভা প্রায় সময়ই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনগুলোর টকশোতে অংশ নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি প্রায় সময়ই কোকেন আসক্ত ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স-এর সদস্য হিসেবে আখ্যায়িত করেন।
নিহত হওয়ার পাঁচ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ পোস্টে কিভা লিখেছিলেন—‘জেলেনস্কি একমাত্র পথ হলো ইংল্যান্ডে পালিয়ে যাওয়া।’
একসময় পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা কিভা ইউক্রেনের পার্লামেন্টে ২০১৭ থেকে ১৯ সাল পর্যন্ত সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৯ সালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়ে ব্যর্থ হয়েছিলেন। পরে তিনি পুতিনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে রাশিয়ায় চলে যান এবং নিজ দেশের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিনি রাশিয়াকেই সমর্থন দিয়ে আসছিলেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৩ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৩ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৩ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৩ দিন আগে