ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে দ্বিতীয় ধাপে ৩৪৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে। গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া তাঁর নিয়মিত বক্তৃতায় তিনি এ তথ্য জানান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে থাকাদের উদ্ধার করতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রয়োজন বলে অভিমত দিয়েছেন প্রসিডেন্ট জলেনস্কি। গতকাল রাতের বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। আশা করছি আজভস্তাল ও মারিউপোল থেকে অবরুদ্ধদের উদ্ধারকাজ অব্যাহত রাখতে পারব। সেখানে এখনো অনেক নারী, শিশুসহ বেসামরিক মানুষ আটকা পড়ে আছে। তাদের উদ্ধার করতে হলে আমাদের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রয়োজন।’
ইউক্রেন যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে যেতে আমরা প্রস্তুত আছি। কারণ আজভস্তালের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র থেকে মানুষদের সরিয়ে নিতে সময় লাগবে। এখন যে পরিস্থিতি, তাতে আমরা আজভস্তালের ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারছি না। সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে বলে অনেক সময় লাগছে।’
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনো প্রায় ২০০ বেসামরিক নাগরিক ও ইউক্রেনীয় যোদ্ধা আজভস্তাল ইস্পাত কারখানার ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আটকে আছে।
এর আগে গত রোববার জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) মধ্যস্থতায় মারিউপোল থেকে অবরুদ্ধ নাগরিকদের অপসারণের কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছিল।
তখন প্রেসিডেন্ট জেলেনস্কি টুইটার পোস্টে বলেছিলেন, ‘১০০ জনের প্রথম দলটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃতদের ইউক্রেন নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরে পৌঁছে দেওয়া হয়েছে।’
ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে দ্বিতীয় ধাপে ৩৪৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে। গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া তাঁর নিয়মিত বক্তৃতায় তিনি এ তথ্য জানান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে থাকাদের উদ্ধার করতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রয়োজন বলে অভিমত দিয়েছেন প্রসিডেন্ট জলেনস্কি। গতকাল রাতের বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। আশা করছি আজভস্তাল ও মারিউপোল থেকে অবরুদ্ধদের উদ্ধারকাজ অব্যাহত রাখতে পারব। সেখানে এখনো অনেক নারী, শিশুসহ বেসামরিক মানুষ আটকা পড়ে আছে। তাদের উদ্ধার করতে হলে আমাদের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রয়োজন।’
ইউক্রেন যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে যেতে আমরা প্রস্তুত আছি। কারণ আজভস্তালের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র থেকে মানুষদের সরিয়ে নিতে সময় লাগবে। এখন যে পরিস্থিতি, তাতে আমরা আজভস্তালের ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারছি না। সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে বলে অনেক সময় লাগছে।’
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনো প্রায় ২০০ বেসামরিক নাগরিক ও ইউক্রেনীয় যোদ্ধা আজভস্তাল ইস্পাত কারখানার ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আটকে আছে।
এর আগে গত রোববার জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) মধ্যস্থতায় মারিউপোল থেকে অবরুদ্ধ নাগরিকদের অপসারণের কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছিল।
তখন প্রেসিডেন্ট জেলেনস্কি টুইটার পোস্টে বলেছিলেন, ‘১০০ জনের প্রথম দলটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃতদের ইউক্রেন নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরে পৌঁছে দেওয়া হয়েছে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫