অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে দেড় শতাধিক চীনা যোদ্ধা। দুই চীনা যোদ্ধাকে বন্দী করারও দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার কাছে বন্দী ইউক্রেনীয় সেনাদের বিনিময়ে এই দুই চীনা সেনাকে মুক্তি দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ৩ বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এবারই প্রথম চীনা সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করল কিয়েভ।
ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বন্দীদের একজন চীনের এক দালালকে ৩ হাজার ৪৮০ ডলার দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কারণ, তিনি রাশিয়ার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘১৫৫ জন চীনা সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে বলে নিশ্চিত তথ্য আছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে। এই ১৫৫ জনের নাম এবং পাসপোর্ট তথ্য আছে আমাদের কাছে। তবে, এই সংখ্যা যে আরও বেশি সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমরা। বিষয়টি খুবই গুরুতর।’
এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা নাগরিকেরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই তথ্য একেবারেই ভিত্তিহীন। চীন সরকার কোনো ধরনের সশস্ত্র যুদ্ধে জড়ানোর ব্যাপারে নাগরিকদের সব সময়ই নিরুৎসাহিত করে।’ পাশাপাশি এ বিষয়ে কিয়েভের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
চীনের দাবি, কিয়েভ-মস্কো সংঘাতে বেইজিংয়ের অবস্থান ‘নিরপেক্ষ’। যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কারও পক্ষ নিয়ে যুদ্ধে সেনা পাঠায় না চীন—এমন দাবিও করছে তারা। তবে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিকভাবে স্পষ্টতই রাশিয়ার পক্ষে অবস্থান চীনের। ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকেরা যুদ্ধ করছে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
এর আগে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য সেনা পাঠানোর অভিযোগ তোলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়াই করছে দেড় শতাধিক চীনা যোদ্ধা। দুই চীনা যোদ্ধাকে বন্দী করারও দাবি করছে ইউক্রেন কর্তৃপক্ষ। গতকাল বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার কাছে বন্দী ইউক্রেনীয় সেনাদের বিনিময়ে এই দুই চীনা সেনাকে মুক্তি দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ৩ বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এবারই প্রথম চীনা সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করল কিয়েভ।
ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বন্দীদের একজন চীনের এক দালালকে ৩ হাজার ৪৮০ ডলার দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কারণ, তিনি রাশিয়ার নাগরিকত্ব পেতে চেয়েছিলেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘১৫৫ জন চীনা সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে বলে নিশ্চিত তথ্য আছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে। এই ১৫৫ জনের নাম এবং পাসপোর্ট তথ্য আছে আমাদের কাছে। তবে, এই সংখ্যা যে আরও বেশি সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত আমরা। বিষয়টি খুবই গুরুতর।’
এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা নাগরিকেরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই তথ্য একেবারেই ভিত্তিহীন। চীন সরকার কোনো ধরনের সশস্ত্র যুদ্ধে জড়ানোর ব্যাপারে নাগরিকদের সব সময়ই নিরুৎসাহিত করে।’ পাশাপাশি এ বিষয়ে কিয়েভের সঙ্গে আলোচনা করে তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
চীনের দাবি, কিয়েভ-মস্কো সংঘাতে বেইজিংয়ের অবস্থান ‘নিরপেক্ষ’। যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কারও পক্ষ নিয়ে যুদ্ধে সেনা পাঠায় না চীন—এমন দাবিও করছে তারা। তবে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিকভাবে স্পষ্টতই রাশিয়ার পক্ষে অবস্থান চীনের। ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিকেরা যুদ্ধ করছে কি না তা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
এর আগে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য সেনা পাঠানোর অভিযোগ তোলে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫