Ajker Patrika

ইউক্রেনে বিদ্যুৎ ও পনির তীব্র সংকট, এক বোতল পানির জন্য দীর্ঘ লাইন

ইউক্রেনে বিদ্যুৎ ও পনির তীব্র সংকট, এক বোতল পানির জন্য দীর্ঘ লাইন

ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল সোমবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রুশ হামলায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে পড়েছে ইউক্রেনের মানুষ। 

আজ মঙ্গলবার বিবিসির এক ভিডিওতে দেখা যায়, এক বোতল পানির জন্য কিয়েভের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বাড়িতে পানির সরবরাহ না থাকায় পানির পাম্পগুলোতে এসে তারা ভিড় করছেন। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, কিয়েভের ৪০ শতাংশ মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে এবং ২ লাখ ৭০ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। 

ইউক্রেন বলছে, সোমবারের হামলায় ১৩ জন আহত হয়েছেন। রাশিয়া বলছে, ইউক্রেনের সামরিক বাহিনী ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। 

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রাশিয়ার নিক্ষেপ করা ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৫টি গুলি করে প্রতিহত করা হয়েছে। 

ক্রিমিয়ার কৃষ্ণ সাগরে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করার দুদিন পর ইউক্রেনজুড়ে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল রাশিয়া। এর আগে কৃষ্ণ সাগরে ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি প্রত্যাহার করে নেয় দেশটি। 

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত স্থানীয় টেলিভিশনকে বলেছেন, রাশিয়া এই হামলা চালানোর জন্য তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ার্কমাক বলেছেন, পরাজিত রুশ বাহিনী শান্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। 

উল্লেখ্য, গত শনিবার একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে মস্কো তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ইউক্রেনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত