ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং মনে করে, ইউক্রেনের সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়।
গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে এর জবাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। হামলার পর থেকে কয়েক দিন এই হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংকটের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতার মধ্যে নিহিত।
উত্তর কোরিয়ার বিবৃতিতে গবেষণা সংস্থা নর্থ সোসাইটি ফর ইন্টারন্যাশনাল পলিটিকস স্টাডির বিশ্লেষক রি জি সংয়ের একটি বক্তব্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, রাশিয়ার বৈধ দাবিকে উপেক্ষা করে সামরিক আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার কথা উল্লেখ করে রি আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তি ও স্থিতিশীলতার নামে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। কিন্তু একটি দেশ যখন তাদের নিরাপত্তা নিশ্চিত করার আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করে, তখন যুক্তরাষ্ট্র এর নিন্দা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাজত্ব করার দিন আর নেই।
উত্তর কোরিয়ার এওয়া নারী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পার্ক ওয়ান-গন বলেন, শেষ কথা হলো, সব মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে হচ্ছে। কারণ আপনার ক্ষমতা না থাকলে আপনি কষ্ট পাবেন।
রাশিয়ার কয়েকটি আন্তর্জাতিক বন্ধুর মধ্যে একটি উত্তর কোরিয়া।
আরও পড়ুন:
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং মনে করে, ইউক্রেনের সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়।
গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে এর জবাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। হামলার পর থেকে কয়েক দিন এই হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংকটের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতার মধ্যে নিহিত।
উত্তর কোরিয়ার বিবৃতিতে গবেষণা সংস্থা নর্থ সোসাইটি ফর ইন্টারন্যাশনাল পলিটিকস স্টাডির বিশ্লেষক রি জি সংয়ের একটি বক্তব্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, রাশিয়ার বৈধ দাবিকে উপেক্ষা করে সামরিক আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার কথা উল্লেখ করে রি আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তি ও স্থিতিশীলতার নামে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। কিন্তু একটি দেশ যখন তাদের নিরাপত্তা নিশ্চিত করার আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করে, তখন যুক্তরাষ্ট্র এর নিন্দা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাজত্ব করার দিন আর নেই।
উত্তর কোরিয়ার এওয়া নারী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পার্ক ওয়ান-গন বলেন, শেষ কথা হলো, সব মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে হচ্ছে। কারণ আপনার ক্ষমতা না থাকলে আপনি কষ্ট পাবেন।
রাশিয়ার কয়েকটি আন্তর্জাতিক বন্ধুর মধ্যে একটি উত্তর কোরিয়া।
আরও পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫