অনলাইন ডেস্ক
যুদ্ধবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে আজ সোমবার আলোচনায় বসবেন ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। রাতে এই আলোচনা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এখন দুপক্ষই কিছুটা স্থির হলেও যুদ্ধে কোন পক্ষ জয়ী হলো—তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। দুপক্ষই জয়লাভ করেছে বলে দাবি করছে। ভারতের দাবি—তারা পাকিস্তান বিমানবাহিনীর ১১টি ঘাঁটিতে হামলা চালিয়েছে—এর মধ্যে একটি ছিল রাওয়ালপিন্ডিতে, যা রাজধানী ইসলামাবাদের কাছে। ভারত আরও বলছে, এই সংঘাতে পাকিস্তানের ৩৫ থেকে ৪০ সেনা নিহত হয়েছেন এবং তাদের বিমানবাহিনীর বেশ কয়েকটি উড়োজাহাজ ধ্বংস হয়েছে। পাশাপাশি শতাধিক সন্ত্রাসীকে হত্যার দাবিও করছে ভারতের সেনাবাহিনী।
এদিকে পাকিস্তান দাবি করছে, পাকিস্তানি সেনারা ভারতের ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি নয়াদিল্লির আকাশে টহল দিয়েছে তাদের নজরদারি ড্রোন। যুদ্ধের শুরুর দিনই (৭ মে) ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তাদের ভাষ্য—এর মধ্যে তিনটি আধুনিক রাফাল জেটও ছিল। যদিও শুরু থেকেই রাফাল ধ্বংস হওয়ার ব্যাপারটি অস্বীকার করে আসছে ভারত। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় সরকারি কয়েকটি সূত্রে রাফাল ধ্বংসের দাবিটি সত্য বলেই জানিয়েছে।
এ ছাড়া পাকিস্তানের সেনাদের হাতে ভারতীয় সামরিক পাইলটের বন্দী হওয়ার খবরও শোনা গিয়েছিল। শুরুতে পাঁচ পাইলটকে বন্দী করার দাবি করলেও পরে এক পাইলটকে বন্দী করার কথা জানায় পাকিস্তান। ভারতীয় কিছু লক্ষ্যবস্তুতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে—এটি স্বীকার করলেও পাইলট বন্দীর দাবিটি পুরোপুরি উড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন বলে জানিয়েছে ভারত।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে চরমে ওঠে ভারত-পাকিস্তান উত্তেজনা। পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে নয়াদিল্লি। যার জেরে ভারতবিরোধী একগাদা পদক্ষেপ নেয় পাকিস্তানও। আরও চড়ে উত্তেজনার পারদ। এরই জেরে গেল ৭ মে যুদ্ধে জড়ায় পরমাণু শক্তিধর দুই দেশ।
৭ মে রাতে পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে বিমান হামলা চালায় ভারত। রাতেই নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকযুদ্ধ শুরু হয় দুপক্ষের মধ্যে। চার দিন ধরে ড্রোন যুদ্ধ চলে দুপক্ষে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
যুদ্ধবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে আজ সোমবার আলোচনায় বসবেন ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। রাতে এই আলোচনা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এখন দুপক্ষই কিছুটা স্থির হলেও যুদ্ধে কোন পক্ষ জয়ী হলো—তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। দুপক্ষই জয়লাভ করেছে বলে দাবি করছে। ভারতের দাবি—তারা পাকিস্তান বিমানবাহিনীর ১১টি ঘাঁটিতে হামলা চালিয়েছে—এর মধ্যে একটি ছিল রাওয়ালপিন্ডিতে, যা রাজধানী ইসলামাবাদের কাছে। ভারত আরও বলছে, এই সংঘাতে পাকিস্তানের ৩৫ থেকে ৪০ সেনা নিহত হয়েছেন এবং তাদের বিমানবাহিনীর বেশ কয়েকটি উড়োজাহাজ ধ্বংস হয়েছে। পাশাপাশি শতাধিক সন্ত্রাসীকে হত্যার দাবিও করছে ভারতের সেনাবাহিনী।
এদিকে পাকিস্তান দাবি করছে, পাকিস্তানি সেনারা ভারতের ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি নয়াদিল্লির আকাশে টহল দিয়েছে তাদের নজরদারি ড্রোন। যুদ্ধের শুরুর দিনই (৭ মে) ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তাদের ভাষ্য—এর মধ্যে তিনটি আধুনিক রাফাল জেটও ছিল। যদিও শুরু থেকেই রাফাল ধ্বংস হওয়ার ব্যাপারটি অস্বীকার করে আসছে ভারত। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় সরকারি কয়েকটি সূত্রে রাফাল ধ্বংসের দাবিটি সত্য বলেই জানিয়েছে।
এ ছাড়া পাকিস্তানের সেনাদের হাতে ভারতীয় সামরিক পাইলটের বন্দী হওয়ার খবরও শোনা গিয়েছিল। শুরুতে পাঁচ পাইলটকে বন্দী করার দাবি করলেও পরে এক পাইলটকে বন্দী করার কথা জানায় পাকিস্তান। ভারতীয় কিছু লক্ষ্যবস্তুতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে—এটি স্বীকার করলেও পাইলট বন্দীর দাবিটি পুরোপুরি উড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন বলে জানিয়েছে ভারত।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে চরমে ওঠে ভারত-পাকিস্তান উত্তেজনা। পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে নয়াদিল্লি। যার জেরে ভারতবিরোধী একগাদা পদক্ষেপ নেয় পাকিস্তানও। আরও চড়ে উত্তেজনার পারদ। এরই জেরে গেল ৭ মে যুদ্ধে জড়ায় পরমাণু শক্তিধর দুই দেশ।
৭ মে রাতে পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে বিমান হামলা চালায় ভারত। রাতেই নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকযুদ্ধ শুরু হয় দুপক্ষের মধ্যে। চার দিন ধরে ড্রোন যুদ্ধ চলে দুপক্ষে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে