ঢাকা: গাজায় টানা ১১ দিনের মতো চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত। চলমান এই সংঘাত থামাতে আগামী দু-একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে এমনটি জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা মুসা আবু মারজুক।
মুসা আবু মারজুক বলেন, আমি আশা করছি, এক অথবা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবো। পারস্পরিক চুক্তির ভিত্তিতে এই যুদ্ধবিরতি হবে।
কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারও বলেছেন যে, ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার ভোরেও হামাসের অবস্থান লক্ষ্য করে ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসও রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে।
অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনি নাগরিক এবং ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিন ধরে চলা এই সংঘাতে গাজায় এ পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শতাধিক নারী এবং পুরুষ রয়েছে।
ইসরায়লের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় গাজায় এ পর্যন্ত দেড় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
ঢাকা: গাজায় টানা ১১ দিনের মতো চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত। চলমান এই সংঘাত থামাতে আগামী দু-একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে এমনটি জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা মুসা আবু মারজুক।
মুসা আবু মারজুক বলেন, আমি আশা করছি, এক অথবা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবো। পারস্পরিক চুক্তির ভিত্তিতে এই যুদ্ধবিরতি হবে।
কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারও বলেছেন যে, ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার ভোরেও হামাসের অবস্থান লক্ষ্য করে ১০০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসও রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে।
অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের উদ্যোগকে কেন্দ্র করে মসজিদ আল আকসায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ফিলিস্তিনি নাগরিক এবং ইসরায়েলের পুলিশ। আল আকসা থেকে পুলিশ প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তাতে সাড়া না দেওয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া হলে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিন ধরে চলা এই সংঘাতে গাজায় এ পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে শতাধিক নারী এবং পুরুষ রয়েছে।
ইসরায়লের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় গাজায় এ পর্যন্ত দেড় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫