মালিকবিহীন নেড়ি কুকুরগুলোকে মেরে ফেলার জন্য একটি আইন প্রস্তাব করা হয়েছে রাশিয়ার পার্লামেন্টে। তবে এসব কুকুরকে না মেরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন দেশটির বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য ফ্যাদত তুমুসোভ।
মস্কো টাইমসের বরাত দিয়ে গতকাল বুধবার নিউজউইক জানায়, সম্প্রতি একটি সংসদীয় আলোচনায় প্রস্তাবটি করেন তুমুসোভ। তাঁর মতে, যুদ্ধক্ষেত্রে কুকুরগুলোকে ব্যবহার করলে এ থেকে কিছুটা সুবিধা আদায় করে নিতে পারবেন রুশ সৈন্যরা।
এ ক্ষেত্রে কুকুরগুলোকে কিছু প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও প্রস্তাব দেন রুশ সংসদ সদস্য। এভাবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধার এবং পুঁতে রাখা মাইন অপসারণে কুকুরগুলোকে কাজে লাগানো যেতে পারে।
মস্কো টাইমসের সেই প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়ার বিভিন্ন শহর ও বন্দরে পরিত্যক্ত প্রাণীর সংখ্যা বেড়ে গেছে। এর মধ্যে কুকুরের সংখ্যাই বেশি। রাস্তাঘাটে এসব কুকুর নানা সমস্যার সৃষ্টি করছে।
এ অবস্থায় কুকুরগুলোকে মেরে ফেলার জন্য দেশটির সংসদে একটি আইন প্রস্তাব করা হয়। প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
তবে ৬৭ বছর বয়সী সংসদ সদস্য তুমুসোভ মনে করেন, নেড়ি কুকুরগুলোর মধ্য থেকে বড় এবং হিংস্র কুকুরগুলোকে কাজে লাগানো সম্ভব। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে।
রুশ সংসদে তুমুসোভ দেশটির সবচেয়ে শীতল অঞ্চল ইয়াকুটিয়ার প্রতিনিধিত্ব করছেন। পেশাগত জীবনে তিনি একজন অর্থনীতির অধ্যাপক।
সামরিক কাজে প্রাণীদের যুক্ত করার নজির রাশিয়া অতীতেও দেখিয়েছে। ২০২২ সালের এপ্রিলে কৃষ্ণসাগরে নৌবাহিনীর একটি ঘাঁটি সুরক্ষার কাজে প্রশিক্ষিত একদল ডলফিনকে নিযুক্ত করে।
মালিকবিহীন নেড়ি কুকুরগুলোকে মেরে ফেলার জন্য একটি আইন প্রস্তাব করা হয়েছে রাশিয়ার পার্লামেন্টে। তবে এসব কুকুরকে না মেরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন দেশটির বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য ফ্যাদত তুমুসোভ।
মস্কো টাইমসের বরাত দিয়ে গতকাল বুধবার নিউজউইক জানায়, সম্প্রতি একটি সংসদীয় আলোচনায় প্রস্তাবটি করেন তুমুসোভ। তাঁর মতে, যুদ্ধক্ষেত্রে কুকুরগুলোকে ব্যবহার করলে এ থেকে কিছুটা সুবিধা আদায় করে নিতে পারবেন রুশ সৈন্যরা।
এ ক্ষেত্রে কুকুরগুলোকে কিছু প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও প্রস্তাব দেন রুশ সংসদ সদস্য। এভাবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধার এবং পুঁতে রাখা মাইন অপসারণে কুকুরগুলোকে কাজে লাগানো যেতে পারে।
মস্কো টাইমসের সেই প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়ার বিভিন্ন শহর ও বন্দরে পরিত্যক্ত প্রাণীর সংখ্যা বেড়ে গেছে। এর মধ্যে কুকুরের সংখ্যাই বেশি। রাস্তাঘাটে এসব কুকুর নানা সমস্যার সৃষ্টি করছে।
এ অবস্থায় কুকুরগুলোকে মেরে ফেলার জন্য দেশটির সংসদে একটি আইন প্রস্তাব করা হয়। প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
তবে ৬৭ বছর বয়সী সংসদ সদস্য তুমুসোভ মনে করেন, নেড়ি কুকুরগুলোর মধ্য থেকে বড় এবং হিংস্র কুকুরগুলোকে কাজে লাগানো সম্ভব। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে।
রুশ সংসদে তুমুসোভ দেশটির সবচেয়ে শীতল অঞ্চল ইয়াকুটিয়ার প্রতিনিধিত্ব করছেন। পেশাগত জীবনে তিনি একজন অর্থনীতির অধ্যাপক।
সামরিক কাজে প্রাণীদের যুক্ত করার নজির রাশিয়া অতীতেও দেখিয়েছে। ২০২২ সালের এপ্রিলে কৃষ্ণসাগরে নৌবাহিনীর একটি ঘাঁটি সুরক্ষার কাজে প্রশিক্ষিত একদল ডলফিনকে নিযুক্ত করে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫