ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় তিনি নেতানিয়াহুকে বলেছেন, ‘আমি আশা করি আপনার নেতৃত্বাধীন নতুন সরকার মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ও জনগণের স্বার্থে রাশিয়া-ইসরায়েল সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসরায়েলের প্রবীণ রাজনীতিবিদ বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নতুন মেয়াদে ইসরায়েলের দায়িত্ব গ্রহণ করায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন তাঁকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হওয়ার পেছনে আপনার দীর্ঘদিনের অবদান রয়েছে। আমরা তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।’
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর ইসরায়েল নিরপেক্ষতা বজায় রাখতে রাশিয়ার ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছিল। কারণ ইসরায়েলে সাবেক সোভিয়েত ইউনিয়নের ১০ লাখেরও বেশি নাগরিক রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে গঠনমূলক সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে প্রস্তুত, যাতে মধ্যপ্রাচ্যের জলবায়ু ও অন্যান্য আন্তর্জাতিক ইস্যু একসঙ্গে মোকাবিলা করা যায়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইটারে নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েলের কল্যাণ, নিরাপত্তা ও সাফল্য কামনা করি। আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বন্ধন শক্তিশালী করতে, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে, সমৃদ্ধি অর্জন করতে এবং মন্দের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।’
তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর জেলেনস্কি বারবার অনুরোধ করা সত্ত্বেও ইসরায়েল ইউক্রেনকে কোনো অস্ত্র দেয়নি। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের ইতিহাসে বেনিয়ামিনের সরকার হচ্ছে সবচেয়ে ডানপন্থী সরকার।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। ভোটে টিকে যান নেতানিয়াহু। ১২০ সদস্যের নেসেটে তাঁর নতুন সরকারের পক্ষে ভোট পড়েছে ৬৩টি। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ৫৪টি।
অনাস্থা ভোটে উতরে যাওয়ার পরপরই ইসরায়েলের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেতানিয়াহু। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় তিনি নেতানিয়াহুকে বলেছেন, ‘আমি আশা করি আপনার নেতৃত্বাধীন নতুন সরকার মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ও জনগণের স্বার্থে রাশিয়া-ইসরায়েল সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসরায়েলের প্রবীণ রাজনীতিবিদ বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নতুন মেয়াদে ইসরায়েলের দায়িত্ব গ্রহণ করায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন তাঁকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হওয়ার পেছনে আপনার দীর্ঘদিনের অবদান রয়েছে। আমরা তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।’
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর ইসরায়েল নিরপেক্ষতা বজায় রাখতে রাশিয়ার ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছিল। কারণ ইসরায়েলে সাবেক সোভিয়েত ইউনিয়নের ১০ লাখেরও বেশি নাগরিক রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে গঠনমূলক সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে প্রস্তুত, যাতে মধ্যপ্রাচ্যের জলবায়ু ও অন্যান্য আন্তর্জাতিক ইস্যু একসঙ্গে মোকাবিলা করা যায়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইটারে নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েলের কল্যাণ, নিরাপত্তা ও সাফল্য কামনা করি। আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বন্ধন শক্তিশালী করতে, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে, সমৃদ্ধি অর্জন করতে এবং মন্দের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।’
তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর জেলেনস্কি বারবার অনুরোধ করা সত্ত্বেও ইসরায়েল ইউক্রেনকে কোনো অস্ত্র দেয়নি। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের ইতিহাসে বেনিয়ামিনের সরকার হচ্ছে সবচেয়ে ডানপন্থী সরকার।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সরকার নিয়ে অনাস্থা ভোট হয়। ভোটে টিকে যান নেতানিয়াহু। ১২০ সদস্যের নেসেটে তাঁর নতুন সরকারের পক্ষে ভোট পড়েছে ৬৩টি। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ৫৪টি।
অনাস্থা ভোটে উতরে যাওয়ার পরপরই ইসরায়েলের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেতানিয়াহু। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫