সুদানের রাজধানী খার্তুম ও পশ্চিম দারফুর অঞ্চলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৭২ ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থেমে নেই। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সুদানের সেনাবাহিনী জানিয়েছে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ ঘণ্টায় এসে আরও ৭২ ঘণ্টা সময় বাড়াতে দুই পক্ষই সম্মত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে প্রথম পর্বের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি শেষ হয়েছে।
এদিকে আরএসএফ বলেছে, তারাও যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়টিতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, সৌদি আরব, নরওয়ে, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ দুইটি কূটনীতিক শিবির থেকে এসেছে বলেও জানিয়েছে তারা।
তবে যুদ্ধবিরতির মধ্যেও গতকাল বৃহস্পতিবার রাজধানী খার্তুমের ওপর দিয়ে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ছাড়া প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরের ভেতর দুই পক্ষ কামান ও মেশিনগান দিয়ে গোলাগুলি করেছে।
আগের যুদ্ধবিরতির সময় সহিংসতা না থামলেও যুদ্ধের তীব্রতা কমেছিল। ফলে হাজার হাজার সুদানি নাগরিক নিরাপদ স্থানে সরে যেতে পেরেছেন। এ ছাড়া শত শত বিদেশি নাগরিক স্থল ও সমুদ্রপথে প্রস্থান করার সুযোগ পেয়েছেন।
২০২১ সালের অক্টোবরে সেনাবাহিনী ও আরএসএফ মিলে তৎকালীন বেসামরিক সরকারকে উৎখাত করে। কিন্তু ক্ষমতা দখলের লড়াই দুই পক্ষ পরবর্তীতে সহিংসতায় লিপ্ত হয়। আন্তর্জাতিক শক্তিগুলো সুদানে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে, কিন্তু সে চেষ্টা কার্যত কোনো ফল বয়ে আনেনি। বরং সুদান ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠেছে।
সেনাবাহিনী দাবি করেছে, সুদানের বেশির ভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা খার্তুমে আরএসএফকে পরাজিত করারও দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী এবং বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা জানিয়েছেন, প্রথম ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর যুদ্ধ কিছুটা শিথিল হয়েছিল। তবে বৃহস্পতিবারে খার্তুম ও এর পাশের শহর ওমদুরমান ও বাহরিতে বিমান হামলা হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চলার সময়েও সহিংসতা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে জন্য সুদানে থাকা মার্কিন নাগরিকদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সুদানে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৫১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪ হাজার ১৯৩ জন।
গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংঘাত এখনো চলছে।
সুদানের রাজধানী খার্তুম ও পশ্চিম দারফুর অঞ্চলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৭২ ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থেমে নেই। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সুদানের সেনাবাহিনী জানিয়েছে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ ঘণ্টায় এসে আরও ৭২ ঘণ্টা সময় বাড়াতে দুই পক্ষই সম্মত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে প্রথম পর্বের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি শেষ হয়েছে।
এদিকে আরএসএফ বলেছে, তারাও যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়টিতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, সৌদি আরব, নরওয়ে, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ দুইটি কূটনীতিক শিবির থেকে এসেছে বলেও জানিয়েছে তারা।
তবে যুদ্ধবিরতির মধ্যেও গতকাল বৃহস্পতিবার রাজধানী খার্তুমের ওপর দিয়ে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ছাড়া প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরের ভেতর দুই পক্ষ কামান ও মেশিনগান দিয়ে গোলাগুলি করেছে।
আগের যুদ্ধবিরতির সময় সহিংসতা না থামলেও যুদ্ধের তীব্রতা কমেছিল। ফলে হাজার হাজার সুদানি নাগরিক নিরাপদ স্থানে সরে যেতে পেরেছেন। এ ছাড়া শত শত বিদেশি নাগরিক স্থল ও সমুদ্রপথে প্রস্থান করার সুযোগ পেয়েছেন।
২০২১ সালের অক্টোবরে সেনাবাহিনী ও আরএসএফ মিলে তৎকালীন বেসামরিক সরকারকে উৎখাত করে। কিন্তু ক্ষমতা দখলের লড়াই দুই পক্ষ পরবর্তীতে সহিংসতায় লিপ্ত হয়। আন্তর্জাতিক শক্তিগুলো সুদানে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে, কিন্তু সে চেষ্টা কার্যত কোনো ফল বয়ে আনেনি। বরং সুদান ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠেছে।
সেনাবাহিনী দাবি করেছে, সুদানের বেশির ভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা খার্তুমে আরএসএফকে পরাজিত করারও দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী এবং বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা জানিয়েছেন, প্রথম ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর যুদ্ধ কিছুটা শিথিল হয়েছিল। তবে বৃহস্পতিবারে খার্তুম ও এর পাশের শহর ওমদুরমান ও বাহরিতে বিমান হামলা হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চলার সময়েও সহিংসতা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে জন্য সুদানে থাকা মার্কিন নাগরিকদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সুদানে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৫১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪ হাজার ১৯৩ জন।
গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংঘাত এখনো চলছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে