Ajker Patrika

আজ সৌম্যদের সামনে ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৪: ০৭
আজ সৌম্যদের সামনে ভারত

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে শিরোপার আশা বাঁচিয়ে রাখার এ লড়াই। চার বছর আগে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। এবার অবশ্য সেই আক্ষেপ ঘােচাতে চায় সাইফ হাসানের দল।

সেমির লড়াইয়ে নামার আগে গতকাল রাতে প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের শেষবার ঝালিয়ে নিয়েছেন নাঈম-সৌম্যরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে ওমান ও আফগানিস্তানের বিপক্ষে দাপটের সঙ্গে জিতেছে তারা। ভারত অবশ্য ‘বি’ গ্রুপ থেকে অপরাজিত থেকেই শেষ চার নিশ্চিত করে।

তবে টুর্নামেন্টে সবচেয়ে অভিজ্ঞ দল বাংলাদেশই। আগের ম্যাচের একাদশের ছয় খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। এর মধ্যে নাঈম, সৌম্য, জাকির ও মেহেদী ইমার্জিং এশিয়া কাপের গত টুর্নামেন্টেও খেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত