Ajker Patrika

শুধু মাঠে না, মাঠের বাইরেও খেলা হয়

হাসান মাসুদ
শুধু মাঠে না, মাঠের বাইরেও খেলা হয়

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানই ফেবারিট ছিল। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নেয়, শুরুটাও বেশ ভালোই ছিল। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪০ রান করে। ১০ ওভার শেষেও আমাদের অবস্থান ভালো ছিল। ওই ১ উইকেটেই ৭০ রান করে বাংলাদেশ।

তাতে ১৪৫-১৫০ রানের মতো একটা সংগ্রহের সম্ভাবনা ছিল। কিন্তু ১১তম ওভারে শাদাব খান টানা ২ উইকেট তুলে নেওয়ার পর সেই সম্ভাবনায় ধাক্কা লাগে। বিশেষ করে সাকিব আল হাসানের এলবিডব্লিউ আউটটা। শাদাবের বল সাকিবের ব্যাট ছুঁয়ে প্যাডে লাগলেও পাকিস্তানের ক্রিকেটাররা আপিল করলে অন ফিল্ড আম্পায়ার সাড়া দেন। আউট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকিব রিভিউ নেয় এবং সাকিবের শারীরিক ভঙ্গিই বলছিল, সে আউট না।

টিভি রিপ্লেতে পরিষ্কার দেখেছি, বল আগে ব্যাট ছুঁয়ে তারপর প্যাডে লাগে। জিম্বাবুয়ের থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরি অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই কেন বহাল রাখলেন এটা খুবই বিস্ময়কর এবং আশ্চর্যজনক। এটা কোনোভাবেই মানা যায় না। একদম জোর করে আউট দেওয়া হয়েছে। টিভি আম্পায়ার বলেছেন, বল সাকিবের ব্যাটে লাগেনি, এটা মেনে নেওয়া যায় না। ধারাভাষ্যকক্ষে আতহার আলী খানও বলেছিলেন, ব্যাট মাটি থেকে ওপরে ছিল। আসলে খেলা শুধু মাঠেই হয় না, মাঠের বাইরেও হয়। মাঠের বাইরের খেলায় বাংলাদেশ সেমিতে যেতে পারে না, কারণ পাকিস্তানও প্রচুর দর্শকের ক্রিকেটীয় জাতি। এটা একদমই অসম্ভব একটা সিদ্ধান্ত।

সাকিবের আউটের পর বাংলাদেশ দলের মনোবল ভেঙে যায়। নতুন ব্যাটাররা পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১২৭ রানের বেশি করতে পারেনি। লক্ষ্যটা এমনিতে সহজ ছিল পাকিস্তানের জন্য। কিন্তু এটাই কঠিন হয়ে যেত পারত, যদি প্রথম ওভারে তাসকিনের তৃতীয় বলে উইকেটকিপার সোহান সহজ ক্যাচটা না ছাড়ত। পরের বলেই ছক্কা মারার মাধ্যমে মোহাম্মদ রিজওয়ান আত্মবিশ্বাস ফিরে পায়। আমি বলব, সোহানের ক্যাচ মিস এই ম্যাচের একটা টার্নিং পয়েন্ট। আরেকটা টার্নিং পয়েন্ট সাকিবের ওই এলবিডব্লিউ। ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না। এমনিতে পাকিস্তান কাগজে-কলমে আমাদের চেয়ে ভালো দল ছিল।

রিজওয়ান বেঁচে যাওয়ার পর পাকিস্তান কিন্তু খুব ধীরে খেলে। দুই ওপেনার প্রচুর ডট বল খেলে, ৬০ বলের কাছাকাছি হবে। খুব ধীরে ব্যাটিং করে ম্যাচটা জিতে নেয়। এই জয় পাকিস্তানকে সেমিতে তুলে দিয়েছে। তবে তাতে বড় অবদান নেদারল্যান্ডসের। বিস্ময়করভাবে তারা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত