নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেদের সবচেয়ে ব্যস্ততম বছরই কি পার করছে বাংলাদেশ দল? গত সাত মাসে টানা খেলার মধ্যেই ছিল তারা। আপাতত কিছুদিনের বিরতি। তবে আগামী চার মাসে সাকিবদের সামনে অপেক্ষা করছে আরও বেশি ব্যস্ততা। এর মধ্যে আছে এশিয়া কাপ-বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট।
সাকিব-লিটন তো খেলার মধ্যেই আছেন। দেশে এশিয়া কাপ সামনে রেখে চলা দলের অনুশীলন ক্যাম্প চলবে ২৫ আগস্ট পর্যন্ত। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে সাকিব আল হাসানের দল। ৩০ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। যেদিন এশিয়া কাপ শেষ হবে, সেদিনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে চলে আসবে নিউজিল্যান্ড দল।
বিশ্বকাপের আগে গুয়াহাটিতে আছে দুটি প্রস্তুতি ম্যাচও। বিশ্বকাপ যখন খুব কাছে, তখন খেলার মধ্যে থাকা ভালো প্রস্তুতিরই অংশ। তবে বড় মঞ্চে যাওয়ার আগে ম্যাচের সংখ্যা একটু বেশি হয়ে গেলে ক্লান্তি, চোট কিংবা মানসিক অবসাদের আশঙ্কাও থাকে। ক্যান্ডিতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। নিশ্বাস ফেলার সুযোগ নেই, লাহোরে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পাকিস্তানে রওনা দেবেন সাকিব-মুশফিকরা।
যদি গ্রুপ পর্ব শেষে সুপার ফোর এবং ফাইনাল পর্যন্ত নিজেদের নিয়ে যেতে পারে বাংলাদেশ, তাহলে এশিয়া কাপে পাবে মোট ৬ ম্যাচ। এর মধ্যে শ্রীলঙ্কা-পাকিস্তানে আসা-যাওয়ার ঝক্কি তো আছেই। মহাদেশীয় লড়াইয়ের পর দেশে ফিরেই ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিউইদের বিপক্ষে খেলে পরের দিনই বিশ্বকাপ মিশনে রওনা দিতে হবে সাকিবদের।
২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ। ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আগে এক মাসের মধ্যে এত ভ্রমণের ঝক্কি নিয়ে অন্তত ৭টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এশিয়া কাপের সুপার ফোরে গেলে অন্তত ১০টি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়েও বাজে ফল নিয়ে ফিরেছিল ভারত। তাদের এ ব্যর্থতায় আন্তর্জাতিক সিরিজ আর আইপিএলে টানা খেলার বিষয়টি কিন্তু সামনে এসেছিল। অবশ্য ব্যস্ত সূচি নিয়ে কিছু করারও নেই বাংলাদেশের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গত পরশু আজকের পত্রিকাকে বলেছেন, ‘(ব্যস্ত সূচি নিয়ে) কিছু করার নেই। খেলতে হবে। হাতে সময় নেই।’
বিশ্বকাপ থেকে ফিরেও বিশ্রামের সুযোগ কম। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, যদিও এ সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়নি এখনো। ২৮ নভেম্বর শুরু প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর। এ টেস্ট দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের আগমুহূর্তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডকে দেওয়া এক বছর আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। গতকাল নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘অস্ট্রেলিয়ায় (২০২২) টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওদের ওখানে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলাম। সেটারই ধারাবাহিকতা হিসেবে এবার তিনটা ওয়ানডে খেলার সুযোগ করে দিচ্ছি (নিউজিল্যান্ডকে)। এটা একটা প্রতিশ্রুতি।’
ব্যস্ত সূচি শুরুর আগে এ মাসে পাওয়া কদিনের বিরতিকে তাই বলা যায়, দৌড় শুরুর আগে জোরে নিশ্বাস নেওয়ার সময়!
নিজেদের সবচেয়ে ব্যস্ততম বছরই কি পার করছে বাংলাদেশ দল? গত সাত মাসে টানা খেলার মধ্যেই ছিল তারা। আপাতত কিছুদিনের বিরতি। তবে আগামী চার মাসে সাকিবদের সামনে অপেক্ষা করছে আরও বেশি ব্যস্ততা। এর মধ্যে আছে এশিয়া কাপ-বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট।
সাকিব-লিটন তো খেলার মধ্যেই আছেন। দেশে এশিয়া কাপ সামনে রেখে চলা দলের অনুশীলন ক্যাম্প চলবে ২৫ আগস্ট পর্যন্ত। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে সাকিব আল হাসানের দল। ৩০ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। যেদিন এশিয়া কাপ শেষ হবে, সেদিনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে চলে আসবে নিউজিল্যান্ড দল।
বিশ্বকাপের আগে গুয়াহাটিতে আছে দুটি প্রস্তুতি ম্যাচও। বিশ্বকাপ যখন খুব কাছে, তখন খেলার মধ্যে থাকা ভালো প্রস্তুতিরই অংশ। তবে বড় মঞ্চে যাওয়ার আগে ম্যাচের সংখ্যা একটু বেশি হয়ে গেলে ক্লান্তি, চোট কিংবা মানসিক অবসাদের আশঙ্কাও থাকে। ক্যান্ডিতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। নিশ্বাস ফেলার সুযোগ নেই, লাহোরে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পাকিস্তানে রওনা দেবেন সাকিব-মুশফিকরা।
যদি গ্রুপ পর্ব শেষে সুপার ফোর এবং ফাইনাল পর্যন্ত নিজেদের নিয়ে যেতে পারে বাংলাদেশ, তাহলে এশিয়া কাপে পাবে মোট ৬ ম্যাচ। এর মধ্যে শ্রীলঙ্কা-পাকিস্তানে আসা-যাওয়ার ঝক্কি তো আছেই। মহাদেশীয় লড়াইয়ের পর দেশে ফিরেই ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিউইদের বিপক্ষে খেলে পরের দিনই বিশ্বকাপ মিশনে রওনা দিতে হবে সাকিবদের।
২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ। ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আগে এক মাসের মধ্যে এত ভ্রমণের ঝক্কি নিয়ে অন্তত ৭টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এশিয়া কাপের সুপার ফোরে গেলে অন্তত ১০টি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়েও বাজে ফল নিয়ে ফিরেছিল ভারত। তাদের এ ব্যর্থতায় আন্তর্জাতিক সিরিজ আর আইপিএলে টানা খেলার বিষয়টি কিন্তু সামনে এসেছিল। অবশ্য ব্যস্ত সূচি নিয়ে কিছু করারও নেই বাংলাদেশের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গত পরশু আজকের পত্রিকাকে বলেছেন, ‘(ব্যস্ত সূচি নিয়ে) কিছু করার নেই। খেলতে হবে। হাতে সময় নেই।’
বিশ্বকাপ থেকে ফিরেও বিশ্রামের সুযোগ কম। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, যদিও এ সিরিজের ভেন্যু চূড়ান্ত হয়নি এখনো। ২৮ নভেম্বর শুরু প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর। এ টেস্ট দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের আগমুহূর্তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডকে দেওয়া এক বছর আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। গতকাল নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘অস্ট্রেলিয়ায় (২০২২) টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওদের ওখানে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলাম। সেটারই ধারাবাহিকতা হিসেবে এবার তিনটা ওয়ানডে খেলার সুযোগ করে দিচ্ছি (নিউজিল্যান্ডকে)। এটা একটা প্রতিশ্রুতি।’
ব্যস্ত সূচি শুরুর আগে এ মাসে পাওয়া কদিনের বিরতিকে তাই বলা যায়, দৌড় শুরুর আগে জোরে নিশ্বাস নেওয়ার সময়!
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫