Ajker Patrika

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় তারকাদের শোক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০০: ৪৭
কোলাজ: আজকের পত্রিকা
কোলাজ: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।

দুর্ঘটনার পরপরই নিজের ফেসবুক পেজে পোস্ট করে অভিনেতা শাকিব খান লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’

অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, ‘আল্লাহ, আমাদের এমন অশ্রুভেজা দিন সহ্য করার তৌফিক দান করুন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রতিটি মানুষের জন্য প্রার্থনা।’

অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘আল্লাহ সহায় হোন। লিংক, কমেন্ট দেখে বুক কেঁপে উঠছে! শিউরে উঠছি! অনুগ্রহ করে দগ্ধ শিশুদের ছবি, ভিডিও পোস্ট করবেন না। সাধ্যমতো সহযোগিতা করুন।’

আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে উদ্ধারকাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অভিনেতা বাপ্পী চৌধুরী। তিনি লিখেছেন, ‘কেউ দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্ত করবেন না প্লিজ। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, অ্যাম্বুলেন্স সার্ভিসকে কাজ করতে সহায়তা করুন। প্রচুর রক্ত প্রয়োজন। রক্তদানে আগ্রহীরা নিকটস্থ হাসপাতালগুলোয় আসুন। বাচ্চাগুলো সুস্থ ও নিরাপদে তাদের মা-বাবার কোলে ফিরে আসুক, এটাই কাম্য।’

অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার লিখেছেন, ‘এ রকম ভয়াবহ ঘটনা অনাকাঙ্ক্ষিত। শোক নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘আল্লাহ, উত্তরা মাইলস্টোন কলেজের সবাইকে হেফাজত করুন।’

অভিনেত্রী সোহানা সাবা লিখেছেন, ‘ওদের ছবি, ভিডিও পোস্ট করা আর লাইভ করা বন্ধ করুন প্লিজ। বাচ্চাদের উদ্ধার আর চিকিৎসা করতে সাহায্য করুন।’

নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন শোক প্রকাশ করে লিখেছেন, ‘মর্মান্তিক এই ফাইটার জেড দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি হতাহত সবার জন্য দোয়া করছি এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শোক প্রকাশ করে লিখেছেন, ‘গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। দোয়া করছি আহতদের জন্য।’

সংগীতশিল্পী ইমন চৌধুরী লিখেছেন, ‘এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। এই মৃত্যু উপত্যকায় সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা ছাড়া আমাদের আর কিছুই করার উপায় নেই। শোক জানানোর ভাষা নেই।’

মিথ্যা সংবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে সুরকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, ‘ট্রেন্ডি পোস্ট দিতে গিয়ে এআই দিয়ে ছবি বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে দূরে থাকুন। কারও হতাহতের খবর আপনার ট্রেন্ড না হোক। ইতিমধ্যে প্রচুর এআই ছবি দেখতে পাচ্ছি, যা খুবই দুঃখজনক।’

সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’

সংগীতশিল্পী আসিফ আকবর নিজের ফেসবুক পেজে হট নম্বর শেয়ার করে লিখেছেন, ‘ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত কারও জন্য রক্তের প্রয়োজন হলে এই নাম্বারে মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন।’

এই দুর্ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শোক প্রকাশ করে রাজধানীর (ডেমরা) যাত্রাবাড়ী জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শহীদ স্মরণ মঞ্চে আয়োজিত আজকের ‘ড্রোন শো’ স্থগিত ঘোষণা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত