মতিউর তানিফ
প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই নিসর্গের সৌন্দর্য চোখে পড়ে। রাস্তার দুই পাশে সারি সারি গাছের সঙ্গে হাতছানি দেয় সবুজ মাঠ। আইসিসি মানদণ্ডের আন্তর্জাতিক মানের খেলার মাঠের পরেই বিশাল সবুজ ভবন। সাইনবোর্ডে লেখা গ্রিন ইউনিভার্সিটির নাম।
প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের এক পাশে রয়েছে শহীদ মিনার, ওপেন স্পেস এবং অদূরে একাডেমিক ভবন। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয় ঘিরে জায়গাজুড়ে রয়েছে নানান প্রজাতির গাছ। চারপাশের এমন প্রকৃতি গ্রিন ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেদিকেই চোখ যায়, সেদিকেই দেখা মেলে সবুজের। ঢাকার অদূরে পূর্বাচল আমেরিকান সিটিতে নান্দনিক এমন পরিবেশই এখন গ্রিন ইউনিভার্সিটির ঠিকানা। কয়েক বছর ধরে এই ক্যাম্পাস আংশিক চালু থাকলেও সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়া থেকে পুরোপুরি স্থানান্তরিত হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
২০১৯ সাল থেকে ছয়তলাবিশিষ্ট সুরম্য ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। সম্প্রতি এই সবুজের বুকে যোগ হয়েছে আটতলা ভবনবিশিষ্ট আরও একটি এনেক্স ক্যাম্পাস। যার একটিতে রয়েছে আড়াই শ আসনবিশিষ্ট আধুনিক ক্যাফেটেরিয়া, ছয় ভবনে ক্লাসরুম-ল্যাবরেটরি এবং অন্যটিতে আটটি বিভাগীয় অফিস। প্রজাপতির আদলে সম্পূর্ণ অত্যাধুনিক ইমারতে গড়ে তোলা এমন অবকাঠামোতেই এখন বিশ্ববিদ্যালয়টির নিয়মিত একাডেমিক কার্যক্রম চলছে।
পরিবহনে যোগ হয়েছে অর্ধশতাধিক বাস
সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ড নিউসহ অর্ধশতাধিক বাস যোগ হয়েছে গ্রিন ইউনিভার্সিটির পরিবহন বহরে। বাসের পাশাপাশি রয়েছে মাইক্রোবাস, কোস্টারসহ আরও কিছু যানবাহন। পরিবহন শাখা জানায়, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বর্তমানে ১৩টি রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করছে। এসব রুটের মধ্যে রয়েছে রাজধানীর শেওড়াপাড়া-মিরপুর-১০, শ্যামলী, ধানমন্ডি-আজিমপুর, ফার্মগেট-শাহবাগ, বাড্ডা-মতিঝিল, যাত্রাবাড়ী-শনির আখড়া, ডেমরাসহ নরসিংদী, ভুলতা, গাজীপুর ও নারায়ণগঞ্জ। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত এসব বাসে যাতায়াত করছেন।
নজর কাড়ছে গ্রিন ক্যাফেটেরিয়া
স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় মনোরম পরিবেশে অত্যাধুনিক ক্যাফেটেরিয়া চালু করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এখানে আধুনিক চেয়ার-টেবিলের মাধ্যমে ইনডোর যেমন সাজানো হয়েছে, তেমনি সবুজের ছোঁয়া রয়েছে ক্যাফেটেরিয়ার আউটডোরে। সেই সঙ্গে আধুনিক ফ্যান-লাইটিং ও বিল গ্রহণে অটোমেশন সিস্টেমও রয়েছে। নবনির্মিত এই ক্যাফেটেরিয়ায় একসঙ্গে আড়াই শর বেশি শিক্ষার্থী খাবার খেতে পারছেন।
যা বললেন উপাচার্য
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট গড়ে তোলাই গ্রিন ইউনিভার্সিটির মূল উদ্দেশ্য। এই মানসম্মত শিক্ষা নিশ্চিতের অন্যতম অনুষঙ্গ হলো স্থায়ী ক্যাম্পাস। আর এ কারণেই বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে মিল রেখে সবুজের মাঝে আধুনিক ক্যাম্পাস গড়ে তুলেছে গ্রিন। ভবিষ্যতেও এই ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। যেটি আমাদের মানসম্মত শিক্ষাদান তো বটেই, পাশাপাশি পরিবেশের মান রক্ষার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল স্থায়ী ক্যাম্পাস। সে হিসেবে স্থায়ী ক্যাম্পাসে ফেরা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আনন্দের। আমরা এখানে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি। ধাপে ধাপে এই সুবিধা আরও বৃদ্ধি করে গ্রিন ইউনিভার্সিটিকে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হবে।’
প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই নিসর্গের সৌন্দর্য চোখে পড়ে। রাস্তার দুই পাশে সারি সারি গাছের সঙ্গে হাতছানি দেয় সবুজ মাঠ। আইসিসি মানদণ্ডের আন্তর্জাতিক মানের খেলার মাঠের পরেই বিশাল সবুজ ভবন। সাইনবোর্ডে লেখা গ্রিন ইউনিভার্সিটির নাম।
প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের এক পাশে রয়েছে শহীদ মিনার, ওপেন স্পেস এবং অদূরে একাডেমিক ভবন। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয় ঘিরে জায়গাজুড়ে রয়েছে নানান প্রজাতির গাছ। চারপাশের এমন প্রকৃতি গ্রিন ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেদিকেই চোখ যায়, সেদিকেই দেখা মেলে সবুজের। ঢাকার অদূরে পূর্বাচল আমেরিকান সিটিতে নান্দনিক এমন পরিবেশই এখন গ্রিন ইউনিভার্সিটির ঠিকানা। কয়েক বছর ধরে এই ক্যাম্পাস আংশিক চালু থাকলেও সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়া থেকে পুরোপুরি স্থানান্তরিত হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
২০১৯ সাল থেকে ছয়তলাবিশিষ্ট সুরম্য ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। সম্প্রতি এই সবুজের বুকে যোগ হয়েছে আটতলা ভবনবিশিষ্ট আরও একটি এনেক্স ক্যাম্পাস। যার একটিতে রয়েছে আড়াই শ আসনবিশিষ্ট আধুনিক ক্যাফেটেরিয়া, ছয় ভবনে ক্লাসরুম-ল্যাবরেটরি এবং অন্যটিতে আটটি বিভাগীয় অফিস। প্রজাপতির আদলে সম্পূর্ণ অত্যাধুনিক ইমারতে গড়ে তোলা এমন অবকাঠামোতেই এখন বিশ্ববিদ্যালয়টির নিয়মিত একাডেমিক কার্যক্রম চলছে।
পরিবহনে যোগ হয়েছে অর্ধশতাধিক বাস
সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ড নিউসহ অর্ধশতাধিক বাস যোগ হয়েছে গ্রিন ইউনিভার্সিটির পরিবহন বহরে। বাসের পাশাপাশি রয়েছে মাইক্রোবাস, কোস্টারসহ আরও কিছু যানবাহন। পরিবহন শাখা জানায়, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বর্তমানে ১৩টি রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করছে। এসব রুটের মধ্যে রয়েছে রাজধানীর শেওড়াপাড়া-মিরপুর-১০, শ্যামলী, ধানমন্ডি-আজিমপুর, ফার্মগেট-শাহবাগ, বাড্ডা-মতিঝিল, যাত্রাবাড়ী-শনির আখড়া, ডেমরাসহ নরসিংদী, ভুলতা, গাজীপুর ও নারায়ণগঞ্জ। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত এসব বাসে যাতায়াত করছেন।
নজর কাড়ছে গ্রিন ক্যাফেটেরিয়া
স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় মনোরম পরিবেশে অত্যাধুনিক ক্যাফেটেরিয়া চালু করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এখানে আধুনিক চেয়ার-টেবিলের মাধ্যমে ইনডোর যেমন সাজানো হয়েছে, তেমনি সবুজের ছোঁয়া রয়েছে ক্যাফেটেরিয়ার আউটডোরে। সেই সঙ্গে আধুনিক ফ্যান-লাইটিং ও বিল গ্রহণে অটোমেশন সিস্টেমও রয়েছে। নবনির্মিত এই ক্যাফেটেরিয়ায় একসঙ্গে আড়াই শর বেশি শিক্ষার্থী খাবার খেতে পারছেন।
যা বললেন উপাচার্য
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট গড়ে তোলাই গ্রিন ইউনিভার্সিটির মূল উদ্দেশ্য। এই মানসম্মত শিক্ষা নিশ্চিতের অন্যতম অনুষঙ্গ হলো স্থায়ী ক্যাম্পাস। আর এ কারণেই বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে মিল রেখে সবুজের মাঝে আধুনিক ক্যাম্পাস গড়ে তুলেছে গ্রিন। ভবিষ্যতেও এই ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। যেটি আমাদের মানসম্মত শিক্ষাদান তো বটেই, পাশাপাশি পরিবেশের মান রক্ষার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল স্থায়ী ক্যাম্পাস। সে হিসেবে স্থায়ী ক্যাম্পাসে ফেরা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আনন্দের। আমরা এখানে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি। ধাপে ধাপে এই সুবিধা আরও বৃদ্ধি করে গ্রিন ইউনিভার্সিটিকে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হবে।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২১ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২১ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২১ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২১ দিন আগে