নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গবেষণায় কৃতিত্বের ফলস্বরূপ রিসার্চ গ্র্যান্টস ও বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেয়েছেন গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (ক্রিট)’ আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবি অধ্যাপক ড. এএ মামুন বলেন, ‘গবেষণা হলো সত্যের অনুসন্ধান। আজ বা কাল গবেষণা সত্য হবেই। গল্প ও কবিতায় রবীন্দ্রনাথ-নজরুল যা বলে গেছেন, তা ওই সময়ের প্রেক্ষাপটে সত্য না হলেও একদিন সত্য হবে। গবেষণার ধর্মই হলো আপ-টু-ডেট তথ্য দেওয়া। এটা সব সময়ই প্রাসঙ্গিক।’
সভাপতির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘একজন শিক্ষকের জন্য শুধু পাঠদান নয়, গবেষণাও সমানভাবে জরুরি। উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব হলো নতুন জ্ঞান সৃষ্টি তথা গবেষণা করা। এই গবেষণা শুধু বিশ্ববিদ্যালয়ের মান বাড়ায় তা নয়, জাতিগতভাবেও একটি দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যায়।’
গবেষণায় গ্রিন ইউনিভার্সিটির নানা অবদানের কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, গত কয়েক বছর ধরেই এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা দেশ ও বিদেশের বিখ্যাত জার্নালে স্থান পেয়েছে। বেস্ট থিসিস অ্যাওয়ার্ড ও রিসার্চ গ্রান্টস অনুষ্ঠান এই কাজে উত্তরোত্তর উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বেস্ট থিসিস/প্রজেক্টের সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রাজিবুল পলাশ ও মো. রাকিবুল ইসলাম ও তাদের সুপারভাইজার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক এবং মো. সাকিব ইবনে আশরাফি ও তার সুপারভাইজার মো. হাসান মারুফ গোল্ড ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন। সিলভার ক্যাটাগরির অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক তিনটিতে ও মুহাম্মদ আমিনুর রহমান একটি; ব্রোঞ্জ ক্যাটাগরিতে মো. সোলাইমান মিয়া এবং স্পেশাল ক্যাটাগরিতে ড. আহমেদ আল মনসুর ও মো. আনোয়ার হোসেন নিজ বিভাগের শিক্ষার্থীদের সুপারভাইজার হিসেবে এই পুরস্কার লাভ করেন।
অন্যদিকে বিভিন্ন ধরনের গবেষণার জন্য প্রায় ৮ লাখ টাকা রিসার্চ গ্র্যান্টস লাভ করেন সিএসই বিভাগের সিএসই বিভাগের ড. মো. আমিনুর রহমান, সৈয়দ আহসানুল কবির, মো. সোলাইমান মিয়া, পলাশ রায় ও মো. গুলজার হোসাইন; টেক্সটাইল বিভাগ থেকে মো. মুতাসিম উদ্দিন এবং গ্রিন বিজনেস স্কুল থেকে আরিফা রহমান ও জিনাত সুলতানা।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, ক্রিট পরিচালক রাতিল এইচ আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।
গবেষণায় কৃতিত্বের ফলস্বরূপ রিসার্চ গ্র্যান্টস ও বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেয়েছেন গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (ক্রিট)’ আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবি অধ্যাপক ড. এএ মামুন বলেন, ‘গবেষণা হলো সত্যের অনুসন্ধান। আজ বা কাল গবেষণা সত্য হবেই। গল্প ও কবিতায় রবীন্দ্রনাথ-নজরুল যা বলে গেছেন, তা ওই সময়ের প্রেক্ষাপটে সত্য না হলেও একদিন সত্য হবে। গবেষণার ধর্মই হলো আপ-টু-ডেট তথ্য দেওয়া। এটা সব সময়ই প্রাসঙ্গিক।’
সভাপতির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘একজন শিক্ষকের জন্য শুধু পাঠদান নয়, গবেষণাও সমানভাবে জরুরি। উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব হলো নতুন জ্ঞান সৃষ্টি তথা গবেষণা করা। এই গবেষণা শুধু বিশ্ববিদ্যালয়ের মান বাড়ায় তা নয়, জাতিগতভাবেও একটি দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যায়।’
গবেষণায় গ্রিন ইউনিভার্সিটির নানা অবদানের কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, গত কয়েক বছর ধরেই এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা দেশ ও বিদেশের বিখ্যাত জার্নালে স্থান পেয়েছে। বেস্ট থিসিস অ্যাওয়ার্ড ও রিসার্চ গ্রান্টস অনুষ্ঠান এই কাজে উত্তরোত্তর উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বেস্ট থিসিস/প্রজেক্টের সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রাজিবুল পলাশ ও মো. রাকিবুল ইসলাম ও তাদের সুপারভাইজার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক এবং মো. সাকিব ইবনে আশরাফি ও তার সুপারভাইজার মো. হাসান মারুফ গোল্ড ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন। সিলভার ক্যাটাগরির অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক তিনটিতে ও মুহাম্মদ আমিনুর রহমান একটি; ব্রোঞ্জ ক্যাটাগরিতে মো. সোলাইমান মিয়া এবং স্পেশাল ক্যাটাগরিতে ড. আহমেদ আল মনসুর ও মো. আনোয়ার হোসেন নিজ বিভাগের শিক্ষার্থীদের সুপারভাইজার হিসেবে এই পুরস্কার লাভ করেন।
অন্যদিকে বিভিন্ন ধরনের গবেষণার জন্য প্রায় ৮ লাখ টাকা রিসার্চ গ্র্যান্টস লাভ করেন সিএসই বিভাগের সিএসই বিভাগের ড. মো. আমিনুর রহমান, সৈয়দ আহসানুল কবির, মো. সোলাইমান মিয়া, পলাশ রায় ও মো. গুলজার হোসাইন; টেক্সটাইল বিভাগ থেকে মো. মুতাসিম উদ্দিন এবং গ্রিন বিজনেস স্কুল থেকে আরিফা রহমান ও জিনাত সুলতানা।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, ক্রিট পরিচালক রাতিল এইচ আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২২ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২২ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২২ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২২ দিন আগে