Ajker Patrika

মেলান্দহে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মেলান্দহে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের মেলান্দহে অবৈধভাবে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সাড়ে ১০টা দিকে মেলান্দহ বাজারে দুটি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম এ জরিমানা করেন। 

জানা যায়, মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজ ও জননী তেল ভান্ডারে বিভিন্ন বোতল ও ড্রামে ৫৬ হাজার ও ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত করা হয়। অবৈধভাবে ভোজ্য তেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মেসার্স তপু এন্টারপ্রাইজের মালিক শ্রী তপু সাহাকে ২০ হাজার এবং জননী তেল ভান্ডারের মালিক মো. সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার বলেন, অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত