জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেল চুরির মামলার আসামিকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। অপরদিকে মব সৃষ্টি করে ওই আসামিকে নিজের বসতঘরে মারধরের অভিযোগে মামলার বাদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বলেন, ‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি টানা দেড় ঘণ্টা জ্যাম।’
জামালপুর পৌরসভার এক কর্মচারীকে নাশকতার সন্দেহে আটকের পর তাঁর সহকর্মীদের তোপের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই কর্মচারীর নাম আবু খালেক। তিনি পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার হিসেবে কর্মরত। তাঁকে আজ সোমবার বেলা ২টা দিকে পৌর কার্যালয় থেকে আটকের পর বিকেল ৪টার দিকে সদর থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
জামালপুরের বকশীগঞ্জে লাম আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার সীমারপার এলাকায় নিজের বাড়ির পাশে জলপাইগাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।