দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের চালান দীঘিরপাড় নামক সীমান্ত এলাকা দিয়ে চারজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মধ্যরাতে থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফসার আলী। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। মৌখিকভাবে পদত্যাগ করার ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তাঁকে সেখানেই গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরে মধ্যরাতে পাঁচ মিনিটের ঝড়ে গাছপালাসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়কযোগাযোগে বিঘ্ন ঘটে। এ ছাড়া গাছের ডাল বৈদ্যুতিক খুঁটিতে পড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে অনেক জায়গা।
দিনাজপুরের বোচাগঞ্জে নিখোঁজের দুদিন পর বন্ধুর বাড়ি থেকে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্য রাতে নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের চেয়ারম্যান পাড়ার লাইছুর রহমানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।